
20/06/2025
ছবিতে থাকা এই মানুষটির আসল নাম সৈয়দ আলী, জন্ম ইরানের পবিত্র খোমেইন নগরীতে।
সেই সূত্রেই তাঁর পরিচিতি “আ*য়াতুল্লাহ আলী খো*মেনি” নামে। তিনি ইরাক ও ইরানের বিখ্যাত হাওজা মাদ্রাসাগুলো থেকে ই*সলামের সর্বোচ্চ স্তরের শিক্ষা অর্জন করেছেন।
তাঁর উপাধি ‘আ*য়াতুল্লাহ’—যা একজন প্রাজ্ঞ ফিকাহবিদ, মুজতাহিদ এবং আল্লামা-সমতূল্য মর্যাদার প্রতীক।
তিনি নবী মু*হাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ৩৮তম বংশধর। তাঁর বংশানুক্রম নবীর দৌহিত্র ইমাম হু*সাইন (রাঃ)-এর সন্তান ইমাম জয়নুল আবেদীন (আ.) এর মাধ্যমে সংযুক্ত। তাঁর মাথার কালো পাগড়ি সেই নবুয়ত-সম্পৃক্ত বংশধারার প্রতীক হিসেবেই পরিগণিত।
আয়া*তুল্লাহ খোমেনি শিয়া মাজহাবের কিছু প্রচলিত ও বিতর্কিত বিষয়ে এমন কিছু ফতোয়া প্রদান করেছেন, যা শুধু শিয়াদের মাঝে নয় সুন্নী মুসলমানদের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তাঁর দেওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে রয়েছে: সাহাবায়ে কেরামদের গা*লি না দেওয়া, মহররমে নিজ দেহে র*ক্ত ঝরানো থেকে বিরত থাকা, এবং সব মাজহাবের মুসলমানদের একত্রে একই মসজিদে নামাজ পড়ার প্রতি উৎসাহ দেওয়া যা মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় একটি ব্যতিক্রমধর্মী অবদান।
আল্লাহ তাঁকে বিজয় দিন এবং মুসলিম জাতিকে ঐক্যের পথ দেখান। আমিন ❤️