22/11/2024
**সাহাপুর এডুকেশন অ্যান্ড রিফর্ম ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি**
সাহাপুর, শুক্রবার, ২২ নভেম্বর: সাহাপুর এডুকেশন অ্যান্ড রিফর্ম ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠার পর প্রথম পরিচিতি সভা উপলক্ষে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কর্মসূচি পালিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি নিয়ে সাজানো এই আয়োজন সাহাপুর গ্রামে ব্যাপক সাড়া ফেলে।
# # # মানবসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প
কর্মসূচির শুরুতেই আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের, যেখানে দুই শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং সাধারণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানায় এবং এমন কার্যক্রমের ধারাবাহিকতা প্রত্যাশা করে।
# # # পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মেডিকেল ক্যাম্প শেষে শুরু হয় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম। প্রায় ২৫ প্রজাতির ফলজ, ঔষধি ও শোভাবর্ধক বৃক্ষের চারা রোপণ এবং বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হরিতকি, বহেড়া, কাঠবাদাম, পেস্তা বাদাম, কৃষ্ণচূড়া, পলাশ, ডালিম, আতা ও সফেদা। এসব গাছ গ্রামের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করেন।
# # # গ্রামীণ উন্নয়নে ভবিষ্যৎ দিকনির্দেশনা
কর্মসূচিতে সাহাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কৃষিবিদ জনাব আখতারুজ্জামান সোহেল বলেন, "সাহাপুর গ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা সরকারি অনেক সুবিধা থেকে বঞ্চিত। এই সংগঠন গ্রামের কৃষি ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখতে পারে।"
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব শহিদুল ইসলাম বলেন, "সংগঠনকে টিকিয়ে রাখতে হলে প্রতিটি সদস্যের মধ্যে ত্যাগের মানসিকতা ও দায়িত্বশীলতা সৃষ্টি করতে হবে।"
# # # নেতৃত্বে প্রতিশ্রুতিবদ্ধ মনোভাব
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব আবু হাসনাত লিমন, সাধারণ সম্পাদক জনাব শাকিল আহমেদ, সহ-সভাপতি জনাব সোহাগ সাকিদার, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ দুলাল আকন্দ ও গাজী প্রামাণিক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা আহমেদ ফয়সাল মেহেদী, এবং সভাপতিত্ব করেন মাওলানা ফজল হক সাহেব।
# # # ভবিষ্যতের প্রতিশ্রুতি
সভার আলোচনায় উঠে আসে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা এবং কর্মপন্থা। বক্তারা সংগঠনটির মাধ্যমে গ্রামীণ উন্নয়নে একটি সুসংগঠিত কর্মপদ্ধতি গড়ে তোলার পরামর্শ দেন।
গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশের উন্নয়ন নয়, গ্রামীণ জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।