শাহবন্দেগী ইউনিয়ন সাধারণ ছাত্র সংঘ Gen-Z

  • Home
  • Bangladesh
  • Bogura
  • শাহবন্দেগী ইউনিয়ন সাধারণ ছাত্র সংঘ Gen-Z

শাহবন্দেগী ইউনিয়ন সাধারণ ছাত্র সংঘ Gen-Z আমাদের এই সোনার বাংলা বিনির্মাণে অঙ্গীকার বদ্ধ।
দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালবাসি।

25/08/2024

সুন্দর এবং সাবলীল কথা । বাংলাদেশের প্রত্যেকটি জায়গাকে সুশীল হিসেবে দেখতে চাই

বগুড়া জেলা পরিষদ বাতিল ঘোষণা।
19/08/2024

বগুড়া জেলা পরিষদ বাতিল ঘোষণা।

13/08/2024

আগামী ১৫ আগস্ট আবারো বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সম্ভাব্য আওয়ামী হামলা ঠেকাতে শাহ বন্দেগী ইউনিয়ন এর সাধারণ জনতাকে শেরুয়া বটতলা কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে জমায়েত হতে অনুরোধ করা হলো। শেরপুরের এক ইঞ্চি মাটিও শেরপুরের ছাত্র সমাজ ও শেরপুরের জনতা ছাড়বে না।

১৫ তারিখ সব বৈষম্য ভুলে প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও প্রত্যেক ওয়ার্ড এর ছাত্রসমাজকে রাজপথে অবস্থান এর আহবান জানানো হচ্ছে।

শেরপুরের মাটি ছাত্র জনতার ঘাঁটি। সকল প্রকার সাধারণ জনতাকে ছাত্রদের সার্বিক সহযোগিতা করার জন্য আহবান করা হচ্ছে।

বৈষম্য বিরোধি ছাত্রআন্দোলন
শেরপুর উপজেলা, বগুড়া।

তারিখ: ১৫ আগস্ট ২০২৪
স্থান: শেরুয়া বটতলা কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে৷
সময়: বেলা ১০:০০ টা৷

10/08/2024

আমাদের বটতলা

10/08/2024

শাহ বন্দেগী ইউনিয়ন এর সকল কিছু মনিটরিং করার জন্য একটা গ্রুপ করতে চাই, যারা ইচ্ছুক তারা সকলে জানান।
গ্রুপের মাধ্যমে আমরা আমাদের ইউনিয়ন এর সকল সমস্যা গুলো এর সমাধান করে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলবো।যে যে নিজ ইচ্ছায় কাজ করতে ইচ্ছুক তারা আমাদের জানান।

09/08/2024

ভালো কাজের কিছু স্মৃতি। সেরুয়া বটতলার বাজারের রাস্তা।

08/08/2024

আগামীকাল ৯ই আগস্ট রোজ শুক্রবার আমরা মানবিকতায় ধড়মোকাম গ্রুপের সেচ্ছাসেবীদের সাথে সংযুক্ত হয়ে শেরুয়া বটতলা বাজারের ভেতরের রাস্তার পরিচ্ছন্নতার কাজ করব। আপনারা যারা পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করতে চান তারা সকাল ৭ টায় শেরুয়া বটতলা বাজারে উপস্থিত থাকবেন। আমরা চায় নিজেদের শহরকে নতুন করে নিজেদের মত করে সাজাতে।

08/08/2024

সেরুয়া বটতলা বাজার এর রাস্তার বেহাল অবস্থা সুন্দর করতে কি করা প্রয়োজন বলে মনে করেন।
মন্তব্য বলবেন সবাই

স্যার এসেছেন। হিরোদের সাথে স্যার। স্যার আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদে দিলেন।
08/08/2024

স্যার এসেছেন। হিরোদের সাথে স্যার। স্যার আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদে দিলেন।

08/08/2024

আসুন আমরা সবাই আমাদের চারপাশকে পরিস্কার রাখি। নিজে সুস্থ থাকি দেশকে সুন্দর রাখি।

Address

Shahbondegi, Sherpur
Bogura
5840

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহবন্দেগী ইউনিয়ন সাধারণ ছাত্র সংঘ Gen-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share