M.A Meherul.24

M.A Meherul.24 নিস্তব্ধ শহর

09/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

06/06/2025

হটাৎ বসলে ,, বা সুয়ে থেকে উঠলে মাথা ঘোরা ও চোখ ঝাপসা দেখার কারণ,,,।

হঠাৎ বসা থেকে বা শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালে আমাদের অনেকেরই মাথা ঘুরে যায়। এমন সমস্যায় আমরা অনেকেই ভুগি। এই সমস্যা মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় বলে সাধারণত এটি নিয়ে তেমন মাথাও ঘামাই না আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে, এই সমস্যাকে একেবারেই অবহেলা করা ঠিক নয়।

কারণ এর থেকে ভবিষ্যতের জন্য বড় বিপদ অপেক্ষা করে থাকতে পারে। জেনে নিন এই মাথা ঘোরার সমস্যার আসল কারণ।

চলুন জেনে নেওয়া যাক আসল কারণ-

* এই সমস্যার সঙ্গে নার্ভ বা স্নায়ুর সম্পর্ক আছে। অনেকেরই স্নায়ুর সমস্যার কারণে হঠাৎ শোয়া অবস্থা থেকে উঠলে বা বসা অবস্থা থেকে উঠলে মাথা ঘুরে যায়।

কয়েক সেকেন্ডের জন্য চোখে অন্ধকার দেখেন অনেকে। নার্ভের সমস্যা থেকেই এটি হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই এটিকে অবহেলা না করাই ভালো। আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে এখনই ডাক্তারের পরামর্শ নিন।কারণ নার্ভের সমস্যা অবহেলা করলে তার থেকে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে।

* অনেকের সঙ্গে আবার ব্লাড প্রেশারের কারণে এই ঘটনা ঘটে থাকে। রক্ত চাপ কম থাকলে অনেক সময় হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথায় সঠিক পরিমাণ রক্ত পৌঁছায় না। যার ফলে অনেকের এই মাথা ঘোরার সমস্যা হতে পারে। তাই আপনার এই সমস্যা থাকলে নিজের প্রেশার চেক করিয়ে নিন তারপর ডাক্তারের পরামর্শ মতো প্রেশার স্বাভাবিক করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।

* ভার্টিগো থাকলেও হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘুরে যেতে পারে। অনেকের ক্ষেত্রে উচ্চতা থেকে ভার্টিগো হয়। পাহাড়ে বেড়াতে গেলে অনেকের এই সমস্যা দেখা যায়। বেশি উঁচু বাড়িতে উঠলেও অনেকের এই সমস্যা হয়। অনেকের লিফটে হয়। এটিও একপ্রকার স্নায়ুর সমস্যা। এই ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

* কোনও দুর্ঘটনার ফলে যদি কেউ দীর্ঘক্ষণ অজ্ঞান থাকে, তাহলে সেই সময়টার জন্য মাথার স্নায়ুতন্ত্রে স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যা থেকেও এই রোগ দেখা দিতে পারে।

* মাথা ঘোরাটাকে মস্তিষ্কের বিপদসংকেত হিসেবেই ধরা হয়ে থাকে, যা শরীরের বিভিন্ন অংশে নানাভাবে প্রকাশ ঘটায়। কারো ক্ষেত্রে হৃদপিণ্ডের বেশি উঠা-নাম, রক্তচাপ বেড়ে যাওয়া, আবার কারো কারো হয়ত চোখের সমস্যা, অর্থাৎ অস্পষ্ট দেখা, মাথাব্যথা, বমি বা বমিভাবও হয়ে থাকে।

কাদের বেশি হয়?

নাক, কান ও গলা বিশেষজ্ঞ মিশায়েল বোনডর্ফ জানান, “বয়স বাড়ার সাথে মাথার সমস্যা বাড়তেও পারে, বিশেষ করে ৫০ থেকে ৬০ বছর বয়সী নারীদের ক্ষেত্রে। ক্ষেত্র বিশেষে মাথা ঘোরার ধরণও ভিন্ন হয়ে থাকে। কখনও হঠাৎ করে ঘূর্ণিপাক আবার কখনও একনাগাড়ে ক’দিনও থাকতে পারে মাথা ঘোরার সমস্যা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাদের মধ্যে বসা বা শোওয়া অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথার ঘোরার সমস্যা আছে, তাদের ভবিষ্যতে ডিমেনশিয়া হতে পারে। অর্থাৎ সবকিছু ভুলে যাওয়ার অসুখ গ্রাস করতে পারে তাদের। এছাড়াও মাথায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। হৃদযন্ত্র বিকল হওয়া, স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে। তাই যদি এই লক্ষণ থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক।

কী করণীয়? কোন ডাক্তারের কাছে যাবেন?

প্রথমে বাড়ির ডাক্তার বা ‘হাউসফিজিশিয়ান’ থাকলে তার সঙ্গে কথা বলতে হবে। তখন তিনিই হয়ত নাক, কান, গলা বিশেষজ্ঞের কাছে পাঠাবেন। অথবা অবস্থা বুঝে পাঠাতে পারেন নিউরোলজিস্ট বা অন্য কোনও বিশেষজ্ঞের কাছে। তবে উচ্চ রক্তচাপ, নাড়ি পরীক্ষার পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞের কাছেও যেতে হতে পারে। সূত্র: ডয়েচে ভেলে, এই সময়

আমাদের গ্রামের গরুর হাট
03/06/2025

আমাদের গ্রামের গরুর হাট

কথা হলো এখন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা কার কাছে কার নামে গিয়ে মামলা করবে 😂😂😂
31/05/2025

কথা হলো এখন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা কার কাছে কার নামে গিয়ে মামলা করবে 😂😂😂

30/05/2025
01/08/2024

এটা দেখে আমার তো চোখে পানি আটকাতে পারলাম না 😭😭😭 মানুষ হয়ে কিভাবে মানুষকে,,,,,,,,,😭😭

I am perfect not for anyone but for myself (কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট আমি)
11/05/2024

I am perfect not for anyone but for myself (কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট আমি)

দয়া করে পোস্টটি এরিয়ে যাবেন না প্লিজ প্লিজ 🙏আমি পোস্ট এবং কমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো ।সময় থাকলে একটু লেখা গুলো পরে...
22/11/2023

দয়া করে পোস্টটি এরিয়ে যাবেন না প্লিজ প্লিজ 🙏

আমি পোস্ট এবং কমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো ।
সময় থাকলে একটু লেখা গুলো পরে যাবেন প্লিজ হয়তো কাজে লাগবে।

আসলে আমি বলতে চাচ্ছি, আপনারা বিভিন্ন ধরনের পোস্ট এ বিভিন্ন কমেন্ট করেন। ভাইয়া আসলে , কমেন্ট টা কি আপনার করা উচিত হলো কি না সেটা লক্ষ্য করেন না । আমরা এমন কমেন্ট করি যে কমেন্ট আমাদেরকে পরো কালের কঠিন শাস্তির দিকে ঠেলে দিচ্ছে। যেমন আমি অনেক পোস্টে কমেন্ট চেক করতে যাই দেখি আমার কিছু ভাইয়েরা আছেন যে এমন খারাপ অশ্লীল কমেন্ট করি ,, খারাপ কমেন্ট করার সময় একটু ভাবিই না যে আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছেন তারা আমাদের কথা গুলো লেখছে যা হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত করবে । সেদিন কি করবেন ভাই একটু ভাবুন । আমরা গাড়ি কিনি তাতে চরার জন্য, বাড়ি করি থাকার জন্য, তাহলে আল্লাহ যে আমাদের বানাইছে কিসের জন্য এগুলো অশ্লীল কমেন্ট করার জন্য নাকি ইবাদাত করার জন্য।

আবার কিছু ভাইয়েরা আছেন যে খারাপ পোস্ট করি ভাই একবার শান্ত হয়ে স্থির মাথায় ভাবুন তো আপনি পোস্ট টা যে করলেন এটা রেখে মারা গেলেন,, তখন কি হবে । ঐ অশ্লীল কমেন্ট বা পোস্ট সারা বছর ধরে থাকবে আর মানুষ দেখবে অন্য দিকে অশ্লীল পোস্ট বা কমেন্ট এর জন্য আপনার কাছে পৌঁছবে তার পাপ কিয়ামত পর্যন্ত এই পাপ আপনার আমলে যেতেই থাকবে যেতেই থাকবে। আর তার বিনিময়ে অর্জিত হবে জাহান্নাম যেখান থেকে কোনো দিন নিসকৃতি পাবে না।

ভাইয়েরা খেয়াল রাখবেন আপনার পোস্ট এবং কমেন্ট যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয় 😔😔

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.A Meherul.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share