
28/07/2025
টিপ টিপ বৃষ্টির ফোটা ফোটা পানি পড়তেছিল বাচ্চাটির মাথায়,সে অবস্থায় দ্রুত বাচ্চাটির মা তার মাথায় কাপড় নিয়ে ঢেকে কাছে নিলো।ক্ষুদার্থ বাচ্চাটিকে অই বৃষ্টির মধ্যে অনেক কস্ট করে খাওয়াচ্ছিল।বাচ্চাটিও হাসিমুখে খাবার খাচ্ছিলো নিরাপদ আশ্রয়স্থল তার মায়ের কোলে।সে বুঝেও উঠতে শিখেনি এই বৃষ্টি টা তার জন্য নিরাপদ নয়।পরিস্থিতি মানুষকে হয়তো মানিয়ে নিতে শিখিয়ে দেয়।অথচ একটা বাচ্চা দিব্যি ভাল পরিবেশে বড় হচ্ছে নিরাপদ এ, আবার আরেক দিক আশ্রয়হীন হয়ে বড় হচ্ছে নির্মম পরিস্থিতিতে।
কার ভাগ্য কেমন,কেন এমন পরিস্থিতি,আসলে প্রকৃতি এইগুলো নির্ধারণ করে নাকি ভাগ্য এমন!
হয়তো এইগুলা বিষয় এ খুব বেশি জ্ঞান না থাকায় বুঝতে পারিনা।
দিন শেষে আল্লাহ সবাইকে ভালো রাখুক,নিরাপদ এ রাখুক।