Talora bazar

Talora bazar Talora is a very old port city.150 years old & became a municipality in 2010.15k people lives around.
(3)

Talora Bazar is a very old port city of 150 years.becomes municipality 2010.15000 people's lived around here.stands on the Nagar river.managed by some young boy's.

পূর্ব আলহালী গ্রামের, আলিম গত একমাস হলো নিখোঁজ। পরনে ছিল,সাদা চেক শাট, নিল প্যান্ট, মুখে হালকা চাপ দাড়ি,মানুষটা খুবই সহজ...
20/10/2025

পূর্ব আলহালী গ্রামের, আলিম গত একমাস হলো নিখোঁজ। পরনে ছিল,সাদা চেক শাট, নিল প্যান্ট, মুখে হালকা চাপ দাড়ি,
মানুষটা খুবই সহজ,সরল নিরীহ ছিল।সারাক্ষণ তালোড়ায় কাজের খোঁজ এ আসতো।
যোগাযোগ নাম্বার. 01743201166
পোস্ট টি সবাই শেয়ার করবেন প্লিজ

19/10/2025

বগুড়ার তালোড়া বাজারে সংঘটিত নৃশংস খুন ও ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের অস্ত্রসহ জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দাবি করছে— এ জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। ⚖️🛑
#তালোড়া

তালোড়ায় ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি সহ আরো দুইজন গ্রেফতার।গত শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে ব্যবসায়ীর বাড়...
18/10/2025

তালোড়ায় ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি
সহ আরো দুইজন গ্রেফতার।

গত শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ঐ রাতেই পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি সহ আরো দু’জন ডাকাত সদস্য চিত্ত রঞ্জন ঘোষ (৩২) ও সোহাগ হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, উপজেলার তালোড়ার বাজারের ধান চাল, ময়দা ভূষি ও খইল ব্যবসায়ী স্বর্গীয় রাধেশ্যাম পোদ্দারের ছেলে নারায়ন লাল পোদ্দার ওরফে লালু পোদ্দার (৬৩) হেমচান ওরফে হিমু পোদ্দারের (৬০) বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতি করতে গিয়ে হেমচান ওরফে হিমু পোদ্দারের বোন বিমলা পোদ্দার (৬৭) নামে বৃদ্ধা ডাকাতদের হাতে খুন হয়। গত শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ বৃদ্ধা বিমলা পোদ্দারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই ঘটনার তদন্তে নামেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রায় কয়েক ঘন্টার মধ্যেই ডাকাত দলের সদস্য তালোড়া ইউনিয়নের নওদাপাড়ার নবাব আলীর ছেলে জুয়েল (২৬) কে গ্রেফতার করেন। এর পর তার দেওয়া তথ্য অনুযায়ী রেলব্রীজ সাবলা গ্রামের হাফিজার রহমানের ছেলে আসলাম(লেবানু) (২৫), শিবগঞ্জ উপজেলার খেউনি বিন্নাচাপড় পাড়া গ্রামের বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক (২৯) ও কাহালু পোগইল গ্রামের নাজির উদ্দিন প্রামানিকের ছেলে ইমরান (৩১) কে গ্রেফতার করেন। এ ঘটনায় শুক্রবার রাতে হেমচান পোদ্দার হিমু বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নিয়ামান নাসির একদল পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে তালোড়া পগুইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সোহাগ হোসেন (৩৫) ও সাবলা গ্রামের শ্রী বাবলু ঘোষের ছেলে চিত্র রঞ্জন ঘোষ (৩২) কে তালোড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় ডাকাত চিত্র রঞ্জন ঘোষের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন সহ গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত রিমান্ড শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

তালোড়া বাজারে খুনসহ ডাকাতি: মূলহোতা জুয়েলসহ ৪ জন গ্রেফতার!বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে সংঘটিত নৃশংস খুন ও ডাক...
17/10/2025

তালোড়া বাজারে খুনসহ ডাকাতি: মূলহোতা জুয়েলসহ ৪ জন গ্রেফতার!

বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে সংঘটিত নৃশংস খুন ও ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মূলহোতা জুয়েলসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
🕒 ঘটনা: ১৭ অক্টোবর ২০২৫, রাত ২টা ৩০ মিনিট
📍 তালোড়া বাজার, দুপচাঁচিয়া উপজেলা

ডাকাতরা হিমু পোদ্দার আগরওয়ালা (৬২)-এর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে নগদ ২–৩ লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন লুট করে এবং বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে।

👮 গ্রেফতার:

জুয়েল (মূলহোতা)

আসলাম

ইমরান

রাজু

👜 উদ্ধার:

লুন্ঠিত টাকার মধ্যে ১৩,০০০ টাকা

২টি মোবাইল ফোন

পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলার আইনি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

#তালোড়া #বগুড়া #ডাকাতি #খুন #ডিবিপুলিশ #অপরাধ

17/10/2025

পরিবারটির নিজ মুখে শুনুন সেই শ্বাসরুদ্ধকর ডাকাতির ঘটনা #তালোড়া

17/10/2025

ডাকাতির ভিডিও প্রতিবেদন দৈনিক কাঠগোলাপ পেইজ থেকে সংগ্রহীত।

📢 ⛔ তালোড়ায় খু*ন ও ডাকাতির ভয়াবহ ঘটনাবগুড়ার তালোড়া পৌরসভায় তালোড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী হিমু পোদ্দার আগারওয়ালের বাসায় ...
17/10/2025

📢 ⛔ তালোড়ায় খু*ন ও ডাকাতির ভয়াবহ ঘটনা

বগুড়ার তালোড়া পৌরসভায় তালোড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী হিমু পোদ্দার আগারওয়ালের বাসায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ডাকাতির ঘটনা। 😔

🕑 সময়: শুক্রবার রাত আনুমানিক ২টা
📍 স্থান: তালোড়া বাজার চারমাথা, বটতলা

৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাসার পেছন দিয়ে ঢুকে হিমু বাবুর পরিবারের সদস্যদের বেঁধে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে বোন বিমলা (৬৫)–কে শ্বাসরোধ করে হত্যা করে। 😢

ডাকাতরা বাসা তছনছ করে কয়েক লক্ষ টাকা, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

🕓 ভোরে বাসার সামনের গদিখানার দরজা ভেঙে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে স্থানীয় নূর ইসলাম ও মোয়াজ্জেমসহ প্রতিবেশীরা এসে তালা খুলে দেয়।

👩‍👦 এই পরিবারটি দীর্ঘদিন ধরে চিটালালি, লবণ, ভুসি ইত্যাদির ব্যবসা করে আসছিল — সহজ-সরল ও নিরীহ পরিবার হিসেবে এলাকায় পরিচিত।

⚠️ এই নৃশংস ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
👉 প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

#তালোড়া #ডাকাতি #খুন #বাংলাদেশ 🕯️

⛔তালোড়ায় খু*ন+ডাকাতিতালোড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী  হিমু বাবুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি...বিস্তারিত আসছে....
17/10/2025

⛔তালোড়ায় খু*ন+ডাকাতি
তালোড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী হিমু বাবুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি...
বিস্তারিত আসছে....

16/10/2025

শুভ সকাল
আজ শুক্রবার
১৭ই অক্টোবর ২০২৫
২৪ রবিউস সানি ১৪৪৭হিজরি
১কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
--------------------------------
---------------------------------
আজ সূর্যোদয়- ৫:৩৩ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:৩০ মিনিট

16/10/2025

মাদ্রাসার ছাত্ররা সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়ালেখা করে।
তারা বাইক রাইডে সময় ব্যয় করে না, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটায় না, প্রেমের পেছনে ছুটে না।
তাই তারা সবার আগে সাফল্য ছিনিয়ে আনে। 📖✨

👉 মনোযোগ + শৃঙ্খলা = সাফল্য 🏆

আজকের তালোড়া পৌর জাকের পার্টির জনসভার স্থিরচিত্র...ছবি ঃমারুফ
16/10/2025

আজকের তালোড়া পৌর জাকের পার্টির জনসভার স্থিরচিত্র...
ছবি ঃমারুফ

Address

Talora Bazar
Bogura
5881

Alerts

Be the first to know and let us send you an email when Talora bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talora bazar:

Share