20/10/2025
সবাই আমার সালাম নিবেন। আপনাদের ভালোবাসায় আজকে ৪০ হাজারের পরিবার। অতি দু:খের সাথে বলতে হচ্ছে ব্যাক্তিগত কিছু কারনে পেইজের কার্যকম বন্ধ ঘোষণা করা হলো৷ যদি মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের উর্দে না আমি ও হয়ত ভুল করেছি। ভালো থাকবেন আপনাদের সবাইকে মিস করব।
~ মিস্টার টব।