Rabby & sadia

Rabby & sadia Be like a galaxy, shine bright ✨

Partner ভালো হইলে মেয়েদের চেহারায় একটা অন্যরকম গ্লো আসে😌✨এই গ্লো এর নাম সুখী গ্লো☺️💖চোখ মুখ দেখলেই বোঝা যায় 😌🌸তবে এই গ্ল...
29/06/2025

Partner ভালো হইলে মেয়েদের চেহারায় একটা অন্যরকম গ্লো আসে😌✨
এই গ্লো এর নাম সুখী গ্লো☺️💖
চোখ মুখ দেখলেই বোঝা যায় 😌🌸
তবে এই গ্লো খুবই রেয়ার🙃
পৃথিবীতে খুব কম নারী এই গ্লো পাওয়ার ভাগ্য নিয়ে আসে😊❤️‍🩹

ম্যাচিউরিটি আবার কি,,,? 🤨যে পুরুষ নারীর বাচ্চামি পাগলামি স্বভাব গুলো মেনে নিবে,,, 😌সেই তো শখের  পুরুষ💖✨
21/06/2025

ম্যাচিউরিটি আবার কি,,,? 🤨
যে পুরুষ নারীর বাচ্চামি পাগলামি স্বভাব গুলো মেনে নিবে,,, 😌
সেই তো শখের পুরুষ💖✨

07/06/2025

সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা,,,
ঈদ মোবারক
💖🌸

22/05/2025

আমি মনে হয় একমাত্র মেয়ে যে নিজের জামাই এর সাথে বসে তার Ex রে নিয়া গল্প করি🙂🥱

09/05/2025

সময়কে মনে রাখুন! কোন সময়ে, কোন মানুষ কেমন আচরণ করেছে, এটা খুব দরকারী।😊

দেবদাস ভেবেছিলো তাকে না পেলে পারু মারা যাবে💔আথচ পারুর জ্বর পর্যন্ত আসে নি🙃ব্যাপারটা আসলে তা নয়,,, দেবদাসকে সবাই মরতেই দে...
21/04/2025

দেবদাস ভেবেছিলো তাকে না পেলে পারু মারা যাবে💔
আথচ পারুর জ্বর পর্যন্ত আসে নি🙃
ব্যাপারটা আসলে তা নয়,,, দেবদাসকে সবাই মরতেই দেখলো কিন্তু পারুকে পুড়তে কেউ দেখলো না😊🥀

06/04/2025

গাজা আজই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাযা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ এটি আল্লাহ্‌র কুরআনিক ওয়াদা এবং রাসূলের (স.) ভাষায় ঘোষণা। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।

কোন এক রাতে হয়তো শুনবো, প্যালেস্টাইন ও স্বাধীন। ইনশাআল্লাহ।

রাসূলুল্লাহ (সা.) বলেন:

"তুমি শামের বরকতের কথা শুনোনি? আমি দেখেছি আল্লাহর ফেরেশতারা শামের উপর তাদের ডানা বিছিয়ে দিচ্ছে।"
— (তিরমিযি: 3954)

"তোমরা শামে অবস্থান করো, কেননা শাম হচ্ছে ঈমানদারদের ঘাঁটি।"
— (আবু দাউদ: 2483)

গাজা—বাইতুল মাকদিসের প্রান্তবর্তী অঞ্চল:

রাসূল (সা.) বলেন:
"আমার উম্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর আদেশ (কিয়ামত) এসে যায়।"
সাহাবীরা জিজ্ঞাসা করলেন: তারা কোথায় থাকবে?
তিনি বললেন: 'বাইতুল মাকদিস এবং তার আশেপাশে।'"
— (মুসলিম: 156, আহমাদ: 502)

গাজা হচ্ছে ঠিক সেই অঞ্চল যা বাইতুল মাকদিসের উপকণ্ঠে অবস্থিত। আজকের দিনে যারা গাজায় আল্লাহর জন্য সংগ্রাম করছে, তারা সেই প্রতিশ্রুত দল হতে পারে ইনশাআল্লাহ।

30/03/2025

বেশ কয়েক দিন ধরে চারপাশে পোস্ট দেখছি সবাই বলছে ঈদে আনন্দ আর পাই না, আমার ঈদ নাই, এমন আরো হাজারো পোস্ট,, হায় আফসোস মুসলিম হয়েও, বছরে দু'টো ঈদ তাও নাকি আনন্দ পায় না🙂 অথচ তারা সারা বছর নানান দিন আনন্দে কাটায় যেমন, পহেলা বৈশাখ, ক্রিসমাস ডে
নিউ ইয়ার ,, ভ্যালেন্টাইন ডে এমন আরো হাজারো দিন,,😊 কখনো কি ভেবে দেখেছেন কতোটা হতভাগা আমি আপনি যারা এগুলো পোস্ট করছি,,,
আমরাই এক হতভাগা মুসলিম জাতি,,😅😅
ঈদ এর বিশেষ দিন টাতে আনন্দে কাটান সাধ্য মতো ভালো পোশাক পরুন,, ভালো খাবার খান,, যার যতটুকু সামর্থ দিনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করুন,, 😊
পরিশেষে সাবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ,,, ঈদ মোবারক 🥰🥰

10/02/2025

হটাট করে কোথায় যেতে হলো 😱

23/10/2024

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabby & sadia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share