মর্ডান ডিভাইস কসমেটিক খৎনা সেন্টার, বগুড়া

  • Home
  • Bangladesh
  • Bogura
  • মর্ডান ডিভাইস কসমেটিক খৎনা সেন্টার, বগুড়া

মর্ডান ডিভাইস কসমেটিক খৎনা সেন্টার, বগুড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মর্ডান ডিভাইস কসমেটিক খৎনা সেন্টার, বগুড়া, Bogura.

বিএমডিসি রেজিস্টার্ড ডিভাইস খাতনায় বিশেষ অভিজ্ঞ এম.বি.বি.এস ডাক্তার নিয়মিত ডিভাইস খাতনা করছেন আপনার শহর বগুড়ায়।
খাতনার জন্য ১ দিন আগে ফোন করে অথবা মেসেজ করে সিরিয়াল নিবেন।
ঠিকানা
পিটিআই মোড় হতে পূর্বদিকে
জব্বার ক্লাব সংলগ্ন,বগুড়া।
মোবাইল: 01968218561

26/09/2025

আজকের আধুনিক প্রযুক্তি খাতনাকে করেছে এতটাই সহজ, আরামদায়ক আর নির্ভরযোগ্য যে ছোট্ট বাবুরা বুঝতেই পারে না কখন হয়ে গেল তাদের মুসলমানি (সূন্নাত)।

আমাদের সেন্টারে শিশুকে বলা হয়— “পরিষ্কার করে ছোট্ট একটা খেলনা লাগিয়ে দেওয়া হবে” 🎈। ফলে ভয়-ভীতি উড়ে গিয়ে জায়গা নেয় আনন্দ আর উৎসাহ।

প্রচলিত পদ্ধতিতে যেখানে ৩-৪ জন মিলে ধরে খাতনা করাতে হয়, সেখানে শিশুরা অল্প বয়সেই মানসিক ট্রমার শিকার হয়, যা ভবিষ্যতে তাদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। ❌

👉 সচেতন অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হলো সন্তানকে একটি আরামদায়ক, শিশুবান্ধব ও নিরাপদ পরিবেশে খাতনা করানো।

✅ নিরাপদ ✅ মানসিক চাপমুক্ত ✅ আধুনিক ও কসমেটিক ফিনিশিং

🌿 আপনার আদরের সন্তানের জন্য বেছে নিন নিরাপদ আধুনিক ডিভাইস কসমেটিক খাতনা।

23/09/2025

সন্তানসন্ততি হলো পিতামাতার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ। তাই অল্প বয়সেই কোচিং সেন্টার গুলোতে অসুস্থ প্রতিযোগিতায় না পাঠিয়ে, কুরআন হাদীস শিক্ষায় শিক্ষিত করে তুলুন।
"অজগর ঐ আসছে তেরে" এইসব যদি শিক্ষার শুরু হয়, পাশাপাশি কোচিং এ নাম্বার তোলার অসুস্থ প্রতিযোগিতা করতে হয়,সেইসব সন্তান বড় হয়ে বিপথগামী হওয়ার সম্ভবনা অনেক বেশি।

অপরদিকে ছেলে শিশুদের জীবনে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো সুন্নাতে খাতনা। ভয়,ভীতি আর জোড়াজুড়ি মাধ্যমে করালে ছোটবেলাতেই একটা মানুসিক ট্রমা তৈরি হয়।সচেতন অভিভাবক হিসেবে প্রত্যেক অভিভাবকের উচিত,ভয় ভীতি বিহীন নিরাপদ খৎনা নিশ্চিত করা।

এই ভাইটি যেমন সন্তানকে ইসলামি শিক্ষায় আলোকিত করার চেষ্টা করছেন তেমনি আমাদের সেন্টারে এসে আধুনিক পদ্ধতিতে নিরাপদ খাতনাও নিশ্চিত করেছেন।

দোয়াকরি এই ছোট্র সোনামনি বড় হয়ে বাবা-মার স্বপ্ন পুরুনের পাশাপাশি দেশের ও দশের কল্যাণ করতে পারে।

22/09/2025

আধুনিক ও নিরাপদ পদ্ধতির খতনা মানেই ডিভাইস কসমেটিক খাতনা। সচেতন অবিভাবক হিসাবে উচিত মেডিকেল জ্ঞান সম্পূর্ণ এক্সপার্ট দিয়েই করানো।

✅অজ্ঞান করা হয় না
✅সম্পূর্ণ ব্যথামুক্ত ও রক্তপাতহীন পদ্ধতি
✅সেলাই ব্যান্ডেজ লাগে না
✅কাটা স্থান দ্রুত শুকিয়ে যায়
✅সাথে সাথেই প্যান্ট পড়ে বাসায় যেতে পারে
✅বিশ্রামের প্রয়োজন নেই
✅ইসলামী শরীয়াত সম্মত।

22/09/2025

সুনামধন্য দন্তচিকিৎসক (ডেন্টিস্ট) সোনাতলা থেকে এসে আমাদের সেন্টার থেকে বর্তমান সময়ের সবচেয়ে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে খাতনা করিয়ে নিয়েছেন।

সচেতন অবিভাবক হিসাবে প্রত্যেক বাবা-মার উচিৎ ঝুঁকিমুক্ত ও নিরাপদ পদ্ধতি ই বেছে নেওয়া।

✅সেলাই ব্যান্ডেজ লাগে না
✅সম্পূর্ণ ব্যাথামুক্ত ও রক্তপাতহীন পদ্ধতি
✅সাথে সাথেই প্যান্ট পড়ে বাসায় যেতে পারে
✅ইসলামি শরীয়ত সম্মত।

বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন 01968-218561

21/09/2025

👉সিরাজগঞ্জ থেকে এসে, আমাদের সেন্টারে বাবুর নিরাপদ ডিভাইস খাতনা করিয়ে নিয়েছেন একজন সচেতন অবিভাবক।

আমাদের সেন্টার বগুড়াবাসীদের জন্য অনেক বড় পাওয়া।
আধুনিক পদ্ধতিতে খাতনা করানোর জন্য বগুড়ার বাইরে ঢাকা অথবা অন্য কোন শহরে যেতে হচ্ছে না।

বিএমডিসি স্বীকৃত "এম বি বি এস" ডাক্তার নিয়মিত খাতনা করছেন আমাদের সেন্টারে।

বাবুর সারা জীবনের খতনা একবারই করতে হয়, তাই মেডিকেল জ্ঞান সম্পন্ন এক্সপার্ট কাউকে দিয়েই করানো উচিত।

✅অজ্ঞান করা হয় না।
✅ব্যাথামুক্ত ও নিরাপদ
✅সেলাই ব্যান্ডেজ লাগে না
✅খাতনার পরেই প্যান্ট পড়ে বাসায় যেতে পারে
✅প্রতিদিন গোসল করতে পারে
✅খেলাধুলা করতে পারে
✅দ্রুত কাটাস্থান শুকিয়ে যায়
✅শতভাগ নিরাপদ ও ইসলামী শরীয়ত সম্মত।

আপনার বাবুর খাতনা নিয়ে যদি দুশ্চিন্তায় থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন।

#খাতনায়আধুনিক #প্রসাবেরইনফেকশন #ডিভাইসকসমেটিক #খাতনা #আধুনিক

20/09/2025

ডিভাইস কসমেটিক খাতনা মানেই নিরাপদ ও আধুনিক শরীয়ত সম্মত খাতনা।

আপনার আদরের সোনামণির নিরাপদ খাতনা নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের সেন্টার।
সারাজীবন এ খাতনা একবার ই করতে হয়।তাই সচেতন অবিভাবক হিসাবে মেডিকেল জ্ঞান বিহীন কাওকে দিয়ে না করিয়ে মেডিকেল জ্ঞান সম্পূর্ণ এক্সপার্ট কাওকে দিয়েই করানো উচিত।

বিস্তারিত তথ্যের জন্য 01968-218561

অনেক অবিভাবক ই বলেন তাদের বাবুর ভিডিও পোস্ট করা হয় না কেন। আমাদের অনেক অনেক ভিডিও জমা হয়ে গেছে । ধারাবাহিক ভাবেই পোস্ট করা হবে ইনশাআল্লাহ।

#ডিভাইসকসমেটিক
#আধুনিক



#প্রসাবেরইনফেকশন
#খাতনা
#খাতনায়আধুনিক

13/09/2025

✅আদরের সোনামনির খাতনা হোক নিরাপদে ও অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের হাতে।

যেখানে-সেখানে খাতনা করিয়ে বাবুকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।
👉 নিয়ে আসুন আমাদের বিশেষায়িত খাতনা সেন্টারে।

🔹 এখানে কোনো প্রকার অজ্ঞান ছাড়াই, কেবল স্প্রে দিয়ে অবশ করে করা হয় ।
🔹 ব্যথামুক্ত, রক্তপাতহীন ও নিরাপদ খাতনা করা হয় অভিজ্ঞ MBBS ডাক্তার দ্বারা।

আমাদের সেন্টারে রয়েছে খাতনার আধুনিক সব পদ্ধতি:
🛑 ডিভাইস খাতনা
🛑 লেজার খাতনা
🛑 স্ট্যাপলার খাতনা

যা শতভাগ নিরাপদ, বাবুদের জন্য আরামদায়ক ও ইসলামী শরীয়ত সম্মত।

আমাদের এটি কোনো ক্লিনিক নয়, বরং শিশু খাতনার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানকার পরিবেশ সম্পূর্ণ শিশুবান্ধব।

👨‍👩‍👦 আপনার সোনামনির খাতনার সময় আপনি ও আত্মীয়-স্বজন উপস্থিত থাকতে পারবেন। এতে আপনার বাবু ভয় পাবে না ইনশাআল্লাহ।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
মর্ডান ডিভাইস কসমেটিক খৎনা সেন্টার, বগুড়া
পিটিআই মোড় হতে পূর্বদিকে, জব্বার ক্লাব সংলগ্ন, রয়েল ডেন্টাল কেয়ারের পার্শ্বে,বক্সিবাজার রোড,বগুড়া।
অ্যাপয়েন্টমেন্ট :
প্রতিদিন বিকেল ৪.০০ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত
মোবাইল: 01968-218561 (Call/Whatsapp)

03/09/2025

খাতনা শেষ করেই মোটরসাইকেল এ বাসায় যাওয়া। ডিভাইস কসমেটিক খতনায়, খাতনা শেষে বাবুরা এতটা স্বাভাবিক থাকে যে, দেখে মনেই হয় না তার খতনা হয়েছে ।

✅অজ্ঞান করা হয় না
✅সম্পূর্ণ ব্যাথা মুক্ত রক্তপাতহীন
✅সেলাই ব্যান্ডেজ লাগেনা
✅সাথে সাথে প্যান্ট পড়ে বাসায় যেতে পারে
✅শতভাগ নিরাপদ ও ইসলামী শরীয়ত সম্মত

অরিজিনাল তুরস্কের ডিভাইস দিয়ে কসমেটিক খতনার পাশাপাশি আমাদের সেন্টারে লেজার খতনার কার্যক্রম চলমান রয়েছে।

01/09/2025

ডিভাইস খৎনা মানেই অভিভাবকের সন্তুষ্টি।
আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন সেন্টারে এই পদ্ধতিতে খতনা চলছে।

ডিভাইস খতনার পাশাপাশি, লেজার খতনাও আমাদের সেন্টারে চালু আছে।
লেজার খতনার সবচেয়ে বড় সুবিধা হল সাথে সাথেই চামড়া জোড়া লেগে সুন্দর আউটপুট চলে আসে। ফাইনাল আউটপুটের জন্য অপেক্ষা করতে হয় না।

31/08/2025

আধুনিক কসমেটিক ডিভাইস মুসলমানির সুবিধাসমূহ:

🟢 ১. সেলাই লাগে না:
পুরানো পদ্ধতিতে মুসলমানি করলে অনেক সময় সেলাই লাগত, কিন্তু কসমেটিক ডিভাইসে এটি প্রয়োজন হয় না।

🟢 ২. ব্যান্ডেজের ঝামেলা নেই:
মুসলমানির পর ব্যান্ডেজ বা অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না।

🟢 ৩. রক্তপাত নেই বললেই চলে:
এই পদ্ধতিতে রক্তপাত খুবই কম হয়, প্রায় নেই বললেই চলে।

🟢 ৪. ব্যথা অনেক কম:
লোকাল অ্যানেসথেশিয়া বা বিশেষ ক্রিম ব্যবহারে ব্যথা অনুভূতি অনেকটাই কমে যায়।

🟢 ৫. দ্রুত সেরে ওঠে:
অল্প সময়ের মধ্যেই মধ্যেই শিশুটি স্বাভাবিক চলাফেরা করতে পারে, দীর্ঘ বিশ্রামের প্রয়োজন পড়ে না।

🟢 ৬. ইনফেকশনের ঝুঁকি কম:
ডিভাইসটি স্টেরাইল এবং নিরাপদ, তাই ইনফেকশনের সম্ভাবনাও অনেক কম।

🟢 ৭. সুন্দর ও কসমেটিক ফলাফল:
শিশুর যৌনাঙ্গ দেখতে সুগঠিত ও পরিপাটি হয়।

🟢 ৮. আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি:
বিশ্বব্যাপী স্বীকৃত এই পদ্ধতি এখন অধিকাংশ উন্নত দেশে ব্যবহৃত হচ্ছে।

🟢 ৯. দ্রুত প্রক্রিয়া:
মাত্র ৫-১০মিনিটেই প্রক্রিয়া সম্পন্ন হয়।

🔹 উপসংহার:
আধুনিক কসমেটিক ডিভাইস মুসলমানি পদ্ধতি এখন সবচেয়ে নিরাপদ, ব্যথাহীন এবং দ্রুত আরোগ্যপ্রাপ্তির একটি আধুনিক উপায়। অভিভাবকদের জন্য এটি একটি আশ্বাসবাণী।
01968-218561 ☎️

31/08/2025

ডিভাইস কসমেটিক খাতনা মানেই অবিভাবকের সন্তুষ্টি।
বর্তমান সময়ের সবচেয়ে নিরাপদ আধুনিক ও ইসলামী শরীয়ত সম্মত খতনা মানেই ডিভাইস কসমেটিক খতনা।

25/08/2025

প্রতিটি শিশু থাকুক হাসিখুশি আর নিরাপদ।
ডিভাইস কসমেটিক মুসলমানি এমন পদ্ধতি,যেখানে মুসলমানি হওয়ার পরেও বাবুরা বুঝতে পারে না, যতক্ষন না তাদের বলা হয়। এতে বাবুদের কোন মানুসিক ট্রমা থাকে না,। বাবুরা থাকে হাসিখুশি, যেমনটা খাতনার আগে ছিল।

Address

Bogura

Telephone

+8801742164832

Website

Alerts

Be the first to know and let us send you an email when মর্ডান ডিভাইস কসমেটিক খৎনা সেন্টার, বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মর্ডান ডিভাইস কসমেটিক খৎনা সেন্টার, বগুড়া:

Share