Sufi Prem

Sufi Prem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sufi Prem, Digital creator, Sonatola, Bogura.

এই পৃষ্ঠায় আমরা প্রচার করা হয় সূফিদের জীবনআদর্শ ও বাণী, যাদের পদচিহ্নে মিশে আছে অনন্ত শান্তির মোহময় মুক্তির পথ।
Teligram: https://t.me/sufiprem
WhatsApp: https://whatsapp.com/channel/0029VbAn8DR9sBIAHuirfQ3d

নবীজীর মুখের দুর্গন্ধ নয়,বরং নবীজীর থুথু মোবারক সাহাবিগণ, মুখে, ও শরীরে মালিশ করতেন।কুয়ার, পানি, মিষ্টি, হতো খাবারের, বর...
21/09/2025

নবীজীর মুখের দুর্গন্ধ নয়,
বরং নবীজীর থুথু মোবারক সাহাবিগণ, মুখে, ও শরীরে মালিশ করতেন।
কুয়ার, পানি, মিষ্টি, হতো খাবারের, বরকত ছিলো, পবিত্র থুথু মোবারক ছিলো সমস্ত- রোগের মহা ঔষধ,🌺❤️🥀

18/09/2025

ধর্ম খুজতে গিয়ে কর্ম হারাইলি
কর্মই যে ধর্ম বুঝতে না পারলি
বুজতি যদি মানুষ হইতি 🙏🏻

"ধর্মের মূল উদ্দেশ্য হলো নিজেকে নিয়ন্ত্রণ করা,অন্যকে নয়।— মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)।
17/09/2025

"ধর্মের মূল উদ্দেশ্য হলো নিজেকে নিয়ন্ত্রণ করা,অন্যকে নয়।

— মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)।

লালন কন্যা হিসেবে পরিচিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন ইন্তিকাল করেছেন।দয়াল তাকে উচ্চ মাকাম দান করুন।
14/09/2025

লালন কন্যা হিসেবে পরিচিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন ইন্তিকাল করেছেন।

দয়াল তাকে উচ্চ মাকাম দান করুন।

❝যত দুঃখই আসুক, হাসতে শেখো—কারণ সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না❞- হযরত ওমর খৈয়াম। ৈয়াম  #সূফিপ্রেম
13/09/2025

❝যত দুঃখই আসুক, হাসতে শেখো—
কারণ সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না❞

- হযরত ওমর খৈয়াম।

ৈয়াম #সূফিপ্রেম

11/09/2025

"যেখানে মানুষের প্রতি মানুষের মহব্বত নেই"
সেখানে ধর্ম ইবাদত বলে কিছু থাকেনা.!

10/09/2025

একবার এক ভিখারি রুমির কাছে এল খাবারের জন্য। রুমির ঘরে সেদিন কিছুই ছিল না। তিনি ভিখারিকে খালি হাতে ফেরাতে চাইলেন না। তাই নিজের ব্যবহৃত পাগড়ি খুলে দিয়ে বললেন:
“এটা বিক্রি করে খাবার কিনে নাও।”
ভিখারি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল: “তুমি আমার পেটও ভরালে, আত্মাকেও খাওয়ালে।”

শিক্ষা: দান মানে শুধু সম্পদ দেওয়া নয়, মনের আন্তরিকতাও দিয়ে সাহায্য করা।

#মাওলানা_জালাল_উদ্দিন_রুমি

10/09/2025

08/09/2025

প্রেমের রাজ্যে শরীয়তের ফতোয়া চলে না!

তোমরা আমাকে কি ভাবে মারবে তোমরা তো আমাকে ছুঁতেও পারবে না।যাকে তোমরা মারতেছো তাকে তো আমি আগেই ছেড়ে দিয়েছি।আমি তো দেহ নই।।...
07/09/2025

তোমরা আমাকে কি ভাবে মারবে তোমরা তো আমাকে ছুঁতেও পারবে না।
যাকে তোমরা মারতেছো তাকে তো আমি আগেই ছেড়ে দিয়েছি।
আমি তো দেহ নই।।।

হযরত মনসুর হাল্লাজ (রহঃ) ❤️

Address

Sonatola
Bogura
5821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Prem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share