19/04/2025
৫ টা C আমরা কেনো বার বার হেরে যাই।
id -2991 level - 1
#নাম -সাবিনা আকতার
১/✅কনফিডেন্স নাই।
২/✅কেমন কমিনিউটি সাথে আছি।
৩/✅কমফোর্ট জোনে আছি
৪/✅কন্সেনটেন্সি নাই।
৫/✅সেলিব্রেশন তো অনেক পরে।
❤️কম্পিটিটর আসলে ভয়ে না পাওয়ার জন্য ৬ টা পয়েন্ট, দাম না কমানো।
১/✅কোয়ালিটি কম্প্রোমাইজ
২/✅ইনোভেশন চেঞ্জ- প্রোডাক্ট প্যাকেজিং উন্নত করা।
৩/✅অটোমেশন করা।
৪/✅অ্যাডাপটেশন এর মানে হচ্ছে - কোন জিনিস বা সফটওয়্যার এর স্মার্ট অথবা আপডেট ভার্সন আসলে সেটার সাথে জার্নি শুরু করা। উদাহরণ হিসেবে মেন্টর বলেছেন ওয়ার্ডপ্রেস বনাম বিডি ফানেল বিল্ডার।
এডাপটেশন - নতুন জিনিস ঝামেলা করবে। যে যত বেশি এডাপটেশন করবে সে তত এগিয়ে যাবে।
৫/✅ইনফো এডভান্টেজ - নিজেকে এক্সপার্ট করা।
৬/✅ ট্রান্সপারেন্সি মেন্টেং করতে হবে।
❤️ কেন আমরা বারবার হেরে যাই? ৫টি “C” এর কারণ:
১. Confidence নাই (আত্মবিশ্বাসের অভাব):
নিজের দক্ষতা ও সামর্থ্য সম্পর্কে সন্দেহ থাকা আমাদের পিছিয়ে দেয়। আত্মবিশ্বাস ছাড়া বড় কিছু অর্জন করা অসম্ভব।
২. Community ভুল (যে কমিউনিটিতে আছি):
আপনি কাদের সঙ্গে মিশছেন, সেটা আপনার চিন্তা, কাজের ধরণ ও লক্ষ্য নির্ধারণে বিশাল প্রভাব ফেলে। ভুল কমিউনিটিতে থাকলে আপনি নিজেকে নিচু ভাবতে শুরু করবেন।
৩. Comfort Zone থেকে বের হচ্ছি না:
উন্নতির জন্য ঝুঁকি নিতে হয়। কমফোর্ট জোনে থাকলে আমরা নতুন কিছু শিখি না, ফলে পিছিয়ে পড়ি।
৪. Consistency নাই (নিয়মিততা নেই):
সফলতা আসে ধারাবাহিক চেষ্টার মাধ্যমে। মাঝপথে থেমে গেলে ফল আসবে না।
৫. Celebration অনেক পরে ভাবি:
ছোট ছোট সাফল্য উদযাপন করলে আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়ে। অনেকে এটাকে পরে রেখে হতাশায় পড়ে যান।
---
❤️ প্রতিযোগী এলে ভয় না পেয়ে, দাম না কমিয়ে যা করতে হবে (৬টি করণীয়):
১. Quality Compromise নয়:
প্রতিযোগিতা এলেও কোয়ালিটির সাথে আপস করবেন না। আপনার পণ্যের মানই আপনাকে আলাদা করে তুলবে।
২. Innovation & Packaging উন্নয়ন:
পণ্যের প্যাকেজিং বা প্রেজেন্টেশন আপডেট করুন। ক্রেতা প্রথমে চেহারা দেখে বিচার করে, তাই অভিনবতা জরুরি।
৩. Automation করুন:
সময় ও খরচ বাঁচাতে কাজগুলোকে স্বয়ংক্রিয় করুন। এতে কার্যক্ষমতা বাড়বে।
৪. Adaptation ক্ষমতা গড়ে তুলুন:
নতুন প্রযুক্তি বা টুল আসলে তাতে ঝুঁকে পড়ুন। যেমন—ওয়ার্ডপ্রেস বনাম বিডি ফানেল বিল্ডার। যত বেশি এডাপ্ট করবেন, তত দ্রুত এগোবেন।
৫. Info Advantage নিন:
নিজেকে এক্সপার্ট করুন। জানার দুনিয়ায় এগিয়ে থাকলে কেউ সহজে হারাতে পারবে না।
৬. Transparency বজায় রাখুন:
ব্যবসা ও সম্পর্ক—দুই জায়গায়ই স্বচ্ছতা বিশ্বাস গড়ে তোলে। গ্রাহক এবং টিম—