Bogra Post

Bogra Post Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bogra Post, Video Creator, Sathmatha, Bogura.

21/03/2025

ফিলিস্তানি গ'ণহ'ত্যা'র প্রতিবাদে বগুড়া জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল এসে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

20/03/2025

জাতীয় পার্টির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর স’ন্ত্রা’সী হা'ম'লা

জাতীয় পার্টির ইফতার মাহফিলে একদল স’ন্ত্রা’সী সাংবাদিকদের ওপর হা'ম'লা চালিয়েছে। এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার হাসান আল সাকিব,এশিয়ান টিভির শরিফুল ইসলাম সহ সাংবাদিকদের উপর হামলা চালায়।

এব্যাপারে এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার হাসান আল সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, মিরপুরের কচুক্ষেতে জাপা চেয়ারম্যানের একটি প্রোগ্রাম ছিল।বিকেল ৫ টায় মেইনস্ট্রিমের বেশ কয়েকজন সংবাদকর্মী সেখান যাই। কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজন ছেলে এসে প্রোগ্রামে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি খারাপ দেখে আমরা বেশকয়েক সাংবাদিক প্রোগ্রাম স্থান থেকে বের হয়ে যেতে আমার সামনে একটি টেলিভিশনের ভিডিও রিপোর্টারকে মারতে থাকে।এক পর্যায়ে ক্যামেরাটা ভেঙে ফেলে।তাঁর পিছনেই ছিলাম আমি। হাতে মাইক্রোফোন দেখে একটি ছেলে সিঁড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে এসে বাকি উপস্থিত লোকদের বলে এরা আমাদের ভিডিও করতে আসছে বলেই মারা শুরু করে। এরপর আরেকজন এসে পকেট থেকে মোবাইল আর মানিব্যাগ বের করে নেয়।

19/03/2025

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও নেতারা মিলে দোকানে আ'গু'ন ভা'ঙ'চু'র ও সাংবাদিকের উপর হা'ম'লা। ঘটনাস্থলে সদর থানা ও স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির কোন পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। ঘটনার স্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন। অনেক দেরিতে হইলেও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া বাসির দাবি পুলিশের দুর্বলতার কারণে গতকাল থেকে এই ছোট একটা ঘটনা এতো বড় রূপ নিয়েছে।

19/03/2025

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে মা'র'পি'টের প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ। দোকানে আগুন ভা'ঙ'চুর ও সাংবাদিকের উপর হা'ম'লা।

18/03/2025

বগুড়া চারমাথা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে মারধর। Bogra Post

আজ মঙ্গলবার ১৮ মার্চ বগুড়া চারমাথা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে উত্তম মাধ্যম দিয়েছে।

18/03/2025

বগুড়ায় ৪ বছরের শিশুকে বলাৎকার, ১৫ বছরের কিশোর সজিবকে গ্রেফতার।

বগুড়ায় আরিয়ান নামে ৪ বছরের এক শিশুকে বলাৎকার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে এক কিশোর তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলাৎকার করে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির মা জানান, বগুড়া শহরের ফুলবাড়ি আমতলা এলাকায় তার শিশুপুত্র আরিয়ান খেলছিল। প্রতিবেশি সজিব (১৫) তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর সে বাথরুমে তাকে বলাৎকার করে। এরপর আরিয়ান নিজ বাড়িতে এসে তাকে বিষয়টি জানায় এবং তার নিতম্বে ব্যথা হচ্ছে বলে উল্লেখ করে। এরপর আরিয়ানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আরিয়ান হাসপাতালের বেডে ভয়ে মাঝেমধ্যে আঁতকে উঠছে বলে তার মা জানিয়েছেন।

এ ব্যাপারে সদর থানার ওসি এসএম মইনুদ্দীন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়নি এখনও। তবে এ ঘটনায় জড়িত ১৫ বছরের কিশোর সজিবকে আটক করা হয়েছে।

15/03/2025

রাজশাহী নিউ মার্কেটে আগুন | Bogra Post

12/03/2025

বগুড়ায় ১ টাকায় ইফতার বিতরণ করলেন হিরো আলম।

12/03/2025

প্রেমের টানে ভেগে যাচ্ছিল, পুলিশে ধরায় পরিচয় দিছে খালাতো ভাইবোন।

- চেহারা দৃশ্যমান রাখায় দুঃখিত

09/03/2025

নওগাঁয় গাঁজা সেবনের অভিযোগে শিক্ষার্থীদের হাতে ধরা ৩ পুলিশ সদস্য | Naogaon | W**d | Bogra Post

09/03/2025

বগুড়ায় সড়ক দু-র্ঘ-ট-নায় স্বামী স্ত্রী সহ ২ জন নি-হ-ত স্বজনদের আহাজারি

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রে প্তা র ৩বগুড়া সদরের বারপুর ফ্লাইওভারের নিচে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রে প্তা র ...
08/03/2025

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রে প্তা র ৩

বগুড়া সদরের বারপুর ফ্লাইওভারের নিচে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রে প্তা র করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোররাতে উপশহর পুলিশ ফাঁড়ির অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), ২. মো. আরিফ (৩০), মো. রাজিব খান (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সোহাগ ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

Address

Sathmatha
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogra Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category