নিস্তব্ধ শহর ツ•

নিস্তব্ধ শহর ツ• আমি কারোর শখের মানুষ না,

আমি সেই মানুষ যাকে খুব সহজেই ছেড়ে যাওয়া যায়..
(16)

05/08/2025

আমারে ছাড়া কার চলবে আমি টের পাই,
কার চলবে না সেটাও টের পাই।
আমার অসুখের দিনে অবহেলা টের পাই
গুরুত্বও টের পাই
আমি যত্ন টের পাই এমন কি অযত্ন ও
শুধু কার পিছনে সময় ব্যায় করা উচিত সেটাই টের পাই না

05/08/2025

এই মহাবিশ্বে কেও সুখি নয় কেও টাকার অভাবে দুঃখী ,কেউ বাহ ভালোবাসার অভাবে,কেউ বাহ পরিবারের অশান্তিতে,কেউ বাহ প্রিয় মানুষকে হারানোর, একটু খুঁজ নিয়ে দেখ! যার চোখে ঘুম আছে তার খাট নেই,যার খাট আছে তার চোখে ঘুম নেই! এইটা পৃথিবী দুঃখ থাকবেই,যদি দুঃখ না থাকতো তাহলে কি সুখের এতো দাম হতো?

05/08/2025

আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ থাকে যার কন্ঠস্বর মস্তিষ্কে গেঁথে যায়। তারপর এমন একটা দিন আসে যখন সেই কন্ঠস্বর আর শোনা হয়না।

মানুষটার সাথে যেকোনো কারণে বা কারণ ছাড়াই যোগাযোগ কমে যায়। ধীরেধীরে একদিন রোজ নিয়ম করে কথা হওয়া মানুষটার সাথে পুরোপুরিই কথা বলা বন্ধ হয়ে যায়।

দিন যায়; বছর যায়, কথা বলা আর হয়না। এরপর কোনো একদিন অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। অন্যান্য কলের মতই স্বাভাবিক ভাবে কল টা রিসিভ করি, কিন্তু তখন মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী থমকে যায়।

এর কারণ মস্তিষ্কে গেঁথে যাওয়া কন্ঠস্বর টা ভুলতে না পারা। তার অস্তিত্ব জীবনের কোথাও নেই। তার না থাকাটাও আমরা মেনে নেই। অথচ সেই একটা কন্ঠস্বর সব এলোমেলো করে দেয়।

07/07/2025

মানুষ অতীত হারায়
শ্রেষ্ঠ কিছু পাওয়ার আসায়

25/06/2025

৫/৬ মাসের রিলেশনশিপ ভেঙে গেলে মানুষ মরতে যায়
কখনো ভেবে দেখেছো যাদের ৩/৪ বছরের সম্পর্ক ভেঙে যায় তাদের কি হয়

24/06/2025

থেমে তো কিছুই থাকে না থেকে যায় শুধু কিছু মানুষের সাথে কাটানো কিছু স্মৃতি

আজকে যখন শুনলাম তুই মারা গেছিস, তখন মনটা হঠাৎ করে থেমে গেল...  অনেকদিন ধরে তোর সাথে কথা হয় না, কিন্তু তুই আমার হৃদয়ের এক...
22/06/2025

আজকে যখন শুনলাম তুই মারা গেছিস, তখন মনটা হঠাৎ করে থেমে গেল...
অনেকদিন ধরে তোর সাথে কথা হয় না, কিন্তু তুই আমার হৃদয়ের এক কোণায় সবসময় ছিলি।
তোর সাথে কাটানো সময়গুলো ছিলো অসাধারণ—
হাসি, আড্ডা, খুনসুটি… সবকিছুই এখন মনে পড়ছে বারবার।

কষ্টটা এখন আর কথায় বোঝানো সম্ভব না…
শুধু দোয়া করি,
আল্লাহ যেন তোকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তুই শান্তিতে থাকিস,
তুই থাকবি আমার দোয়ায়, স্মৃতিতে, আর মনখারাপের ভেতরে চিরকাল।
*ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

21/06/2025

তুমি যখন আমাকে একটা মেসেজ দাও আমার এই ছন্নছাড়া মনটা মুহূর্তেই সুন্দর হয়ে যায় সেই সময়কার অনুভূতিটা পৃথিবীর সবচাইতে সুন্দরতম অনুভূতি আসলেই এই জিনিস গুলো না তুমি তখনিই বুঝতে পারবা যখন তুমি একটা মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট ওয়েট করতছো যখন দেখবা সারাদিন ওয়েট করার পরে সেই মানুষের একটা মাএ মেসেজ তুমাকে ভুলিয়ে দিবে সারাদিনে রাগ তার উপরে তোমার যত রকম কষ্ট ছিল তা কিনা যত মান অভিমান সব কিছু তুমি ভুলে যাবা

আমার নাম ফিরোজ, আর এই গল্পটা আমার জীবনের সবচেয়ে সত্য, গভীর ও আবেগভরা এক অধ্যায় নিয়ে।আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল *সোমা...
17/06/2025

আমার নাম ফিরোজ, আর এই গল্পটা আমার জীবনের সবচেয়ে সত্য, গভীর ও আবেগভরা এক অধ্যায় নিয়ে।

আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল *সোমাইয়া*।
তার সঙ্গে ছিল দীর্ঘ একটা সম্পর্ক, অনেকটা সময় একসাথে কেটেছে—ভালোবাসা, বিশ্বাস, অভিমান, আবার ভালোবাসা।
সেই সময়েই আমার জীবনে পরিচয় হয় *জ্যোতি* নামে এক অসাধারণ মেয়ের সঙ্গে।
জ্যোতি তখন শুধুই বন্ধু ছিল, আমার গল্পের শ্রোতা, আমার হাসির পেছনের কান্না বোঝার মানুষ।

জ্যোতি ছিল একজন ডিভোর্সড নারী, জীবনের কাঁটাঝোপ পার করে এগিয়ে আসা এক সাহসী মেয়ে।
সে আমার পাশে ছিল সবসময়—শুধু বন্ধুর মতো নয়, বরং একজন নির্ভরতার মতো।
সে বুঝতো আমাকে, আমার ভাঙা মন, সম্পর্কের টানাপোড়েন—সবকিছু।

একসময় *সোমাইয়ার বিয়ে* হয়ে যায়।
আমার ভেতরটা যেন এক মুহূর্তেই ফাঁকা হয়ে যায়, নিঃশব্দ এক বেদনার মধ্যে হারিয়ে যাই আমি।
ঠিক তখনই জ্যোতি হয়ে উঠলো আমার একমাত্র আশ্রয়।
সে আমাকে আগলে রাখতো, বুঝতো, আর চুপচাপ ভালোবেসে ফেলেছিল।

আমার বুঝতে দেরি হয়নি—আমিও জ্যোতিকে ভালোবেসে ফেলেছি।
সে ছিল আলাদা, সাহসী, নিজের ভেতরেই নরম একটা মানুষ।
তার সাথেই শুরু হলো নতুন এক অধ্যায়—ভালোবাসায় গড়া এক বন্ধন।

আমাদের সম্পর্কটা ছিল *চার বছরের*, কিন্তু দেখা হয়নি একবারও।
শুধু ৫–৬ বার ভিডিও কলে দেখা হয়েছে।
তবুও সেই অদেখা মেয়েটার জন্য এতটা গভীর ভালোবাসা কীভাবে জন্মালো—তা আমি নিজেও বুঝে উঠতে পারিনি।

আমি অনেক চেষ্টা করেছি তাকে একবার সামনে থেকে দেখার।চেয়েছি তার হাতটা ধরতে, চোখের দিকে তাকিয়ে বলতে—“তুমি না থাকলে আমি ভেঙে যেতাম।”
কিন্তু বাস্তবতা, দূরত্ব, আর কিছু বাধা—আমাদের দেখা হওয়ার সুযোগ দেয়নি।

আজ আমাদের মাঝে যোগাযোগ নেই।
কিছু ভুল বোঝাবুঝি, কিছু নীরবতা, কিছু অশান্ত সময় আমাদের দূরে ঠেলে দিয়েছে।
তবুও আমি আজও প্রতিদিন তার কথা ভাবি, তার অপেক্ষায় থাকি।
ভালোবাসা এখন হয়তো একতরফা, কিন্তু তা কোনো দিনও মিথ্যে নয়।

জ্যোতি, যদি তুমি এই গল্পটা ফেসবুকে বা কোথাও দেখে থাকো—জেনো, এটা তোমার কাছে ফিরে যাওয়ার অনুরোধ নয়।
এটা শুধু আমার মনের কথা, আমার অনুভবের স্পষ্ট ভাষা।
ভয় পেয়ো না, আমি দাবি করছি না কিছুই।
শুধু যদি তোমার মন চায়, তাহলে চলো... আমরা আগের মতো *বন্ধু* হয়ে থাকি।

তুমি চাইলেও আমার হৃদয়ে তোমার জন্য বরাদ্দ সেই বিশেষ জায়গাটা কেউ নিতে পারবে না।
কারণ তুমি শুধু একটা নাম না, তুমি আমার জীবনের এমন একটা অধ্যায়—

17/06/2025

শুধু আমাকে নাহ. আমার দেখাও আর পাবা না.....

15/06/2025

happy father's day 😌💝
i love you baba 😙❤️‍🩹

14/06/2025

best friend

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিস্তব্ধ শহর ツ• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share