Endiva Soft

Endiva Soft We provide All kinds of Web & Social media services.

25/04/2024

একজন ওয়েব ডেভেলপার তাদের কাজের আর্থিক ভ্যালু কিভাবে নির্ধারন করে থাকে?

আমি জানি এই প্রশ্ন প্রায় অনেকের মনের মধ্যে লুকায়িত আছে। যদিও এই প্রশ্নের উত্তর দেয়া এতোটা সহজ না আবার জটিল ও নাহ।
কাজের আর্থিক ভ্যালু নির্ধারনের ক্ষেত্রে এক একজন ডেভেলপার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভ্যালুর ব্যাপারে চিন্তা করে।
ধরুন একজন মনোহরী দোকানদার লাক্স সাবান বিক্রি করে ৬০ টাকা। সেই লাক্স সাবান যদি অন্য দোকানদার ৭০ টাকা দাবি করে তাহলে ক্রেতা
সাধারণ কিন্তু সাবান কিনবে না।

কারণ কী? কারণ হলো পূর্বের দোকানের লাক্স সাবান আর পরের জনের সাবানের মধ্যে তেমন কিন্তু কোন পার্থক্য নেই। সাবানের মোরক, রঙ, সুবাস প্রায় একই। তাই এখানে কেউ চাইলেই মূল্য নিজের থেকে যেকেউ যখন, তখন নির্ধারন করতে পারবে নাহ।
ভাবছেন এগুলো কেন বলছি, তা একটুপরেই বুঝতে পারবেন?
একজন ডেভেলপারের বেলায় কি হয়?

একজন ডেভেলপার কিন্তু সাবান বিক্রির মতো পূর্ব থেকে নির্ধারিত অবস্থানের মধ্যে বন্দি থাকে না। কাজের গন্ধ, ধরন, সুবাস ইত্যাদী এক হয়না। টেকনোলজি যেহেতু প্রতিনিয়ত পরিবর্তনশীল তাই কাজের ধরন, নিয়মও বেশ পরিবর্তন হয়।

মনে করুন আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজেশন করবেন। আপনি দুইজন ডেভেলপারের কাছে যাবেন। প্রথম জনের কাজের অভিজ্ঞতা ১ বছরের এবং দ্বিতীয় জনের কাজের অভিজ্ঞতা আছে ৮ বছরের। (৮ বছরের অভিজ্ঞতা আছে এমন কেউ যদিও কাস্টোমাইজেশনের কাজ করতে চাইবে নাহ, ধরে নিলাম করবে)
এখন প্রশ্ন হলো দুইজনের কাজের আর্থিক ভ্যালু কী একই হবে, তারা কি একই বা কাছাকাছি ডিমান্ড চার্জ করবে?
আমার মতে, অবশ্যই ভ্যালু এক হবে না এমনকি কাছাকাছিও হবে নাহ।

এটার আসল কারণ কী?
আসল কারণ হলো অভিজ্ঞতার বিস্তর ফারাক! একজন নতুন কাস্টোমাইজার আর অভিজ্ঞ কাস্টোমাইজারের কাজের মান হয়তো একই হবে, কিন্তু কাজের আর্থিক ভ্যালু বা সম্মানি এক হবে নাহ।
এমন নাহ যে, নতুনদের দিয়ে কাজ করালে কাজটি খারাপ হবে অন্যদিকে অভিজ্ঞতা সম্পন্ন ডেভেলপার দিয়ে কাজটি আহামরি ভালোভাবে করা হবে। ব্যাপারটি কিন্তু এমন নাহ, তারপর ও কাজের মূল্য ভিন্ন হবে। কারণ কাস্টোমাইজেশনে তেমন আহামরি পরিবর্তন আনা সম্ভব নাহ। সে আপনি যেই ডেভেলপার দিয়েই কাজটি করান না কেন?

আসলে মূল্য বৃদ্ধি পায় তার অভিজ্ঞ, যোগ্যতা, দক্ষতার কারণে।
একজন অভিজ্ঞতা সম্পন্ন ডেভেলপার হয়তো সফটওয়্যার লাইফ সাইকেল , প্রোগ্রামিং ভাষা , ডেটা স্ট্যাকচার এলগোরিদম, প্রবলেম সলভিং, ডিজাইন প্যাটার্ন, লজিক, স্ট্রাকচারাল ডিজাইন, প্রোগ্রামিং লজিক-ফিলোসফি, রিকুয়ারমেন্ট, টেস্টিং ইত্যাদী জানে। সে অবশ্যই কিন্তু তাদের কাজের ভ্যালু অতোটা নিচে নামাতে চাইবে নাহ। কারণ এই সেক্টরে দির্ঘদিনের যাত্রায় তার বিস্তর জ্ঞান অর্জিত হয়েছে। যা সে কখনোই অল্প দামে তার সময় কিংবা অভিজ্ঞতাকে বিক্রি করতে চাইবে নাহ। যদি তার সেই জানা জ্ঞান আপনার কাজে প্রয়োগ নাও হয়, তবুও সে কাজটি কম মূল্যে করতে চাইবে না। এখানেই আসে সময়ের কথা। একজন অভিজ্ঞ আর অনভিজ্ঞ ডেভেলপারের সময়ের মূল্য অবশ্যই এক হবে নাহ। ( নরমালি একই, কিন্তু প্রফেশনালিজমের ক্ষেত্রে অবশ্যই ভিন্নতা আছে)

এখানেই আসে নতুন আর পুরাতনের মাঝে কাজের ভ্যালুর পার্থক্য। একজন নতুন ডেভেলপার তার অভিজ্ঞতা কে আরো বেশি দক্ষ করতে সে যেকোন ভ্যালুতেই কাজটি করতে চাইতে পারে। তার মানে এই না যে, সেই একই কাজ একজন অভিজ্ঞ ডেভেলপারও সেইম ভ্যালুতে আগ্রহ দেখাবে। যারা এই পার্থক্য বোঝে নাহ, তাদের কাছে আপনি সবসময় সমালোচিত হবেন। তাদের কাছে আপনি ভালো ডেভেলপার হতে কখনোই পারবেন নাহ। লোকাল হলে তো নানাবিধ সমস্যা থাকবেই, তা সবারি জানা।

মূলত এই সকল ভিন্নতার কারনেই কাজের মূল্যের ব্যাপক পরিবর্তন দেখা যায় ডেভেলপার টু ডেভেলপার। ক্লাইন্ট বুঝতে পারে নাহ কারণেই, যতযত মতানৈক্যতা তৈরী হয়।

ধন্যবাদ।

WordPress অথবা পিএইচপি লারাভেল দিয়ে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে চাইলে ইনবক্স করতে পারেন।সাধ্যের মধ্যে সমস্ত ফিচারের সকল...
19/04/2024

WordPress অথবা পিএইচপি লারাভেল দিয়ে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে চাইলে ইনবক্স করতে পারেন।

সাধ্যের মধ্যে সমস্ত ফিচারের সকল সমাধান পাবেন এখানে। আরো পাবেন মেইনটেইনস এর সুবিধা।

Endiva Soft

আপনি কি একদম শূন্য থেকে একটা ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছেন? Endiva Soft দিচ্ছে আপনাকে সেই সুযোগ, যার মাধ্যমে আপনি একদম শ...
01/03/2024

আপনি কি একদম শূন্য থেকে একটা ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছেন?
Endiva Soft দিচ্ছে আপনাকে সেই সুযোগ, যার মাধ্যমে আপনি একদম শূন্য থেকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য পেতে পারেন।

আমরা আপনাকে সোস্যাল মিডিয়ার সকল বিজনেস একাউন্ট, ওয়েবসাইট এবং ভিডিও মার্কেটিং এর জন্য একটি ইউটিউব চ্যানেল
ইত্যাদী বানাতে সাহায্য করবো।

প্রশ্ন হলো এগুলো বানালেই তো সব হয়ে গেলো নাহ, বিজনেস করতে গেলে প্রয়োজন মার্কেটিং জ্ঞান থাকা। আমরা আপনাকে ১০ টি ক্লাস করানোর মাধ্যমে এগুলোর উপরে একটি কমপ্লিট মার্কেটিং জ্ঞান প্রদান করবো।

আপনি কি জানেন কিভাবে আপনার পোস্ট বুস্ট করতে হয়, অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয়?
কিভাবে আপনার প্রডাক্টের রিচ বাড়িয়ে সেল বের করিয়ে আনতে হয়?
আমরা আপনাকে এই সকল বিষয়ে এবং প্রডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবো। আমাদের থাকছে ২৪ ঘন্টা টীম সাপোর্ট এর ব্যবস্থা।

আমাদের সার্ভিস সমূহঃ
১। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
২। ওয়েব অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট
৩। শূন্য থেকে ব্যবসা দাঁড় করানোর সকল ডিজিটাল সেবা
৪। গ্রাফিক্স ডিজাইন
৫। সোস্যাল মিডিয়া মার্কেটিং
৬। ওয়েব সাইট এবং সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস ইত্যাদি-

আমাদের কাছে প্রায় সকল ধরনের ওয়েবসাইট তৈরী করিয়ে নিতে পারবেন।
কিছু কমন ওয়েব সাইট যেমনঃ-

☑️ ই-কমার্স ওয়েবসাইট
☑️ পার্সোনাল ওয়েবসাইট
☑️ নিউজ পেপার ওয়েবসাইট
☑️ Lawyer বা উকিলের ওয়েবসাইট
☑️ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট
☑️ অন্যান্য বিজনেস ওয়েবসাইট
☑️ স্মল বিজনেস ওয়েবসাইট
☑️ ফলোয়ার/ সাবস্ক্রাইবার বিক্রির ওয়েবসাইট
☑️ কর্পোরেট ওয়েবসাইট
☑️ টেকনোলজি ওয়েবসাইট
☑️ Restaurants/ Cafes ওয়েবসাইট
☑️ ফ্যাশন এবং হেলথ বিউটি ওয়েবসাইট
☑️ ট্রাভেল ওয়েবসাইট
☑️ পলিটিক্যাল ব্যক্তির ব্যক্তিগত ওয়েবসাইট
☑️ Many More...

আপনার যদি নিজস্ব কোন বিজনেস লজিক থেকে থাকে তবে আমরা আপনাকে কাস্টম লজিকের উপর ওয়েবসাইট বিল্ড করিয়ে দিতে পারবো।
শুধুমাত্র আপনি আমাদের কে আপনার রিকুয়ারমেন্ট প্রদান করবেন।

এছাড়াও আরো সার্ভিস সম্পর্কে জানতে আমাদের কে Whatsapp করতে পারেন।
Whatsapp: +8801873020056
Email: [email protected]
Website: endivasoft.com (Comming soon)

Address

5840 Sherpur
Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Endiva Soft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Endiva Soft:

Share