27/02/2025
কোয়েল দ্রুত বাড়ে, ৬-৭ সপ্তাহে ডিমপাড়া শুরু করে এবং বছরে ২৫০-২৬০ টি ডিম পাড়ে ।
ডিমে কোলেস্টেরল কম এবং প্রেটিনের ভাগ বেশি ।
কোয়েল দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশী।
৮-১০ টা কোয়েল একটি মুরগীর জায়গায় পালন করা যায় এবং ১৭-১৮ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়।
রোগ বালাই খুব কম এবং খাবার খুবই কম লাগে।
বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী।
অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে বেশী লাভ করা যায়।