
13/08/2025
সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি : বগুড়ায় সমাবেশ
বগুড়া :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
বুধবার বিকেলে শহরের শহিদ খোকন পার্ক কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ কর্মসূচি আয়োজন করে জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখা।
সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও দৈনিক মানবজমিন ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি।
উপস্থিত ছিলেন জেলা অনলাইন প্রেস ক্লাবের সম্পাদক মণ্ডলীর সদস্য এসএম দৌলত, এমএ মতিন, সাফায়াত সজল, এমদাদুল হক রনি, আশরাফুল ইসলাম রহিত, রসুল খন্দকার, সাদিকুর রহমান, শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নন্দীগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু, শাজাহানপুর অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক শিবলু রহমান, সদস্য সচিব এমএ মহিউদ্দিন, মাসুদ রানা, তৌহিদ মন্ডল, মহসীন আলী, রাকিবুল হাসান প্রমূখ।
বগুড়া, ১৩ আগস্ট ২০২৫ ইং