Thugs Of Bogura - TOB

Thugs Of Bogura - TOB Memes page based on the greater Bogura district. This page of ours is for entertainment only.

__Never be Serious
(4)

20/10/2025

সবাই আমার সালাম নিবেন। আপনাদের ভালোবাসায় আজকে ৪০ হাজারের পরিবার। অতি দু:খের সাথে বলতে হচ্ছে ব্যাক্তিগত কিছু কারনে পেইজের কার্যকম বন্ধ ঘোষণা করা হলো৷ যদি মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের উর্দে না আমি ও হয়ত ভুল করেছি। ভালো থাকবেন আপনাদের সবাইকে মিস করব।

~ মিস্টার টব।

20/10/2025

অন্যান্য জেলার চেয়ে বগুড়ার মেয়ে অনেকটাই আলাদা। এই বগুড়ার কোনো সুন্দ্রী পটাতে হলে প্রথমে আপনাকে অবশ্যই তাকে বিভ্রান্ত করতে হবে। আপনাকে এটা বার বারই করে যেতে হবে। এই একটা কাজ করতে পারলেই ওই সুন্দ্রী আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে যে "আচ্ছা লোকটা এমন কেনো? লোকটা এত অদ্ভুত কেনো?" আপনার কথা সুন্দরীটা এতটাই ভাবতে শুরু করবে যে সে নিজে হাসতে বাধ্য হবে এক সময় সুন্দরীটা আপনার প্রেমে পড়তে বাধ্য হবে, শুরু হবে নতুন অধ্যায়...

~মিস্টার টব ।

Friday তে গরুর হাট..!
20/10/2025

Friday তে গরুর হাট..!

20/10/2025

🤦‍♂️

19/10/2025

একটা মেয়ে এতটা নির্লজ্জ হয়তে পারে? যেখানে আবার বলতেছে বাড়ী বগুড়া। এর পরিচয় জানেন নাকি কেউ ?দেখেই মনে হচ্ছে নেশা তে আসক্ত। এরকম সিদ্ধির রাণী হামাগেরে বগুড়াই আছে জানতাম না..!

পুরো বাংলাদেশ কাপানোর জন্য যথেষ্ট.🥴
18/10/2025

পুরো বাংলাদেশ কাপানোর জন্য যথেষ্ট.🥴

টাহা আর টাহা..!
17/10/2025

টাহা আর টাহা..!

17/10/2025

Alice in Borderland ❌
Alice in Bogura ✅
Crd : Towfiq Sam

16/10/2025

" জাগো বাহে তিস্তা বাঁচাই" - এই প্রতিশ্রুতি নিয়ে আজ উত্তরবঙ্গেরচোখ ধাঁধানো সেই দৃশ্য, যেখানে হাজারো মানুষ একত্রিত হয়ে তিস্তার অবিলম্বে মহা পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার পক্ষে প্রগাঢ় দাবি জানাচ্ছে!!

মিডিয়া চুপচাপ থাকলেও আমাদের একেকজনের টাইমলাইন হয়ে যাক নিউজ মিডিয়া -

16/10/2025

আজকে কিছু কথা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন। বিশেষ করে মেয়েরা। একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি আঙ্গুল তুললাম। নামটা সরকারি মুজিবুর রহমান ভান্ডারি মহিলা কলেজ। একটা প্রতিষ্ঠানের যে সবাই খারাপ বিষয়টি এরকম না। এই কলেজের মেয়েদের এই মূহুর্তে TOB এর হাতে ২০ + মেয়েদের একদম খোলা মেলা ভিডিও চলে এসেছে৷ কিছু মেয়ে তো প্রেম নামক ভন্ডামি কইরা রুমডেট এর নামে টাকা ইনকাম ও শুরু করেছে। যার সকল প্রমান আমাদের হাতে। এটা তো শুধু ভিডিও এর কথা বললাম শত শত গোপন পিক ও রয়েছে৷ কিছু মেয়ে তো ড্রেস পড়েও নোংরামি বাদ দেই নি । কোন ভাবে এই ভিডিও আর অশ্লীল পিক গুলো ভাইরাল হয়লে এই মেয়ে গুলোর অবস্থা হবে কি। ভালো হয়তে টাকা লাগে না এখনো ও সময় আছে নিজেকে সুধরে নিন।এখন মুজিবুর রহমান কলেজের আপুরা আমাকে বকা দিবে যে আপনি শুধু আমাদের ছোট করেন।বলতেই পারেন এই ধরনের কথা কিন্তুু কখনো অন্ধ হয়েন না। আবারো বলতেছি সবাই যে খারাপ বিষয়টি এরকম না তবে বেশীর ভাগেরই একই অবস্থা। বাবা মা কষ্ট করে লেখাপড়া করার জন্য মেয়েকে বগুড়া শহড়ে পাঠিয়েছে এদিকে মেয়ে তো আকাম করতে ব্যাস্ত৷ আবারো বলি আপনারা ভালো হয়ে যান। যদি কেউ এগুলো ভিডিও পিক দিয়ে ব্লাক মেইল করে সেক্ষেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সর্বদা সহযোগিতা করব৷ নোংরামি থেকে নিজেদেরকে দূরে রাখনি৷

~ মিস্টার টব

ভালো মানুষ যে বগুড়াতে বেশী দিন থাকে না তার বাস্তব প্রমান (ডিবি)ইকবাল বাহার।দেখতে অতি সাধারন একজন মানুষ, যেনার নেই কোন অং...
15/10/2025

ভালো মানুষ যে বগুড়াতে বেশী দিন থাকে না তার বাস্তব প্রমান (ডিবি)ইকবাল বাহার।দেখতে অতি সাধারন একজন মানুষ, যেনার নেই কোন অংহকার,, বিচক্ষণতা, দুর্ধরষ সাহস ও মেধাবী যার গর্জনে বগুড়ার সকল সন্ত্রাস ভয় পায়। এই মানুষটিকে আমি অনেক কাছ থেকে দেখেছি যার মধ্যে ন্যায় সততা সবই রয়েছে। হয়তো বগুড়ার স্বার্থ দেখা মানুষদের কাছে তিনি ভালো না। তাই তাকে বদলি করার জন্য উঠে পড়ে লাগছে। আমরা কি পাড়ি না মানুষটিকে আমাদের বগুড়াতে রাখতে। আগামীকাল এসপি অফিস ঘেরাও কর্মসূচি অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ বাতিলের জোর দাবি জানাচ্ছি!

~মিস্টার টব

14/10/2025

Rk পরিবহন বগুড়া থেকে আউট করতে হবে! এই ধর্ষন নিয়ে কোন প্রকার নাটক এবং গোপন করলে কঠর আন্দোলন হবে বলে দিলাম!এত বড় শাহস তারা পাই কিভাবে ..?

~মিস্টার টব

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thugs Of Bogura - TOB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category