FH. Agro Farm.

FH. Agro Farm. Birds ForeVeR ��

27/02/2025

কোয়েল দ্রুত বাড়ে, ৬-৭ সপ্তাহে ডিমপাড়া শুরু করে এবং বছরে ২৫০-২৬০ টি ডিম পাড়ে ।
ডিমে কোলেস্টেরল কম এবং প্রেটিনের ভাগ বেশি ।
কোয়েল দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশী।
৮-১০ টা কোয়েল একটি মুরগীর জায়গায় পালন করা যায় এবং ১৭-১৮ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়।
রোগ বালাই খুব কম এবং খাবার খুবই কম লাগে।
বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী।
অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে বেশী লাভ করা যায়।

25/02/2025

পোল্ট্রিতে এগারটি প্রজাতি রয়েছে, তন্মধ্যে কোয়েল একটি ছোট আকারের গৃহপালিত পাখি। অন্যান্য পোল্ট্রির তুলনায় কোয়েলের মাংস এবং ডিম গুনগতভাবে শ্রেষ্ঠ। আনুপাতিক হারে কোয়েলের ডিমে কোলেস্টেরল কম এবং আমিষ বেশী। একটি মুরগীর পরিবর্তে ৮টি কোয়েল পালন করা সম্ভব। কাজেই বাড়ীর আঙ্গিনায় ঘরের কোনে ১০-২০ টা কোয়েল অতি সহজেই পালন করা যায়। কোয়েল পাখি প্রতিপালন করে পারিবারিক পুষ্টি যোগানের সাথে সাথে অতিরিক্ত কিছু আয় করা সম্ভব। স্বল্প মূল্যে, অল্প জায়গায়, অল্প খাদ্যে কোয়েল পালন করা যায়।

৪১. ঘরের তাপমাত্রা ঠিক আছে কিনা তা বুঝা যাবে কিভাবে?• কম তাপমাত্রায় কোয়েল জড়ো হয়ে থাকবে আর বেশি তাপমাত্রায় এলোপাথারিভাবে...
21/02/2025

৪১. ঘরের তাপমাত্রা ঠিক আছে কিনা তা বুঝা যাবে কিভাবে?

• কম তাপমাত্রায় কোয়েল জড়ো হয়ে থাকবে আর বেশি তাপমাত্রায় এলোপাথারিভাবে ছুটাছুটি করবে। আরামদায়ক তাপমাত্রায় সমানভাবে ছড়িয়ে থাকবে। স্বাভাবিকভাবে ঘুরাফেরা করবে ও খাবার পানি খাবে।

৪২. কোয়েলের জন্য সারা বছর একই তাপমাত্রা রক্ষা করতে হবে কি?

• গরমকালে ২ সপ্তাহ আর শীতকালে ৩-৪ সপ্তাহ তাপমাত্রা রক্ষা করতে হবে।

৪৩. বাচ্চা ফুটার পরপরই বাচ্চাকে কি খাওয়াতে হবে?

• ২৪ ঘন্টা পরে প্রথমে গ্লুকোজ পানি ও পরে খাদ্য দিতে হবে। খাদ্যের সাথে পরে ৩ দিন পর্যন্ত গ্লুকোজ ও ভিটামিন দিতে হবে।

৪৪. বাচ্চা পালনে আর কি কি করতে হবে?

• মুরগীর বাচ্চা পালনের প্রায় অনুরূপ ব্যবস্থা নিতে হবে।

৪৫. বিভিন্ন বয়সের কোয়েলকে কি বলা হয়?

• ৩ সপ্তাহ পর্যন্ত বাচ্চা, ৩-৫ সপ্তাহ পর্যন্ত বাড়ন্ত কোয়েল আর ৫ সপ্তাহের উপরের বয়সে কোয়েল বলা হয়।

৪৬. কোন কোন পদ্ধতিতে কোয়েল পালা যায়?

• লিটার ও খাঁচা উভয় পদ্ধতিতেই কোয়েল পালা যায়।

৪৭. কোন পদ্ধতিতে প্রতিটি কোয়েলের বাচ্চার জন্য কতটুকু জায়গার দরকার?

• খাঁচায় ৭৫ সে.মি. এবং মেঝেতে ১০০ সে.মি.।

৪৮. বয়স্ক কোয়েলের জন্য কতটুকু জায়গা লাগে?

• খাঁচায় ১৫০ বর্গ সে.মি. ও মেঝেতে ২৪০ বর্গ সে.মি.।

৪৯. ডিম-পাড়া এক জোড়া কোয়েলের খাঁচার মাপ কত?

• ৫''×৮'' মাপের খাঁচা লাগে।

৫০. ঘরের তাপমাত্রা কত হওয়া ভালো?

• ৫০-৬০ ডিগ্রি সে.।

19/02/2025

আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ জাপানিজ কোয়েল পাখি
০১৭৮৯-৮৭৯৯৪৩
০১৩২১-০৮০১১৯

এ গ্রেট জাপানিজ কোয়েল  পাখি।  জিরো পাখি থেকে শুরু করে ব্রুডিং কমপ্লিট করা, ১৪ দিনের বাচ্চা পাখি, ২০ দিন,  ৩০ দিনের পাখি...
18/02/2025

এ গ্রেট জাপানিজ কোয়েল পাখি।
জিরো পাখি থেকে শুরু করে ব্রুডিং কমপ্লিট করা, ১৪ দিনের বাচ্চা পাখি, ২০ দিন, ৩০ দিনের পাখি, রানিং ডিম পারা পাখি, ডিম ও বীজ ডিমের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।
মোবাইল নম্বর - ০১৭৮৯৮৭৯৯৪৩
- ০১৩২১০৮০১১৯

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Putu, Md Juwel Rana
05/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Putu, Md Juwel Rana

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉 ...
21/09/2024

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
💗❤️

15/12/2023

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে❤️

Address

Bogura
5840

Telephone

+8801789879943

Website

https://www.facebook.com/profile.php?id=100011407273257&mibextid=2JQ9oc

Alerts

Be the first to know and let us send you an email when FH. Agro Farm. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FH. Agro Farm.:

Share