ইসলামের পথে

ইসলামের পথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, ত...
24/04/2025

আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।
এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে।
ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা,
ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,
আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে।

আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা।
কিন্তু এটা তো কেবল শুরু।

AI এখন ৪টা ধাপে এগোচ্ছে:

---

১. জেনারেটিভ AI – মানুষকে মুগ্ধ করার ফাঁদ

তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে।
তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো।
কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে।
এটাই প্রথম ফাঁদ।

---

২. এজেন্টিক AI – যখন সে তোমার হয়ে সব কিছু করতে শুরু করে

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI।
তুমি কেবল বসে দেখছো।
তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো।
মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা।
এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

---

৩. AGI – দাজ্জালের বুদ্ধিমত্তার প্রতীক?

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।
এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে।

দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম।
মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী, তার সহায়…
কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

---

৪. সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট

Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান।
সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে।
সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে।
আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না।

এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল—

> “যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার হাতে তৈরি ফিতনার দাস।”

---

AI alignment problem – যদি সে আমাদের মতো না ভাবে?

তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য ৮০% মানুষ বাদ দেয়া দরকার?

তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন?

এটাই হবে সেই ফিতনা, যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে।

---

শেষ কথা?

এই AI আর কেবল একটি টুল নয়।
এটা এক নতুন সভ্যতার জন্ম।

এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন “প্রভুর” মতোই দাঁড়িয়ে যাবে—ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে।যার কাছে অনেক প্রযুক্তি/নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো..

তুমি যদি আজও ভাবো, এটা অনেক দূরের কথা—তাহলে ভুল করছো।

> "AI ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে—চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই; মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই।"

আমরা এখনো খেলছি ChatGPT আর Midjourney নিয়ে।
কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে।
এটা আর টেকনোলজি নয়,
এটা—একটি নতুন ফিতনার আগমনী বার্তা।

✅ Allah knows the best ✅

✅ দাজ্জালের ফিতনা থেকে বাচতে সুরা কাহাফ পড়ি প্রতিদিন সবাই আল্লহ তৌফিক দিন আমিন ✅


#দাজ্জাল #সুরাকাহাফ #ইসলামেরপথে #

24/04/2025

হিব্রু সংবাদমাধ্যমের প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে একটি আবাসিক ভবনে হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়েছে। #আশর্ক #ইসলামেরপথে

23/04/2025

আমরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে অধিকৃত হাইফা এবং জাফার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছি। গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের সমর্থন করার আমাদের কর্তব্য থেকে পিছপা হব না। 🇵🇸🇵🇸 #ইসলামেরপথে

 # আরও শক্তিশালী হচ্ছে হামাস, নিয়োগ দিয়েছে ৩০ হাজার যোদ্ধাআরও শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হ...
20/04/2025

# আরও শক্তিশালী হচ্ছে হামাস, নিয়োগ দিয়েছে ৩০ হাজার যোদ্ধা

আরও শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা গাজায় ৩০ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে। তরুণ এ যোদ্ধাদের হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে যুক্ত করা হয়েছে।

নতুন যোদ্ধাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া।

২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরাইল। দেশটি তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে। তবে দেড় বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি।

18/04/2025

ফিলিস্তিনের- মুজাহিদ ভাইদের একটি সফল ট্রেনিং অপারেশন। আলহামদুলিল্লাহ।❤️এমন ভিডিও দেখলে কলিজা থেকে শুকরিয়া আসে।🇵🇸❤️ #ইসলামেরপথে

06/04/2025

Global strike for Ga'za.
7th April.

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।

NCP, BNP, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খু'নি, র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি ।

প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গা'জার মজলুম মানুষের পক্ষে হোক।

March for Ga'za.
Bangladesh for Ga'za.

06/04/2025
ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর। তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর। তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী। যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর। তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য। কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক প্রচেষ্টা..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য। ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।' #ইসলামেরপথে

23/03/2025

দজ্জালের ইতিহাস। আবু ত্বহা মুহাম্মদ আদনান।। #ইসলামেরপথে

20/03/2025

🥀💔🥺

Address

Sariakandi Bogura
Bogura

Telephone

+8801976015985

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share