Shabina Akter

Shabina Akter Hello,I am Shabina Akter.I am an expert in digital marketer

৫ টা C আমরা কেনো বার বার হেরে যাই।  id -2991 level - 1 #নাম -সাবিনা আকতার ১/✅কনফিডেন্স নাই। ২/✅কেমন কমিনিউটি সাথে আছি।৩/...
19/04/2025

৫ টা C আমরা কেনো বার বার হেরে যাই।
id -2991 level - 1
#নাম -সাবিনা আকতার
১/✅কনফিডেন্স নাই।
২/✅কেমন কমিনিউটি সাথে আছি।
৩/✅কমফোর্ট জোনে আছি
৪/✅কন্সেনটেন্সি নাই।
৫/✅সেলিব্রেশন তো অনেক পরে।
❤️কম্পিটিটর আসলে ভয়ে না পাওয়ার জন্য ৬ টা পয়েন্ট, দাম না কমানো।
১/✅কোয়ালিটি কম্প্রোমাইজ
২/✅ইনোভেশন চেঞ্জ- প্রোডাক্ট প্যাকেজিং উন্নত করা।
৩/✅অটোমেশন করা।
৪/✅অ্যাডাপটেশন এর মানে হচ্ছে - কোন জিনিস বা সফটওয়্যার এর স্মার্ট অথবা আপডেট ভার্সন আসলে সেটার সাথে জার্নি শুরু করা। উদাহরণ হিসেবে মেন্টর বলেছেন ওয়ার্ডপ্রেস বনাম বিডি ফানেল বিল্ডার।
এডাপটেশন - নতুন জিনিস ঝামেলা করবে। যে যত বেশি এডাপটেশন করবে সে তত এগিয়ে যাবে।
৫/✅ইনফো এডভান্টেজ - নিজেকে এক্সপার্ট করা।
৬/✅ ট্রান্সপারেন্সি মেন্টেং করতে হবে।
❤️ কেন আমরা বারবার হেরে যাই? ৫টি “C” এর কারণ:
১. Confidence নাই (আত্মবিশ্বাসের অভাব):
নিজের দক্ষতা ও সামর্থ্য সম্পর্কে সন্দেহ থাকা আমাদের পিছিয়ে দেয়। আত্মবিশ্বাস ছাড়া বড় কিছু অর্জন করা অসম্ভব।
২. Community ভুল (যে কমিউনিটিতে আছি):
আপনি কাদের সঙ্গে মিশছেন, সেটা আপনার চিন্তা, কাজের ধরণ ও লক্ষ্য নির্ধারণে বিশাল প্রভাব ফেলে। ভুল কমিউনিটিতে থাকলে আপনি নিজেকে নিচু ভাবতে শুরু করবেন।
৩. Comfort Zone থেকে বের হচ্ছি না:
উন্নতির জন্য ঝুঁকি নিতে হয়। কমফোর্ট জোনে থাকলে আমরা নতুন কিছু শিখি না, ফলে পিছিয়ে পড়ি।
৪. Consistency নাই (নিয়মিততা নেই):
সফলতা আসে ধারাবাহিক চেষ্টার মাধ্যমে। মাঝপথে থেমে গেলে ফল আসবে না।
৫. Celebration অনেক পরে ভাবি:
ছোট ছোট সাফল্য উদযাপন করলে আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়ে। অনেকে এটাকে পরে রেখে হতাশায় পড়ে যান।
---
❤️ প্রতিযোগী এলে ভয় না পেয়ে, দাম না কমিয়ে যা করতে হবে (৬টি করণীয়):
১. Quality Compromise নয়:
প্রতিযোগিতা এলেও কোয়ালিটির সাথে আপস করবেন না। আপনার পণ্যের মানই আপনাকে আলাদা করে তুলবে।
২. Innovation & Packaging উন্নয়ন:
পণ্যের প্যাকেজিং বা প্রেজেন্টেশন আপডেট করুন। ক্রেতা প্রথমে চেহারা দেখে বিচার করে, তাই অভিনবতা জরুরি।
৩. Automation করুন:
সময় ও খরচ বাঁচাতে কাজগুলোকে স্বয়ংক্রিয় করুন। এতে কার্যক্ষমতা বাড়বে।
৪. Adaptation ক্ষমতা গড়ে তুলুন:
নতুন প্রযুক্তি বা টুল আসলে তাতে ঝুঁকে পড়ুন। যেমন—ওয়ার্ডপ্রেস বনাম বিডি ফানেল বিল্ডার। যত বেশি এডাপ্ট করবেন, তত দ্রুত এগোবেন।
৫. Info Advantage নিন:
নিজেকে এক্সপার্ট করুন। জানার দুনিয়ায় এগিয়ে থাকলে কেউ সহজে হারাতে পারবে না।
৬. Transparency বজায় রাখুন:
ব্যবসা ও সম্পর্ক—দুই জায়গায়ই স্বচ্ছতা বিশ্বাস গড়ে তোলে। গ্রাহক এবং টিম—

30/03/2025

ঈদ মোবারক

খুচরা ও পাইকারি📣 এবার কাশ্মীর নয়,দেশি শালেই শীতের আমেজ ফিল করবেন এবং দেশি বিদেশী বিভিন্ন  ডিজাইনের  কোয়ালিটিসম্পন্ন শা...
17/10/2024

খুচরা ও পাইকারি📣
এবার কাশ্মীর নয়,দেশি শালেই শীতের আমেজ ফিল করবেন এবং দেশি বিদেশী বিভিন্ন ডিজাইনের কোয়ালিটিসম্পন্ন শাল পাবেন।
যার মধ্যে অন্যতম ইন্ডিয়া থেকে আমদানি করা সুন্দরী সুতায় তৈরি
♥️স্মার্ট মিনাকারী জামদানি,,শাল
🔥কাশ্মীরী ডিজাইনের জামদানী,,শাল
🔥এক কালার উলের,, শাল
🔥কুশিকাটা,, শাল
🔥ভিসকস,, শাল
সো আর দেরি কেন
শুরু করুন আপনার সফল বিজনেস জার্নি আমাদের
নিজস্ব তথ্যাবধানে প্রিমিয়াম কোয়ালিটির শাল নিয়ে ।
আপনি চাইলে সরাসরি
আমার সাথে যোগাযোগ করতে পারেন।
মাধ্যম ০১৭৪৩-৩৬৭২৩০

আলহামদুলিল্লাহ  আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহজাতীয় শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা  পর্যায়ে  শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ...
11/09/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
জাতীয় শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য প্রথমত মহান সৃষ্টিকর্তার নিকট কোটি কোটি শুকরিয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বিচারক প্যানেল সহ সংশ্লিষ্ট সকলকেই!
আরও ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষা অফিস, (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা) প্রিয় শিক্ষার্থীদের, আমার সহকর্মীদের, সম্মানিত অভিভাবক মন্ডলীদের, এসএমসি, পিটিএ কমিটির সদস্যবৃন্দ সহ আপনাদের সকলকেই। আমাকে উৎসাহ দেন, প্রশংসা করেন এবং সহযোগিতা করেন।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
জাতীয় শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য প্রথমত মহান সৃষ্টিকর্তার নিকট কোটি কোটি শুকরিয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বিচারক প্যানেল সহ সংশ্লিষ্ট সকলকেই!
আরও ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষা অফিস, (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা) প্রিয় শিক্ষার্থীদের, আমার সহকর্মীদের, সম্মানিত অভিভাবক মন্ডলীদের, এসএমসি, পিটিএ কমিটির সদস্যবৃন্দ সহ আপনাদের সকলকেই। আমাকে উৎসাহ দেন, প্রশংসা করেন এবং সহযোগিতা করেন।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
জাতীয় শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য প্রথমত মহান সৃষ্টিকর্তার নিকট কোটি কোটি শুকরিয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বিচারক প্যানেল সহ সংশ্লিষ্ট সকলকেই!
আরও ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষা অফিস, (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা) প্রিয় শিক্ষার্থীদের, আমার সহকর্মীদের, সম্মানিত অভিভাবক মন্ডলীদের, এসএমসি, পিটিএ কমিটির সদস্যবৃন্দ সহ আপনাদের সকলকেই। আমাকে উৎসাহ দেন, প্রশংসা করেন এবং সহযোগিতা করেন।

17/08/2024
মহিমাগঞ্জ ক্লাস্টার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর  মাসিক সমন্বয় সভা জুলাই -২০২৪ খ্রি.।স্থান-শাখাহাতী বালুয়া সরকারি প্রাথমিক...
31/07/2024

মহিমাগঞ্জ ক্লাস্টার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর মাসিক সমন্বয় সভা জুলাই -২০২৪ খ্রি.।স্থান-শাখাহাতী বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। নবাগত ক্লাস্টার অফিসার জনাব মীর মোঃ শাসছুল আলম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।এছাড়াও উপস্থিত আছেন ক্লাস্টারের ২৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ ও স্বাগত বিদ্যালয়ের SMC র সভাপতি মহোদয়। নবাগত ক্লাস্টার অফিসার মহোদয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদের ক্লাস্টারের প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে অবদান রাখবে,সেই সাথে প্রতিটি বিদ্যালয়ের চিত্রপট পাল্টে যাবে বলে আমরা আশাবাদী।

একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো ও মূল্যায়ন (SEND) ৫দিন ব্যাপী প্রশিক্ষণের খণ্ডচিত্র। আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার, গোবিন্...
04/05/2024

একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো ও মূল্যায়ন (SEND) ৫দিন ব্যাপী প্রশিক্ষণের খণ্ডচিত্র। আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। প্রশিক্ষক হিসাবে জনাব মো: আবু সুফিয়ান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার,গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং জনাব মোছা: রেহেনা আফরোজ, সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Shabina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share