31/07/2024
📌 আগামীকালের কর্মসূচি - "Remembering Our Heroes"
সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি - "Remembering our Heroes."
কর্মসূচি পালণে করণীয় :
১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ;
৩। শহীদদের নিয়ে গল্প/ ফিকশন লিখা;
৪। চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
৫। ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।
প্রতিষ্ঠান, এলাকা ভিত্তিক কয়েকজন করে জমায়েত হয়ে নিজেরাই কর্মসূচি পালন করার আহবান করছে -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা।
সকলে নিজ নিজ জায়গা থেকে আগামীকালকের কর্মসূচি সফল করুন।
আহবানে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা