সুলতানিয়ান-Freaks

সুলতানিয়ান-Freaks This page has been made for only fun purpose. We are not hatred anyone. This page is made by students of Govt. Shah Sultan College,Bogura.

01/08/2024

Red Alert!❗❗❗❗❗❗
জামাত শিবির ব্যান করে এখন জিনিসটাকে ধর্মীয় দিকে ঘুরানোর রাজনৈতিক গেম খেলার খুব বড় চান্স আছে

দেখবেন হিন্দু মুসলিম দন্দ্ব টাইপ একটা নিউজ খুব শীঘ্রই আসবে (সামনে আবার পূজার মৌসুম) আর তা দিয়ে মানুষের অ্যাটেনশন সুইচ করার চেষ্টা করা হবে

এটা একেবারেই হতে দেয়া যাবে না।
মনে রাখবেন যেকোনো ধর্ম নির্বিশেষে আমাদের মূল লক্ষ্য এখন একটাই, স্বৈরাচারের পতন।

আত্মার মাগফেরাত কামনা করছি 😥
01/08/2024

আত্মার মাগফেরাত কামনা করছি 😥

এ লড়াই চলবে! - সমন্বয়ক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
01/08/2024

এ লড়াই চলবে!
- সমন্বয়ক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

01/08/2024

আগামীকাল দোয়া ও গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দলে দলে সকলের অংশগ্রহণ কাম্য।

স্থগিত এইচএসসি পরীক্ষা- ২০২৪ এর পরিবর্তিত সময়সূচি
01/08/2024

স্থগিত এইচএসসি পরীক্ষা- ২০২৪ এর পরিবর্তিত সময়সূচি

বগুড়ার প্রতিষ্ঠান ভিত্তিক নেটওয়ার্ক করা হচ্ছে যদি কেউ নিজ প্রতিষ্ঠান বা এলাকার লিড দিতে চান আমার সাথে যোগাযোগ করুনবিদ্রঃ...
01/08/2024

বগুড়ার প্রতিষ্ঠান ভিত্তিক নেটওয়ার্ক করা হচ্ছে যদি কেউ নিজ প্রতিষ্ঠান বা এলাকার লিড দিতে চান আমার সাথে যোগাযোগ করুন

বিদ্রঃ পরিচয় জানতে ইনবক্স সেফ্টির জন্য আইডি হাইড করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-বগুড়া জেলা

যোগাযোগ করুন:
কাল রুদ্র
https://www.facebook.com/profile.php?id=100070634293865

শাহ্ সুলতান কলেজের কোনো লিডার নেই!

01/08/2024

কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ৷ এভাবেই আস্তে আস্তে বিজয় আসবে ✊❤

31/07/2024

Attention❗❗❗

আগামী কাল একতত্রিত হয়ে বগুড়ায় কোনো আন্দোলন নেই!!!

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এর সামনে প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ আন্দোলনের আহবান করেন।

তাই কেউ অযথা ভুল বুঝে নিজের কাধে বিপদ ডেকে আনবেন না।

I Repeat আগামীকাল বগুড়ায় কোনো ধরণের বিক্ষোভ নেই।

কিন্তু আপনার-আমার প্রতিষ্ঠান এর Unity আমরা জানিই। তাই আপনাদের সবার মঙ্গল কামণায় এইটুকু বলতে পারি শাহ সুলতানে কোনো প্রতিবাদ আন্দোলন হবে না। আপনি আপনার নিকটবর্তী কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টস ফোরামের থেকে খোঁজ নিয়ে তাদের আন্দোলনে শামিল হতে পারে অথবা আপনার প্রাক্তন শিক্ষা-প্রতিষ্ঠানের আন্দোলনে শামিল হতে পারেন।

ধন্যবাদ।

(সকলের Safety নিশ্চিত করা আপনার দায়িত্ব, তাই এই পোস্ট শেয়ারের মাধ্যমে তাদের অবগত করাও আপনার কর্তব্য)।

আমরা 🖤একতা ❤️‍🩹
31/07/2024

আমরা 🖤
একতা ❤️‍🩹

📌  আগামীকালের কর্মসূচি - "Remembering Our Heroes"সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শি...
31/07/2024

📌 আগামীকালের কর্মসূচি - "Remembering Our Heroes"

সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি - "Remembering our Heroes."

কর্মসূচি পালণে করণীয় :
১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ;
৩। শহীদদের নিয়ে গল্প/ ফিকশন লিখা;
৪। চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
৫। ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।

প্রতিষ্ঠান, এলাকা ভিত্তিক কয়েকজন করে জমায়েত হয়ে নিজেরাই কর্মসূচি পালন করার আহবান করছে -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা।

সকলে নিজ নিজ জায়গা থেকে আগামীকালকের কর্মসূচি সফল করুন।

আহবানে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা

Address

Banani, Bogura Sadar
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুলতানিয়ান-Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share