
27/07/2025
🪳 তেলাপোকা গোঁছানো গোসল করে!
আমরা যাদের দেখি ‘নোংরার প্রতীক’ হিসেবে—তারা নিজের শরীর পরিষ্কার রাখতে ভীষণ রকম সচেতন!
তেলাপোকা যখন মানুষের ত্বক, ঘাম বা অন্য কিছু স্পর্শ করে, তখনই সে শুরু করে নিজের পরিচ্ছন্নতা মিশন।
নিজের অ্যান্টেনা আর শরীর সে মুখ আর পা দিয়ে ঘষে-মেজে পরিষ্কার করে।
কেন করে এটা?
✅ সংবেদনশক্তি ঠিক রাখতে:
অ্যান্টেনায় থাকা সংবেদনশীল রিসেপ্টর যেন ঠিকভাবে কাজ করে—তাই ময়লা জমতেই তা পরিষ্কার করে।
✅ রাসায়নিক সংকেত বজায় রাখতে:
তারা গন্ধ দিয়ে যোগাযোগ করে, আর তা যেন সঠিক থাকে—তাই প্রতিনিয়ত নিজেকে পরিচ্ছন্ন রাখে।
✅ ব্যাকটেরিয়া দূর করতে:
যদিও তেলাপোকা জীবাণু বহন করে, সে নিজে নিজের গায়ে থাকা ব্যাকটেরিয়া ঝেড়ে ফেলার চেষ্টা করে।
❗️তাই বলাই যায়— যাদের আমরা "নোংরা" ভাবি, তারা নিজের নিয়মে গুছিয়ে পরিচ্ছন্ন থাকে!
#বিজ্ঞানপ্রিয়