Thugs Of Bogura - TOB

Thugs Of Bogura - TOB Memes page based on the greater Bogura district. This page of ours is for entertainment only.

__Never be Serious
(1)

30/08/2025

১২ উপজেলা নিয়ে বগুড়া জেলা প্রশাসক গোল্ড কাপ শুরু হতে যাচ্ছে। আগামী ৭ তারিখ প্রথম ম্যাচ। আপনি কোন উপজেলা সাপোর্ট করবেন..?

28/08/2025

পাত্রী দেখতে গেছিলাম শেরপুর। শুনছিলাম পাত্রী ডাক্তার। তাই খুশি হয়ে পাত্রীকে জিগাইলাম- কোন কলেজ থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন?

পাত্রী উত্তর দিলো - বগুড়া নার্সিং ইনস্টিটিউট থেকে...

~মিস্টার টব।

27/08/2025

"প্রিয় শহরটা ছেড়ে যাইনি, তবুও প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলি তোমার স্মৃতিতে।" আমার শহর আমাকে ঠিকই আগলে রেখেছে..!

27/08/2025

হায় হায় 🫣

26/08/2025

তো ঘটনা হচ্ছে দুই দিন আগে আর্মড পুলিশ
ব্যাটালিয়নের এক ছোট ভাইকে দেখলাম মুজিবুর রহমান ভান্ডারির এক মেয়েকে নিয়ে আজিজুলের টিকটক রোডে জমিয়ে প্রেম করতেছে।
ছোট ভাই আমাকে দেখে মুচকি হাসি দিল। আমি আবার মনে মনে বলতেছি যাক প্রেম করতেছে এখন ডিস্টাম না করি। আজকে আবার Campus এ সেই ছোট ভাই এর লগে দেখা। লেকের পাড়ে বসে চা খাচ্ছিলাম আর তার সাথে আলাপ করতেছিলাম। বেশ কিছুক্ষন আলাপ করার পর দেখলাম। ছোট ভাইয়ের সেই গফ অন্য একটা ছোল এর লগে বাইকে করে Campus এর মধ্যে ডুকতেছে। মেয়েটাও ছোট ভাইরে দেখলো। আমি ও দেখলাম।

তো আমি কিরে তোর গফ না এটা? অন্য ছোলের লগে বাইকে গেল Campus এর ভিতরে। তুই কিছু বলবি না। ছোট বলতেছে না ভাই যার সাথে বাইকে গেল সেই ওর বফ। আমি এই একটু অবসর সময়ে ওকে নিয়ে ঘুরি। হালায় আমি তো পুরা বোকা চু হয়ে গেলাম। ছোট ভাই ও ডাবল রোল play করে হায়রে। একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়ে মনে মনে ভাবলাম আমরা সিনিয়রদের সারাজীবন এগুলোই দেখে যেতে হবে।

~মিস্টার টব ।

হ্যা এটাই বগুড়া শহর..!
26/08/2025

হ্যা এটাই বগুড়া শহর..!

26/08/2025

এই তপ্তদুপুরে সপ্তপদী মার্কেটোর পাশে দাঁড়িয়ে আছি। গরমে যেন মগজ টগবগ করে ফুটছে। পাশ দিয়েই একঝাক মুজিবরের নাগিন সুন্দ্রী ডিসকোন আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলো। সিনেমার মত স্লো-মোশনে ওদের লোভনীয় লাভবাইটগুলো দেখার মত ছিলো!

জীবনের ঠিক এই মূহুর্তে এসে একটা সুন্দ্রী নাগিন নিব্বির অভাববোধ করছি। এই গরমে ডিসকোন দেখলে যতটা না লোভ লাগে, তার চেয়েও বেশি লোভ লাগে মুজিবরের সুন্দ্রী নাগিনের সাথে প্রেম করার!

~মিস্টার টব ।

ভেজাল নাই..!
24/08/2025

ভেজাল নাই..!

pookie টা মজিবরে চ্যান্স পাইছে..!
22/08/2025

pookie টা মজিবরে চ্যান্স পাইছে..!

20/08/2025

প্রচুর ভাবে আছি কমা.!

20/08/2025

বগুড়ার কোন পেইজ যদি বিনা কারনে আপনাকে হয়রানি করে বা ১৮ + নোংরামি কে প্রমোট করে অবশ্যই আপনারা Bogura Cyber Squad এর সাথে যোগা যোগ করবেন।

19/08/2025

শুধু তোমারই থাকবো..!

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thugs Of Bogura - TOB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category