27/05/2023
বগুড়া সদরের গোকুল ইউনিয়নবাসীর চিকিৎসা সেবা প্রদানের জন্য এ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন
-------------------------------------------------------
আকাশ বগুড়াঃ শনিবার দুপুরে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া কর্তৃক নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর চিকিৎসা সেবা প্রদানের জন্য এ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪১ বগুড়া-০৬ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, গোকুলের কৃতি সন্তান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কৃষিবিদ দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাছেত ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ সমাজ সেবক কাওছার আলী খোকন সরকার,সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ শাহানারা বেগম, ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের তথ্য ও আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ টুটুল, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।