Mim's World

Mim's World All about life

বাহিরে বৃহ হচ্ছে তাই আর কি 💁‍♀️
14/09/2025

বাহিরে বৃহ হচ্ছে তাই আর কি 💁‍♀️

14/09/2025

খিচুড়ি রান্না করি☺️

শুভ সকাল বন্ধুরা🙂
14/09/2025

শুভ সকাল বন্ধুরা🙂

বিড়াল কিনছিলাম মানষিক শান্তির জন্য কিন্তু এই হালায় মানষিক শকড দিচ্ছে গাইজ 😭😭😭😭
13/09/2025

বিড়াল কিনছিলাম মানষিক শান্তির জন্য কিন্তু এই হালায় মানষিক শকড দিচ্ছে গাইজ 😭😭😭😭

শুভ সকাল বন্ধুরা🫣
13/09/2025

শুভ সকাল বন্ধুরা🫣

12/09/2025
মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট..বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ-ক্সি...
12/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট..বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ-ক্সি-ডে-ন্টে রাস্তায় স্পট ডে-থ..

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই.....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,
যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে..আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি..সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না 🙂

happy Friday ☺️
12/09/2025

happy Friday ☺️

💔 তমালের করুণ পরিণতি — অনলাইন প্রতারণার শিকার হয়ে আত্মহত্যাএকজন জলজ্যান্ত তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই গভীরভ...
11/09/2025

💔 তমালের করুণ পরিণতি — অনলাইন প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা

একজন জলজ্যান্ত তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।
তোমার আত্মা শান্তি পাক, তমাল।

---

⚠️ কীভাবে ঘটে এই প্রতারণা? জানুন, শিখুন, সাবধান হোন

🔸 Step 1: ছোট লাভ দিয়ে বিশ্বাস অর্জন

তমাল টেলিগ্রামে "VIP Investment Group"-এ যোগ দেয়।

বলা হয়: “১০,০০০ টাকা দিলে ১৫,০০০ পাবেন”।

সে সত্যি ১৫,০০০ পায়।
➡️ এখানেই শুরু বিশ্বাসের ফাঁদ।

---

🔸 Step 2: লোভের ফাঁদ

এরপর বলা হয়, “১ লাখ দিলে ২ লাখ ফেরত”।

সে পাঠিয়ে দেয়।

তারপর বলা হয়: উইথড্র করতে হলে “ট্যাক্স” দিতে হবে।

---

🔸 Step 3: ভয় ও চাপে ফেলে সর্বনাশ

বলা হয় একাউন্টে ফান্ড লক হয়ে গেছে, আনলক করতে লাগবে ৫ লাখ!

“VIP মেম্বার হতে হলে ১০ লাখ দিতে হবে।”

এভাবে ধাপে ধাপে সে মোট ৪৫ লাখ টাকা দিয়ে দেয়।

---

🔸 তারপর...?

গ্রুপ হঠাৎ গায়েব!

সব অ্যাডমিন ব্লক করে দেয়!

টাকা, বিশ্বাস, মানুষ—সব হারিয়ে যায়...

---

❗ প্রশ্ন উঠতেই পারে—

> “এত টাকা কেন দিল?”

কারণ:
❗ একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে,
❗ লোভ ও ভয় দেখিয়ে তারা বারবার টাকা আদায় করে নেয়।
❗ প্রতারকরা বলে: "এখন না দিলে আগের সব হারাবেন!"
❗ ভুক্তভোগী তখন আগের টাকা ফেরত পেতে আরও টাকা দিতে থাকে।

---

📢 অনুরোধ রইল — নিজেরাও সাবধান হোন, অন্যকেও সচেতন করুন

🔒 নিচের কথা গুলো মনে রাখবেন:

✅ পরিশ্রম ছাড়া টাকা দ্বিগুণ হয় না।
✅ অপরিচিত গ্রুপ/অ্যাপে কখনোই টাকা পাঠাবেন না।
✅ পরিবারের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন।
✅ "VIP", "Zales", "Invest now" এসব নাম শুনলেই সাবধান হোন।
✅ নিরাপদ বিনিয়োগ মানে লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক/বিমা/মিউচুয়াল ফান্ড।

---

🛑 এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে।

---

তমালের মতো আর একজন তরুণ যেন হারিয়ে না যায়... আমাদেরই দায়িত্ব সচেতন হওয়া এবং সচেতন করা।
🙏

11/09/2025

Collection এ থাকা নোট দেখাই ☺️

হাম চ্যালে মাস্তি মে আগ ল্যাগে বাসতি মে😎 Good night guys 😴
10/09/2025

হাম চ্যালে মাস্তি মে আগ ল্যাগে বাসতি মে😎
Good night guys 😴

এ যেন সদ্য ফোটা মাছের ফুল💝
10/09/2025

এ যেন সদ্য ফোটা মাছের ফুল💝

Address

Dhaka
5800

Alerts

Be the first to know and let us send you an email when Mim's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mim's World:

Share

Category