Alex Fahim Chowdhury

  • Home
  • Alex Fahim Chowdhury

Alex Fahim Chowdhury নিজেকে প্রকাশ করার কোন ইচ্ছে নেই.. ��
যার প্রয়োজন সে এমনিতেই খুঁজে নিবে....�

🪳 তেলাপোকা গোঁছানো গোসল করে! আমরা যাদের দেখি ‘নোংরার প্রতীক’ হিসেবে—তারা নিজের শরীর পরিষ্কার রাখতে ভীষণ রকম সচেতন!তেলাপো...
27/07/2025

🪳 তেলাপোকা গোঁছানো গোসল করে!

আমরা যাদের দেখি ‘নোংরার প্রতীক’ হিসেবে—তারা নিজের শরীর পরিষ্কার রাখতে ভীষণ রকম সচেতন!

তেলাপোকা যখন মানুষের ত্বক, ঘাম বা অন্য কিছু স্পর্শ করে, তখনই সে শুরু করে নিজের পরিচ্ছন্নতা মিশন।
নিজের অ্যান্টেনা আর শরীর সে মুখ আর পা দিয়ে ঘষে-মেজে পরিষ্কার করে।

কেন করে এটা?

✅ সংবেদনশক্তি ঠিক রাখতে:
অ্যান্টেনায় থাকা সংবেদনশীল রিসেপ্টর যেন ঠিকভাবে কাজ করে—তাই ময়লা জমতেই তা পরিষ্কার করে।

✅ রাসায়নিক সংকেত বজায় রাখতে:
তারা গন্ধ দিয়ে যোগাযোগ করে, আর তা যেন সঠিক থাকে—তাই প্রতিনিয়ত নিজেকে পরিচ্ছন্ন রাখে।

✅ ব্যাকটেরিয়া দূর করতে:
যদিও তেলাপোকা জীবাণু বহন করে, সে নিজে নিজের গায়ে থাকা ব্যাকটেরিয়া ঝেড়ে ফেলার চেষ্টা করে।

❗️তাই বলাই যায়— যাদের আমরা "নোংরা" ভাবি, তারা নিজের নিয়মে গুছিয়ে পরিচ্ছন্ন থাকে!
#বিজ্ঞানপ্রিয়

03/04/2025

আমরা মৃত মানুষের অভাব বুঝি 😊😊
কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি নাহ 🙂💔🥀

03/04/2025

'' বাহির থেকে দ্বীনদার আমি, ভেতরটা আমলে শূন্য ! অন্যদের করি নাসীহা প্রচুর , নিজেরই নফস পাপে পূর্ণ '' - আল্লাহুম্মাগফিরলী -😓😓

03/04/2025

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।
[সূরা হুদ, আয়াত: ১০]
আমাদের সকলকে সত্য এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন!!❤️

কয়েকদিন আগে আমি কৌতূহলবশত "হেলিকপ্টারের দাম কত" লিখে গুগলে সার্চ দিয়েছিলাম।এরপর থেকে আমার জীবন ঝালাপালা হবার জোগাড়। ই...
03/04/2025

কয়েকদিন আগে আমি কৌতূহলবশত "হেলিকপ্টারের দাম কত" লিখে গুগলে সার্চ দিয়েছিলাম।

এরপর থেকে আমার জীবন ঝালাপালা হবার জোগাড়। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম যেখানেই ঢুকি শুধু বড়লোকি বিজ্ঞাপন! এই যেমন:

✓এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা।
✓প্রিয় মানুষকে উপহার দিন ডায়মন্ড নেকলেস।
✓আপনার অপেক্ষায় আইফেল টাওয়ার।
✓অগ্রিম বুকিং দিন আইফোন ১৬।
✓নিউইয়র্কে কিনুন স্বপ্নের বাড়ি।
✓চাঁদে আপনার জন্য ১০ কাঠা ভালো জমি আছে।

কত আর সহ্য করা যায়! বিপদ থেকে উদ্ধারের পথ বের করতে হলো। গতকাল রাতে সার্চ করেছি, "ছেঁড়া স্যান্ডেল সেলাই করার উপায় কি?"

অবশেষে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, ইন্সটাগ্রাম আমাকে দেখাচ্ছে মাত্র ১০০ টাকায় কিনুন ৩ জোড়া স্যান্ডেল, সাথে ২০ টাকা ক্যাশ ব্যাক!

09/06/2024

যদি কখনো হারায় যাই
মহিলা কলেজের সামনে খুঁজে নিও প্রিয়।😁

09/06/2024

চিকন মেয়ে নীল শাড়ী,
লাল লিপস্টিক ঠিক যেন একটা হারপিকের বোতল 😁😁

জীবনে কি করলাম 🤧
09/06/2024

জীবনে কি করলাম 🤧

06/06/2024

🙂🙂

05/06/2024

😁😁😁

05/06/2024

Sad love story..😭😭..Breakup Love story.. 🥀❤️

Address


Telephone

+8801581690289

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alex Fahim Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share