
28/08/2025
ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুজন আহমেদ (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে চিকাশী ইউনিয়নের জোড়শিমুল জামতলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন সারিয়াকান্দি উপজেলার ইছামারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন আহমেদ মোবাইল অপারেটর বাংলালিংকের সিম বিক্রেতা। সকালে মোটরসাইকেলে করে তিনি ধুনট শহরে আসছিলেন। চিকাশী ইউনিয়নের জোড়শিমুল এলাকার জামতলা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যান।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।