Talora bazar

Talora bazar Talora is a very old port city.150 years old & became a municipality in 2010.15k people lives around.
(3)

Talora Bazar is a very old port city of 150 years.becomes municipality 2010.15000 people's lived around here.stands on the Nagar river.managed by some young boy's.

25/08/2025

একটি মানবিক আবেদন :
সাবলা গ্রামের এক বোনের(ক্যান্সার +কিডনি নষ্ট) রক্ত লাগবে।
🔴রক্তের গ্রুপ : A+
💉রক্তের পরিমাণ : ১/২ব‍্যাগ
📆রক্তদানের তারিখ:২৬/৮/২০২৫
📲যোগাযোগ :01742761655
স্থানঃ মিন্টু ক্লিনিক তালোড়া চারমাথা

তালোড়া স্টেশন রোড।pic : Sharmin Akter
25/08/2025

তালোড়া স্টেশন রোড।
pic : Sharmin Akter

23/08/2025

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজয় আবারও প্রমাণ করছেন তার জনপ্রিয়তা কতটা বিস্তৃত। সিনেমা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন—সবখানেই এখন তার নাম নিয়ে আলোচনা তুঙ্গে।
👉 প্রশ্ন একটাই—
"হবে নাকি এবার?"

প্রশংসা, বিতর্ক আর ভক্তদের ভালোবাসা মিলিয়ে বিজয় আজ শুধু একজন অভিনেতাই নন, হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।

📸 Dupchaciya Pilot High School – বগুড়ার শিক্ষা ও ঐতিহ্যের প্রতীক 🏫✨এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে, বগুড়ার দুপচাঁচ...
23/08/2025

📸 Dupchaciya Pilot High School – বগুড়ার শিক্ষা ও ঐতিহ্যের প্রতীক 🏫✨

এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার থানারোডে, নগর নদীর তীরে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি শিক্ষা বিস্তারের আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে এর সরকারি নাম – Dupchanchia Government Pilot Model High School।

🔎 বিদ্যালয়ের তথ্যঃ

শ্রেণি: ষষ্ঠ থেকে দশম (JSC ও SSC পরীক্ষা কেন্দ্র)

EIIN: 119409

ফোন: 01740556331

অবস্থান: Dupchaciya, Bogra

📷 ছবির তথ্যঃ
তারিখ: ২৩ মার্চ ২০১৬
সময়: বিকেল ৫:৫০ (GMT+06:00)
ডিভাইস: Symphony V85
ক্যামেরা সেটিংস: ƒ/2.8 | 4.222mm | ISO 50

ছবিঃ GM Rabbani
23/08/2025

ছবিঃ GM Rabbani

23/08/2025

ব্রেকিং নিউজ!
বগুড়া- নওগাঁ রোডে বারমাইল নামক স্থানে বাস এক্সিডেন্ট।
আহত ১৫ অধিক।

তালোড়া রেলস্টেশন নতুন রূপে নতুন সাজে সজ্জিত।ছবি তুলেছেনঃ আতিকুল ইসলাম আতিক।
20/08/2025

তালোড়া রেলস্টেশন নতুন রূপে নতুন সাজে সজ্জিত।
ছবি তুলেছেনঃ আতিকুল ইসলাম আতিক।

20/08/2025

এবি এম শাহজাহান(সাবেক পাটমন্ত্রীর) সম্পর্কে কিছু তথ্য প্রয়োজন।

জন্ম তারিখ?
উনার ১০ ভাই বোন মধ্যে ভাই কত জন?

তার তিন পুত্র-এর নাম ও পেশা কি?

তিনি কত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও কত সালে মাস্টার্স পাশ করেন?

তার জীবন শুরুর সাল ও প্রতিষ্ঠান-কোন পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন?

তিনি কত সালে কর্মজীবনে প্রবেশ করেন এবং সেই প্রতিষ্ঠানের নাম কি?
তিনি কত সালে জনতা ব্যাংকের পরিচালক হন?

এবং কত সালে জনতা ব্যাংকের ভাড়প্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন?
তিনি কত সালে রুপালী ব্যাংকের চেয়ারম্যান?

হন এবং কত সালে অবসর গ্রহণ করেন?

16/08/2025

হিরো আলম রিয়া মনি, মামুন লায়লা, বারিশা তনি , অপু বিশ্বাস বুবলির সমস্যাগুলো সমাধান করে দেন। তাদের সংবাদের যন্ত্রণায় অনেকেই ফেসবুক ছেড়ে দিচ্ছেন।

🙏 জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন 🙏    💔 একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন 💔রাব্বি, আমার গ্রা‌মের  বগুড়া জেলার কাহালু উপজে...
14/08/2025

🙏 জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন 🙏
💔 একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন 💔

রাব্বি, আমার গ্রা‌মের বগুড়া জেলার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক সাহসী যুবক। কলেজ শেষ করে অনার্সে ভর্তি না হয়ে পরিবারের দায়িত্ব নিতে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল।
মেডিকেল চেকআপ করতে গিয়ে জানা গেল—রাব্বি এক গুরুতর রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে জানা যায়, সে দুরারোগ্য লিউকেমিয়া (রক্তের ক্যান্সার) রোগে আক্রান্ত।

পরিবারের হাল ধরতে চাওয়া এই ছেলেটির চিকিৎসা করতে করতে পরিবার এখন প্রায় নিঃস্ব। বগুড়া ও রাজশাহীতে চিকিৎসা চলছে, ইতোমধ্যে ৪টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।

📌 বর্তমানে চিকিৎসার খরচই মাসে প্রায় ৬০,০০০ টাকা। এর পাশাপাশি উন্নত ডায়াগনসিস ও চিকিৎসার জন্য আরও বেশ পরিমাণ অর্থ জরুরি প্রয়োজন।
চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা শুরু না করলে অবস্থা আরও জটিল হয়ে উঠবে।

কিন্তু চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা রাব্বির পরিবারের পক্ষে একা বহন করা সম্ভব নয়। এই কঠিন সময়ে রাব্বি ও তার পরিবার আমাদের সবার সহানুভূতি ও সহযোগিতা কামনা করছে।

আপনার একটি ছোট্ট অনুদানও রাব্বির জন্য হতে পারে জীবনের নতুন আলো।
আপনার সহায়তা একজন তরুণকে নতুন করে বেঁচে থাকার সুযোগ দিতে পারে।

ভাবুন তো, আমাদের অল্প কিছু সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি জীবন, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি।

📌 অনুদান পাঠানোর মাধ্যম
বিকাশ (পার্সোনাল): 01774-354061
(রাব্বির মা)
ব্যাংক একাউন্ট:
Mst. Rubeya Begum (রাব্বির মা)
Agrani Bank PLC,
Talora Branch, Bogura
Account Number: 0200024266750
Routing Number: 010103076

📌 দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, যেন আরও অনেক মানুষ এই আহ্বান শুনতে পায়।
হয়তো আপনার দেওয়া ৫০ বা ১০০ টাকা কারো জন্য হবে বেঁচে থাকার শেষ ভরসা।

মানবতা তখনই সত্যি হয়, যখন আমরা অপরিচিতের জন্যও হাত বাড়াই।
আসুন, আমরা সবাই মিলে এই যুদ্ধের অংশ হই—জীবন জিতুক, মৃত্যু নয়। ❤️

আপনার সহায়তা = একটি জীবন ফিরে পাওয়া 💙

মশার কত টুকু ক্ষতি হবে জানিনা,তবে আমার গা মাথা ঘুরে আসছিল😀
14/08/2025

মশার কত টুকু ক্ষতি হবে জানিনা,
তবে আমার গা মাথা ঘুরে আসছিল😀

🎉✨ অভিনন্দন! ✨🎉 ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তালোড়া আলতাফ উচ্চ বিদ্যালয় থেকে Mushfiq Hasnat Hridoy ঢাকা নটেরডম কলেজে ব্যবসায় শি...
14/08/2025

🎉✨ অভিনন্দন! ✨🎉

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তালোড়া আলতাফ উচ্চ বিদ্যালয় থেকে Mushfiq Hasnat Hridoy ঢাকা নটেরডম কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে চান্স পাওয়ায় Talora public group ✅ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমার শিক্ষাজীবন হোক জ্ঞানের আলো আর সাফল্যের গল্পে ভরা। 🌟

Best wishes for a bright future! 💙

#অভিনন্দন

Address

Talora Bazar
Bogura
5881

Alerts

Be the first to know and let us send you an email when Talora bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talora bazar:

Share