অনলাইন টিভি

অনলাইন টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অনলাইন টিভি, Digital creator, Bogura Sherpur, Bogura.

সবাইকে সাথে নিয়ে ফেসবুকে একসাথে এগিয়ে যেতে চাই

ভিডিও পোস্ট করার সময়সূচী

রিলস্= সকাল ৯ টা
ভিডিও = সকাল ১২ টা
রিলস্= দুপুর ৩ টা
ভিডিও = সন্ধ্যা ৬ টা
রিলস্= রাত ১০ টা

লাইভ প্রতি শনিবার রাত ১০ টা

প/র/কী/য়া প্রে,মি,কা,র জন্য নিজের সং,সা,র ছাড়লো অবশেষে প/র/কী/য়া প্রে,মি,ক তাকে গ্রহণ করল আমি ভাবতেছি যদি তাকে গ্রহণ ...
23/09/2025

প/র/কী/য়া প্রে,মি,কা,র জন্য নিজের সং,সা,র ছাড়লো
অবশেষে প/র/কী/য়া প্রে,মি,ক তাকে গ্রহণ করল
আমি ভাবতেছি যদি তাকে গ্রহণ না করতো
তাহলে মে,য়ে,টা,র কি অবস্থা হতো








🐍 কালাচ সাপ: নীরব ঘাতক, আবার প্রকৃতির উপকারী বন্ধুবাংলাদেশের গ্রামাঞ্চল, বিশেষ করে ধানক্ষেত, খাল–বিল আর ঝোপঝাড়ে কালাচ সা...
23/09/2025

🐍 কালাচ সাপ: নীরব ঘাতক, আবার প্রকৃতির উপকারী বন্ধু

বাংলাদেশের গ্রামাঞ্চল, বিশেষ করে ধানক্ষেত, খাল–বিল আর ঝোপঝাড়ে কালাচ সাপ বেশি দেখা যায়। দিনে সাধারণত লুকিয়ে থাকে, আর রাতে খাবারের খোঁজে বের হয়। ইঁদুর, ব্যাঙ, গিরগিটি ও ছোট সাপ খেয়ে কৃষিজমিকে সুরক্ষা দেয়।
তবে এর বিষ অত্যন্ত ভয়ংকর নিউরোটক্সিক। কামড়ের সময় ব্যথা কম হলেও কয়েক ঘণ্টার মধ্যে শরীর অবশ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য একে বলা হয় “নীরব ঘাতক।”

⚠️ করণীয়:
সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে যেতে হবে।
ঘরোয়া চিকিৎসা বা ঝাড়ফুঁক নয়—অ্যান্টিভেনমই একমাত্র সমাধান।
রোগীকে শান্ত রাখতে হবে ও নড়াচড়া কমাতে হবে।
👉 কালাচ সাপ ভয়ংকর হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় উপকারী। অকারণে হত্যা নয়, সচেতন হোন।

#কালাচসাপ #সাপসম্পর্কিততথ্য #নীরবঘাতক #প্রকৃতিরউপকারী #বন্যপ্রাণীসংরক্ষণ #বাংলাদেশেরসাপ #প্রকৃতিররহস্য #সাপ

বি,য়ে,র দা/বি/তে আলামিনের বাড়িতে হাজির এই ত,রু,ণী দুই বছরের সম্পর্ক এর মধ্যে শা/রী/রি/ক স,ম্প,র্ক করছে সে এখন বি/য়ে ক...
23/09/2025

বি,য়ে,র দা/বি/তে আলামিনের বাড়িতে
হাজির এই ত,রু,ণী
দুই বছরের সম্পর্ক এর মধ্যে শা/রী/রি/ক স,ম্প,র্ক করছে
সে এখন বি/য়ে করবে না
তাই সে হাতে বি/ষ নিয়ে চলে গেছে তার বাড়ি








হারানো বিজ্ঞপ্তি-গত ১৫-০৯-২৫ইং রোজ সোমবার আনুমানিক দুপুর ১২ ঘঠিকার সময় নিলা আক্তার (২১) তার শাশুড়ি এবং বাসুরকে নিয়ে ত...
23/09/2025

হারানো বিজ্ঞপ্তি-
গত ১৫-০৯-২৫ইং রোজ সোমবার আনুমানিক দুপুর ১২ ঘঠিকার সময় নিলা আক্তার (২১) তার শাশুড়ি এবং বাসুরকে নিয়ে তার ছেলের চিকিৎসার জন্য মাধবপুর সদর হাসপাতালে যায়। এমন সময় হঠাৎ হাসপাতাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ছোট একটি ৮ মাসের ছেলে বাচ্চা আছে। তার বাচ্চাটি অনেক কান্নাকাটি করতেছে। তাই আপনাদের সকলের প্রতি বিশেষ ভাবে বিনিত অনুরোধ রইল। যদি আপনার কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।01776-762726, 01783-664201 আর আপনারা যার যার জায়গা থেকে এই পোষ্টটি দয়া করে শেয়ার দিয়ে দিবেন প্লিজ। হয়তো আপনাদের একটি শেয়ারে তার মা বাবা ফিরে পেতে পারে তার সন্তানকে।
ঠিকানা
মোছাঃ নিলা আক্তার।
পিতাঃ মোঃ লিয়াকত আলী
মাতাঃ মোছাঃ হালিমা বেগম
গ্রামঃ ভেলা পুর
প্রোঃ গোবিন্দপুর
ইউ পিঃ চৌমুহনী
থানাঃ মাধবপুর
জেলাঃ হবিগঞ্জ
বিভাগঃ সিলেট

এই মহিলার স্বামী প্রবাসে থাকে তার পাঁচ বছরের একটা ক,ন্যা স,ন্তা,ন আছে এরপরেও সাগর নামের একটা ছেলের সা,থে প/র/কী/য়া স/ম্...
23/09/2025

এই মহিলার স্বামী প্রবাসে থাকে
তার পাঁচ বছরের একটা ক,ন্যা স,ন্তা,ন আছে
এরপরেও সাগর নামের একটা ছেলের সা,থে প/র/কী/য়া স/ম্প/র্কে জ,ড়া,য়
এখন তার স্বামী তাকে আর রা,খ,বে না
সেই জন্য বি,য়ে,র দা,বি,তে প্রে/মি/ক সাগরের বাড়িতে অবস্থান করছে








পরকীয়া করতে গিয়ে কট খাইছে প্রবাসীর সুন্দরী বৌ 😋
23/09/2025

পরকীয়া করতে গিয়ে কট খাইছে প্রবাসীর সুন্দরী বৌ 😋

শেরপুরে প্রায় পাঁচ মণ ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥ আটক ২শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুরের দক্ষিণ আমইন এলাকা...
23/09/2025

শেরপুরে প্রায় পাঁচ মণ ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥ আটক ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরের দক্ষিণ আমইন এলাকার সোনালী পুকুর থেকে ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে প্রায় ৫ মণ ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২ বগুড়া। এই ঘটনায় পুকুরের মালিক (লীজ গ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮) কে আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেষ্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে রুবেল প্রায় তিন বছর আগে পুকুরটি লিজ নেন। গত বছর সংস্কার করার পর থেকে ওই পুকুরপাড়ে অচেনা মানুষের আসা-যাওয়া বেড়ে যায়। এরই এক পর্যায়ে ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সেখানে অভিযান চালান। এ সময় পুকুর পাড়ের একটি মেশিন ঘরের ভেতর থেকে খড়কুটো দিয়ে ঢেকে রাখা প্রায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ও পুকুরের মালিক (লীজ গ্রহীতা) রুবেলকে গ্রেফতার করা হয়। পরবর্তিতে এই মূর্তিটি বিক্রির কাজে সহায়তাকারী সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আল আমিনকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
পুকুরের পাহারাদার হানিফ জানান, তিনি অসুস্থ থাকার কারণে মেশিন ঘরের ভেতরে তেমন একটা যাতায়াত করেননা, শুধুমাত্র বসানো মেশিনের সুইচ দেয়ার জন্য যেতেন। ঘরটি অনেকদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় মূর্তিটি সেখানে রাখা হয়েছিল, যা তাদের কেউ টের পাননি।
এ ব্যাপারে সিপিএসসি বগুড়ার কোম্পানী কমান্ডার র‌্যাব-১২ ( স্কোয়াড্রন লীডার) ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ মণ (১৯০ কেজি) ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করার পাশাপাশি ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এই চারটা ছেলে একটা মেয়েকে এনেছিল ৪০০০ টাকা কন্টাক্ট করে মেয়েটির সাথে  শা-রী-রি-ক সম্পর্ক করবে বলে কিন্তুমেয়েটির সাথে ...
23/09/2025

এই চারটা ছেলে একটা মেয়েকে এনেছিল ৪০০০ টাকা কন্টাক্ট করে মেয়েটির সাথে শা-রী-রি-ক সম্পর্ক করবে বলে কিন্তু

মেয়েটির সাথে শা-রী-রি-ক সম্পর্ক শে-ষ করার পরে মেয়েটিকে ৫০০ টাকা দিয়েছিল আর বাকি সাড়ে তিন হাজার টাকা তারাই রেখে দিয়েছিল কিন্তু ওই মেয়েটা বার বার টাকাটা চাচ্ছিল কিন্তু ওই ছেলেরা টাকাটা আর দেয় নাই পরে মেয়েটি রেগে যায় ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে এনে ধরিয়ে দেন এই চার যুবককে মা-ম-লাও করেছেন মেয়েটা।

এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না।আসসালামু আলাইকুম।সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি।  জন্ম মৃত্যু ...
22/09/2025

এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না।
আসসালামু আলাইকুম।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। জন্ম মৃত্যু মহান আল্লাহ তায়ালা কাছে। তবুও মানুষ কোন উছিলায় এই পৃথিবীতে বাঁচতে চায়.. আপনার বিকাশ এর ২০/৫০ টাকা হয়ত আপনার তেমন কোনো কাজে আসবেনা।।তবে আপনার ২০/৫০ টাকা তে এই শিশু মেয়েটির প্রান বেচে যাবে।।

আট বছরের এই ছোট বোনটির নাম জান্নাতুল সাইমা

পিতা - মহিদুল
মাতা - মোছা ফিরোজা বেগম

গ্রাম - বালারহাট

ইউনিয়ন - বালারহাট

থানা - মিঠাপুকুর

জেলা - রংপুর

বোনটির গালে টিউমার ছিলো যা থেকে এখন ক্যান্সার হয়েছে, জরুরী চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

তার চিকিৎসায় প্রয়োজন পাঁচ লাখ টাকা। বোনটার বাবা একজন সামান্য মুরগী খামারি। ইতিমধ্যে ওর চিকিৎসা করাতে গিয়ে ওর বাবার গ্রামে যা জমি ছিল সব শেষ,, তাই এখন নিরুপায় হয়ে দেশবাসীর কাছে হাত পেতেছেন।। আমরা ত প্রতিনিয়ত কত টাকা নষ্ট করি,, আসুন আজকের দিনে ৫০/১০০ টাকা অযথা নষ্ট না করে এই বোনটির প্রান বাচাতে দান করি।।।।দান সাদকা দিবো।।। সাহায্য পাঠানোর জন্যঃ
বিকাশ+ নগত রকেট পার্সোনাল
01732198947 (মেয়েটার মা ফিরোজা বেগম)

প্রয়োজন এ কল করে কথা বলবেন। আমি নিজে দানের নিয়্যাত এ ২০০ টাকা দিয়ে শরীক হয়েছি আলহামদুলিল্লাহ।। আপনারাও এগিয়ে আসুন।। প্রবাসী & বিত্তবান ভাই দের দৃষ্টি আকর্ষণ করছি।।

সবাই শেয়ার করেন এই আইডি কার্ডটিভ করে পাওয়া হয়েছে বগুড়া সোনাতলা ইউনিয়ন পাকুল্লা গ্রাম চালকান্দি কমেন্ট একটা লিংক আছে ...
22/09/2025

সবাই শেয়ার করেন

এই আইডি কার্ডটিভ করে পাওয়া হয়েছে বগুড়া সোনাতলা ইউনিয়ন পাকুল্লা গ্রাম চালকান্দি কমেন্ট একটা লিংক আছে লিঙ্গের ভেতর দিয়া যোগাযোগ করতে পারেন

পর্ণো গ্রাফিতে সে*ক্স বনাম বাস্তব সে*ক্স নিয়ে  আলোচনা : (AST)যারা পর্ণোগ্রাফিতে অভিনয় করে তাদেরকে বাছাই করা হয় তাদের শার...
22/09/2025

পর্ণো গ্রাফিতে সে*ক্স বনাম বাস্তব সে*ক্স নিয়ে আলোচনা : (AST)

যারা পর্ণোগ্রাফিতে অভিনয় করে তাদেরকে বাছাই করা হয় তাদের শারীরিক গঠন, ফিগার, বিশেষ অঙ্গের আকার দেখে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষের শরীর বা অঙ্গ তেমন নয়। পর্ণ ইন্ডাস্ট্রিতে কেবল সেইসব অভিনেতাই সুযোগ পায় যাদের অঙ্গ বড় বা শরীর আকর্ষণীয়। ফলে পর্ণোগ্রাফিতে দেখা পুরুষাঙ্গ সাধারণ মানুষের তুলনায় অনেক বড় দেখায়। যৌন বিশেষজ্ঞদের মতে, সাধারণত পুরুষের লিঙ্গ ৩ ইঞ্চি হলেই একজন নারীকে সন্তুষ্ট করতে যথেষ্ট, আর বাংলাদেশের গড় সাইজ প্রায় ৪.৪ ইঞ্চি। অথচ পর্ণোগ্রাফিতে ৬-৯ ইঞ্চি দেখানো হয়। এটা সত্য যে কারও হতে পারে, তবে এটি সাধারণ নয়।

পর্নোগ্রাফিতে নারীর শরীরকে সবসময় এমনভাবে উপস্থাপন করা হয় যেন সেটা নিখুঁত, আকর্ষণীয় আর সবসময় প্রস্তুত। কিন্তু বাস্তবে নারী শরীরের গঠন অনেক বৈচিত্র্যময়। পর্ন ইন্ডাস্ট্রিতে সাধারণত এমন নারী বাছাই করা হয় যাদের শরীর ক্যামেরায় আকর্ষণীয় লাগে যেমন বড় স্তন, টাইট ফিগার, চিকন কোমর, নিতম্ব উঁচু। অনেক সময় এর জন্য কসমেটিক সার্জারি, ব্রেস্ট ইমপ্ল্যান্ট, লিপ ফিলার, এমনকি বডি শেপিং অপারেশন পর্যন্ত করা হয়। এরপর মেকআপ, লাইটিং আর ক্যামেরার এঙ্গেল দিয়ে তাদের শরীরকে আরও নিখুঁত ও চকচকে দেখানো হয়। শুধু তাই নয়, নারীর শরীরকে আকর্ষণীয় দেখাতে বিশেষ ভঙ্গিমা শিখিয়ে দেওয়া হয় কোন অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে, কোন ভঙ্গিতে শুতে হবে, কিভাবে শব্দ করতে হবে। অনেক সময় শরীরে তেল বা লোশন মাখানো হয় যাতে আলোতে গ্লো করে। তারপর শুটিং শেষে ভিডিও এডিট করে ত্বককে মসৃণ, উজ্জ্বল ও দাগহীন দেখানো হয়।

অন্যদিকে বাস্তব জীবনে একজন নারীর শরীর স্বাভাবিকভাবে বৈচিত্র্যময়। কারও স্তন ছোট, কারও বড়। কারও কোমর চিকন, কারও একটু ভারী। কারও ত্বকে স্ট্রেচ মার্কস, ব্রণ বা দাগ থাকতে পারে। এগুলো স্বাভাবিক, প্রকৃতির অংশ। কিন্তু পর্নের কারণে অনেকেই মনে করে বাস্তব নারীও সবসময় নিখুঁত হবে এটাই বড় ভুল ধারণা।

আসলে, একজন নারীর শরীরকে আকর্ষণীয় করে তোলে শুধু আকার বা ফিগার নয়, বরং তার স্বাভাবিকতা, আত্মবিশ্বাস, এবং একজন সঙ্গীর কাছে তার উপস্থিতি। পর্নে যেটা দেখানো হয় সেটা কৃত্রিম, অভিনয় আর প্রযুক্তির মিশ্রণ; কিন্তু বাস্তব নারী শরীরের সৌন্দর্য হলো তার স্বাভাবিকতা।(AST)

★টেকনিক্যাল দিক

পর্ণ সিনেমায় দামী ক্যামেরা, লাইটিং ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। ক্যামেরার এঙ্গেল, জুম, মেকআপ সবকিছু এমনভাবে দেখানো হয় যাতে জিনিসগুলো বাস্তবের চেয়ে অনেক বড় বা স্পষ্ট মনে হয়। আসলে আপনার চোখ দিয়ে বাস্তবে এভাবে দেখা সম্ভব নয়, একটি ২০–৩০ মিনিটের ভিডিও একবারে শুট হয় না, বরং বিভিন্ন শট আলাদা করে নিয়ে পরে এডিট করে জোড়া লাগানো হয়। অনেক সময় একটি ভালো দৃশ্যের জন্য ১০–১৫ বার শুট করা হয়।

★ঔষধ ও প্রস্তুতি

অনেক পর্ন অভিনেতা শুটিংয়ের আগে ইরেকশন ধরে রাখার জন্য ওষুধ বা ইনজেকশন ব্যবহার করে। এতে সাময়িক সুবিধা মিললেও দীর্ঘমেয়াদে ভয়ানক সাইড এফেক্ট হয়। তবে সবাই এসব ওষুধ খায় না কেউ খায়, কেউ স্বাভাবিকভাবেই পারফর্ম করে।

অভিনেত্রীদের ক্ষেত্রে লুব্রিক্যান্ট, মেকআপ, অভিনয় (fake or**sm) ইত্যাদি ব্যবহার করা হয়।

★বাস্তব সেক্স বনাম পর্ন সেক্স

বাস্তবে একজন পুরুষের গড় মিলনকাল ৫–৭ মিনিট। ১–২ ঘণ্টা অবিরাম সেক্স করা বাস্তবে খুব বিরল।নারীরা সাধারণত ভ্যাজাইনাল পেনিট্রেশনের মাধ্যমে অর্গাজম পায় না; তাদের জন্য ক্লিটোরাল উত্তেজনা জরুরি। অথচ পর্নে এসব প্রায় দেখানো হয় না।

বাস্তবে সেক্সের মূল আনন্দ আসে ভালোবাসা, আবেগ, বিশ্বাস, ফোরপ্লে ও পারস্পরিক সম্মতি থেকে যা পর্ন সিনেমায় অনুপস্থিত।

মিলনের সময় নারীর যোনিপথে (va**na) পুরুষাঙ্গ ঢোকা বের হওয়ার কারণে বা ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় অবস্থান বদলালে ভেতরে বাতাস ঢুকে যায়। যখন সেই বাতাস বের হয়, তখন পাদ দেওয়ার মতো শব্দ হয়। একে বলে va**nal fart বা queef।

বাস্তব সেক্সে এই শব্দ স্বাভাবিক ব্যাপার, কিন্তু পর্নে এগুলো এডিট করে বাদ দেওয়া হয়। এজন্য অনেকেই ভাবে বাস্তবে হয় না। আসলে বাস্তব সেক্স আরও স্বাভাবিক, আর এই ধরনের ঘটনা তার অংশ।

★মানসিক ও সামাজিক প্রভাব
পর্নে কোনো লজ্জা, সংকোচ, ভদ্রতা থাকে না। কিন্তু বাস্তবে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এগুলো কাজ করে। পর্ন দেখে অনেকেই মনে করে বাস্তবেও এমন হবে, কিন্তু বাস্তব নারী কখনোই পর্ন অভিনেত্রীর মতো আচরণ করে না।

অতিরিক্ত পর্ন আসক্তি হলে মানুষের মধ্যে অস্বাভাবিক প্রত্যাশা (unrealistic expectation) তৈরি হয়, ফলে বাস্তব জীবনের সম্পর্কে হতাশা, অসন্তুষ্টি, এমনকি সম্পর্ক ভাঙনও ঘটতে পারে।

★ঝুঁকি ও বিভ্রান্তি
ঝুঁকিপূর্ণ সেক্স বেশি দেখানো হয়, সাথে সামাজিকভাবে অগ্রহণযোগ্য সম্পর্ক ও আছে উত্তজনা বদ্ধি করে। যা বাস্তবে করলে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে ও সামাজিক অবক্ষয়ের সৃষ্টি করে।

অতিরিক্ত পর্ন আসক্তি হলে ইরেকটাইল ডিসফাংশন, যৌন আগ্রহ কমে যাওয়া, ডিপ্রেশন ইত্যাদি সমস্যা হতে পারে।

পর্নে প্রায় ৮০% দৃশ্যই অতিরঞ্জিত। যত অস্বাভাবিকতা দেখানো হয়, দর্শকের কাছে তা নতুনত্ব মনে হয়। এজন্য সাধারণ সেক্স সেখানে কম দেখানো হয়.!

পর্ন সিনেমা বাস্তব নয়, এটা অভিনয়। সেখানে শরীর, ওষুধ, ক্যামেরা, এডিট, সবকিছু সাজানো। বাস্তবে সেক্স অনেক ভিন্ন এটা হলো দুজন মানুষের আবেগ, ভালোবাসা ও বিশ্বাসের মিলন। তাই বাস্তবতার সাথে মিলিয়ে জীবনযাপন করা উচিত, পর্নের সাথে নয়। সমস্যা এর সাথে আলোচনা করেন, আমরা আছি সমস্যা সমাধানে আপনার পাশে।

── সংগৃহিত

দিনাজপুরের বিরলে গনির মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার মৃ*ত্যু।
22/09/2025

দিনাজপুরের বিরলে গনির মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার মৃ*ত্যু।

Address

Bogura Sherpur
Bogura
5840

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share