অনলাইন টিভি

অনলাইন টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অনলাইন টিভি, Digital creator, Bogura Sherpur, Bogura.

সবাইকে সাথে নিয়ে ফেসবুকে একসাথে এগিয়ে যেতে চাই

ভিডিও পোস্ট করার সময়সূচী

রিলস্= সকাল ৯ টা
ভিডিও = সকাল ১২ টা
রিলস্= দুপুর ৩ টা
ভিডিও = সন্ধ্যা ৬ টা
রিলস্= রাত ১০ টা

লাইভ প্রতি শনিবার রাত ১০ টা

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুজন আহমেদ (৩০) ...
28/08/2025

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুজন আহমেদ (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ‌দুপুরের দিকে চিকাশী ইউনিয়নের জোড়শিমুল জামতলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন সারিয়াকান্দি উপজেলার ইছামারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন আহমেদ মোবাইল অপারেটর বাংলালিংকের সিম বিক্রেতা। সকালে মোটরসাইকেলে করে তিনি ধুনট শহরে আসছিলেন। চিকাশী ইউনিয়নের জোড়শিমুল এলাকার জামতলা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যান।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

লাগেজের পাশে ম্যাচিং করা পোশাকে যিনি মরে পড়ে আছেন তিনি একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার। আর কয়েক কিলোমিটার সামনেই সেই স্...
27/08/2025

লাগেজের পাশে ম্যাচিং করা পোশাকে যিনি মরে পড়ে আছেন তিনি একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার। আর কয়েক কিলোমিটার সামনেই সেই স্বপ্নের ককসবাজার।

যাওয়া হলো না। সাথে মৃত্যু হলো একমাত্র মেয়ের। স্ত্রী আইসিইউতে লড়ছে।

দোষ কার? মারসা গাড়ির? নিজের ড্রাইভের? নাকি নসিবের? নাকি সরকারের?

নাকি রাস্তার? যে রাস্তায় গাড়ি আসা যাওয়া করে ৬৩ জেলা থেকে, যে রাস্তায় পরিবহন হয় দেশের ৯০% উৎপাদিত লবণ। যে রাস্তার ট্রাফিক লোড ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চেয়ে কোন অংশে কম না।

আর কত মৃত্যুর মিছিল যোগ হলে ইমেডিয়েটলি এই সড়ককে আধুনিক, যুগোপযোগী ৬ লেনের রাস্তা বানানো হবে?

~ Imrul ভাই

স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের ইমাম ও জামায়াত কর্মী আটক।সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী...
27/08/2025

স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের ইমাম ও জামায়াত কর্মী আটক।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। তিনি মহড়া জামে মসজিদের ইমাম এবং স্থানীয় জামায়াত নেতা। উক্ত কিশোরী এই ইমামের কাছে কুরআন শিখতে যেতো এবং সেখান থেকেই তাদের সম্পর্কের গভীরতার সূত্রপাত হয়।


#জামায়াত

দুই ভাইয়ের দুই স্ত্রী। দুই ছেলেকে নিয়ে এক সাথে কট খাইছে ৭নং রামজীবন ইউনিয়ন ২নং ওয়ার্ড  পশ্চিম রামজীবন ভাটিয়া পাড়া
27/08/2025

দুই ভাইয়ের দুই স্ত্রী। দুই ছেলেকে নিয়ে এক সাথে কট খাইছে ৭নং রামজীবন ইউনিয়ন ২নং ওয়ার্ড পশ্চিম রামজীবন ভাটিয়া পাড়া

নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার পুটিয়া ইউনিয়নের কাঁঠ...
27/08/2025

নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার পুটিয়া ইউনিয়নের কাঁঠাল তলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুই শিশু হলো- মুনসেফেরচর ( কাঁঠাল তলা) গ্রামের শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩ বছর) ও সোহেল মিয়ার ছেলে মায়ামনি (৩ বছর)। তাদের বাড়ি পাশাপাশি। এ ঘটনায় দুই পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

শেরপুর মহিলা কলেজে নতুন অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কর্মস্থল ত্যাগ না করেই যোগদান!           #অন্বেষণ
27/08/2025

শেরপুর মহিলা কলেজে নতুন অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কর্মস্থল ত্যাগ না করেই যোগদান!

#অন্বেষণ

এই শহরে যার-যা ইচ্ছা, তা করে পার পেয়ে যাচ্ছে !  বগুড়ায় অপহরণকৃত সোহেল উদ্ধার : গুরুতর আহতআজ বুধবার (২৭ আগস্ট) বগুড়া শ...
27/08/2025

এই শহরে যার-যা ইচ্ছা, তা করে পার পেয়ে যাচ্ছে !

বগুড়ায় অপহরণকৃত সোহেল উদ্ধার : গুরুতর আহত

আজ বুধবার (২৭ আগস্ট) বগুড়া শহরের জয়পুর পাড়া নবুর গ্যারেজের সামনে থেকে মোঃ সোহেল (৪০) কে, জোরপূর্বক অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ব্যক্তি তুলে নিয়ে গিয়ে মারপিট করে গুরুতর আহত করে।
অপহরণকৃত ব্যক্তি হলেন, জয়পুর পশ্চিমপাড়ার মজিবর শেখের পুত্র মো: সোহেলকে তুলে নিয়ে গিয়ে নদীর পাড়ে মাচার সঙ্গে বেঁধে দেশীয় অস্ত্র প্লাস ও রড দিয়ে শরীরের বিভিন্ন আঘাত করে গুরুতর আহত করেছে।
পরে আহত সোহেলের পরিবারের লোকজন ঘটনাটি জানার পর ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়ার রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

বগুড়া শাজাহানপুরে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে পুড়ে ২টি গরুসহ ৪ লক্ষ টাকার ক্ষতি বগুড়া শাজাহানপুর উপজেলার প...
26/08/2025

বগুড়া শাজাহানপুরে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে পুড়ে ২টি গরুসহ ৪ লক্ষ টাকার ক্ষতি

বগুড়া শাজাহানপুর উপজেলার পারতেখুর কুষাগাড়ী গ্রামের মোঃ আঃ জব্বার ঘুটু (৪৫) পিতা মৃত জয়নাল আবেদীন জায়দারের বাড়ীর গোয়াল ঘরে আগুন লাগে।
মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে মোঃ আঃ জব্বার ঘুটুর গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে গোয়ালে ২ টি গরু আগুনে পুড়ে মারা যায় ও গোয়াল ঘরে রাখা জিনিস পত্র আগুনে পুড়িয়া প্রায় অনুমানিক (চার লক্ষ) টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

😥😥 #ইন্না_লিল্লাহি_ওয়াইন্না_ইলাহি_রাজিউন।😥😥 বানসা বড় মুন্সী বাড়ি নিবাসী Mosiyour Rahman Rashed ভাইয়ের মেয়ে পানিতে পড়ে ইন...
26/08/2025

😥😥 #ইন্না_লিল্লাহি_ওয়াইন্না_ইলাহি_রাজিউন।😥😥
বানসা বড় মুন্সী বাড়ি নিবাসী Mosiyour Rahman Rashed ভাইয়ের মেয়ে পানিতে পড়ে ইন্তেকাল করেছেন।
একই সময়ে একই পুকুরে আরেক শিশু ঘাটে পড়ে মারাত্ক ভাবে হয়ে এখন হসপিটাল ভর্তি আছে।
゚ ゚

আহ্, কি ওবাস্তা।পার্বতীপুর হলদীবা*ড়ী ইয়ার্ড সংলগ্ন এবং হ্যাচারী  মোড়ের বাইপাস সড়কের পাশের ডোবায় এক মহি*লার মৃত দেহ পাওয়া...
26/08/2025

আহ্, কি ওবাস্তা।পার্বতীপুর হলদীবা*ড়ী ইয়ার্ড সংলগ্ন এবং হ্যাচারী মোড়ের বাইপাস সড়কের পাশের ডোবায় এক মহি*লার মৃত দেহ পাওয়া গেছে। তাঁর সঠিক পরিচয় এখনও জানা যায়নি। ধারনা করা* হচ্ছে কে বা কারা তাঁকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে ।
সামাজিক সাহায্যে চাই।সবাই শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করে, সঠিক তও্ব পাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক দুষি ব্যাক্তিদের বিচারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটকসিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্ক...
26/08/2025

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমাম। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ইকো পার্কে স্থানীয়রা তাদের আটক করে।

দেলোয়ার হোসেন উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের বাসিন্দা ও মহড়া জামে মসজিদের ইমাম। তিনি ওই মসজিদের মক্তবে কুরআন শিক্ষা দিতেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রীটি তার কাছে কুরআন পড়ত। এ সুযোগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন স্কুলে যাওয়ার কথা বলে মেয়েটি দেলোয়ারের সঙ্গে বের হয় এবং ইকো পার্কে ধরা পড়ে। পরে দুজনকে স্থানীয় বাজারে নিয়ে শালিসে মীমাংসা করা হয়।

স্থানীয় নেতা কাওসার মাহমুদ বলেন, “ঘটনা জানাজানি হলে উভয় পক্ষের লোকজন আসেন। শালিস বৈঠকে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।”

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, “এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

⚫ ব্রেকিং নিউজ>>>চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চকরিয়া এটিএন পার্কের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী এর নিচে মোটরসাইকেল চাপা পড়...
26/08/2025

⚫ ব্রেকিং নিউজ>>>
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চকরিয়া এটিএন পার্কের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী এর নিচে মোটরসাইকেল চাপা পড়ে দুজন গুরুতর আহত হয়েছে "প্রাণহানির ঘটনা ঘটেনি #এক্সিডেন্ট

Address

Bogura Sherpur
Bogura
5840

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share