অনলাইন টিভি

অনলাইন টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অনলাইন টিভি, Digital creator, Bogura Sherpur, Bogura.

সবাইকে সাথে নিয়ে ফেসবুকে একসাথে এগিয়ে যেতে চাই

ভিডিও পোস্ট করার সময়সূচী

রিলস্= সকাল ৯ টা
ভিডিও = সকাল ১২ টা
রিলস্= দুপুর ৩ টা
ভিডিও = সন্ধ্যা ৬ টা
রিলস্= রাত ১০ টা

লাইভ প্রতি শনিবার রাত ১০ টা

বগুড়া জেলার ধনুট থানার মথুরাপুর গ্রামের  জাহিদুল ইসলাম একজন পরিশ্রমী পেশাদার ভ্যানচালক, মাঝে মাঝে ঠান্ডা পানিও বিক্রি ক...
31/07/2025

বগুড়া জেলার ধনুট থানার মথুরাপুর গ্রামের জাহিদুল ইসলাম একজন পরিশ্রমী পেশাদার ভ্যানচালক, মাঝে মাঝে ঠান্ডা পানিও বিক্রি করতেন।

আজ হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চলে গেলেন।

আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দান করুন, "আমিন"🤲🥲

হারানো বিজ্ঞপ্তি মঙ্গলবার , ২৯-০৭-২০২৫ ইং তারিখ দুপুর ২ টার দিকে নিজ বাড়ি থেকে হারিয়ে গেছে।নাম: মোঃ মিহান পিতা: গোলাম ...
31/07/2025

হারানো বিজ্ঞপ্তি
মঙ্গলবার , ২৯-০৭-২০২৫ ইং তারিখ দুপুর ২ টার দিকে নিজ বাড়ি থেকে হারিয়ে গেছে।
নাম: মোঃ মিহান
পিতা: গোলাম নবী নুর
বয়স: ১১ বছর
ঠিকানা: গ্রাম- ভীমজানী, পোস্ট অফিস- খানপুর,
থানা- শেরপুর, জেলা- বগুড়া।
কেউ সন্ধান পেলে নিচের মোবাইলে যোগাযোগ করুন।
01607632585

বগুড়া পৌর সপ্তপদী মার্কেট এলাকায় আতঙ্ক। ছাদ ধসে পথচারী আহত বগুড়া শহরের প্রাণকেন্দ্র পৌর সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে এক...
31/07/2025

বগুড়া পৌর সপ্তপদী মার্কেট এলাকায় আতঙ্ক। ছাদ ধসে পথচারী আহত

বগুড়া শহরের প্রাণকেন্দ্র পৌর সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে একটি বিল্ডিংয়ের বর্ধিত অংশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে ২ জন পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের কিছু অংশ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ হঠাৎ করে সেটি ধসে পড়ে নিচ দিয়ে হাঁটা দুই পথচারীর ওপর। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভবনের মালিকপক্ষ বা পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এই অবকাঠামো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ মানুষ।
নিরাপত্তা না থাকলে বিপদ আসবেই — দ্রুত ব্যবস্থা নিন!

আজ সকালের দিকে,কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের হালসা খেঁজুরতলা এলাকার কাঁঠাল বাগান নামক স্থানে জি,কে খালে একটি অজ্ঞাত ব্যক্...
31/07/2025

আজ সকালের দিকে,কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের হালসা খেঁজুরতলা এলাকার কাঁঠাল বাগান নামক স্থানে জি,কে খালে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ দেখা গেছে। #ভাইরালভিডিওシ

শাজাহানপুরে চাঁ'দা না পেয়ে ব্যবসায়ীকে মা'রধ'রের অ'ভিযোগ!শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শাজাহানপুরে চাঁ'দা না পেয়ে...
31/07/2025

শাজাহানপুরে চাঁ'দা না পেয়ে ব্যবসায়ীকে মা'রধ'রের অ'ভিযোগ!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে চাঁ'দা না পেয়ে মুহাম্মদ আলী (৩৮) নামে এক মুরগী ব্যবসায়ীকে মা'রধ'রের ঘটনায় শাজাহানপুর থানা এবং বগুড়া র‌্যাব-১২ তে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছোট ভাই মুহম্মদ লিটন ।
ঘটনাটি ঘটেছে গতকাল ৩০-০৭-২৫ইং শাজাহানপুর উপজেলার অন্তর্গত ১৩ নাম্বার ওয়ার্ড ফুলতলা কাঁচা বাজারে। বর্তমানে মুহম্মদ আলী চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
অ'ভিযোগ সুত্রে জানা যায়,ব্যবসায়ী মোহাম্মদ আলী ফুলতলা কাঁচা বাজার একটি মুরগির দোকান রয়েছে।মুরগির দোকানকে কেন্দ্র করে প্রায়ই বিবাদীগণ দোকান থেকে ৫ লক্ষ টাকা চাঁ'দা দাবি করতো এবং প্রায়ই তারা হু'মকি ধা'মকি দিত।গতকাল দুপুর ২:৩০ ঘটিকায় সময় মোহাম্মদ আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদী১.রিমন (২৭) পিতা তোফাজ্জল হোসেন ২.রমজান পিতা: শুকুর আলী, ৩.পারভেজ পিতা: অজ্ঞাত,সকলের বাড়ি কৈগাড়ী খোকাপর্ট্রি ১৩ নং ওয়ার্ড, ক্ষি'প্ত হয়ে হ'ত্যার উদ্দ্যেশে দেশীয় অস্ত্র বার্মিজ চা'কু, কোদাল ও লাঠি দিয়ে মুহাম্মদ আলীকে আ'ঘাত করতে করতে বাদীকে মাটিতে ফেলে দেন এবং দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লক্ষ টাকা ছি'নিয়ে নেয়।পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা মুহম্মদ আলীকে বলেন; "টাকা যদি না দিস তাহলে তোকে এবার শেষ করে দেব" এভাবে বিভিন্ন ভ'য়-ভী'তি ও হ'ত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এ ঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#সংবাদ #মারধর

31/07/2025

পেচীবারি মাছের হাট

পাবনায় মুখে গামছা বেঁধে স্কুল ছাত্রীকে ধ-র্ষ-ণের ঘটনায় ধ-র্ষ-ক গ্রেফতার(নিউজ লিংক কমেন্টে)
31/07/2025

পাবনায় মুখে গামছা বেঁধে স্কুল ছাত্রীকে ধ-র্ষ-ণের ঘটনায় ধ-র্ষ-ক গ্রেফতার

(নিউজ লিংক কমেন্টে)

ট্রাক চালক গ্রে*প্তা*র। একই পরিবারের সাতজন নি*হ #ত হওয়ার ঘটনায়।সেই ঘাতক ট্রাক চালক গ্রে*প্তা*র।
31/07/2025

ট্রাক চালক গ্রে*প্তা*র।
একই পরিবারের সাতজন নি*হ #ত হওয়ার ঘটনায়।সেই ঘাতক ট্রাক চালক গ্রে*প্তা*র।

আহা, এরই নাম জীবন 😭😭😭আজকে দুপুর ২ টার সময়ের ঘটনা ঘটনাস্থল সান্তাহার জংশন রেলগেটে। ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সান্তাহার জং...
31/07/2025

আহা, এরই নাম জীবন 😭😭😭

আজকে দুপুর ২ টার সময়ের ঘটনা

ঘটনাস্থল সান্তাহার জংশন রেলগেটে।

ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সান্তাহার জংশনে প্রবেশের ঠিক আগ মূর্হুতে রেলগেট অতিক্রম করার সময়ে এক মোটরসাইকেল আরোহী ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হোন।

আসুন আমরা সকলেই রেলগেট তথা রেললাইনের আশে পাশে চলাচলের সময়ে নিজ নিজ দ্বায়িত্ব থেকে সাবধানতা অবলম্বন করি।

মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

আমরা অতি দুঃখের সহিত জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় আলোচিত কখনো সমালোচিত সাফায়েতুল ইসলাম সেপু "ওরফে সেফুদা" দুনিয়ার মায়া...
31/07/2025

আমরা অতি দুঃখের সহিত জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় আলোচিত কখনো সমালোচিত সাফায়েতুল ইসলাম সেপু "ওরফে সেফুদা" দুনিয়ার মায়া ত্যাগ করলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
"নিউজ কালেকশন সোশ্যাল মিডিয়া"

বিখ্যাত সেফুদা আর নেই:
কিছুক্ষণ আগে অস্ট্রিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান দুর্ঘটনা শোক প্রকাশ করতে লাইভে এসে পরপরই তিনি বুকে ব্যথা অনুভব করেন
(যা তিনি লাইভে বার বার বলতেছিলেন)

তাৎক্ষণিক উনাকে হাসপাতালে ভর্তি করা হয় -
কিন্তু ভাগ্য আর সঙ্গ দেয়নি।
মাত্র ২ দিন পর চিরবিদায় নিলেন আমাদের সবার প্রিয় সেফুদা।

আল্লাহ তার সকল গুনাহ মাফ করুক দিক আর উনাকে জান্নাত দান করুন! 😔🤲

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নেতার বর্তমান অবস্থা 🥲
31/07/2025

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নেতার বর্তমান অবস্থা 🥲

আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ — হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিআন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ব...
31/07/2025

আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ — হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া-এর প্রবীণ সদস্য ও সাবগ্রাম শাখার দীর্ঘদিনের সভাপতি, সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস দাদার উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই কাপুরুষোচিত হামলা শুধু একজন ব্যক্তির উপর নয় — এটি একটি সংগঠন, একটি মতাদর্শ, এবং একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থার উপর আঘাত।

আমরা আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

প্রতিবাদকারী:
মোঃ শাহ জামাল হোসেন জামাল
কার্যকরী সদস্য, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বগুড়া

Address

Bogura Sherpur
Bogura
5840

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share