Nasim Ahmed Emon

Nasim Ahmed Emon মহাকালের কোলে চড়ে-
অনন্ত নক্ষত্র বিধি পেরিয়ে,
অসীমের পথে আমার যাত্রা

বাটা ইজরায়েলি পণ্য নয়—কেন বয়কট ও ভাংচুর যুক্তিসঙ্গত নয় তা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ১. বাটার মালিকানা ও ইজরা...
07/04/2025

বাটা ইজরায়েলি পণ্য নয়—কেন বয়কট ও ভাংচুর যুক্তিসঙ্গত নয় তা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
১. বাটার মালিকানা ও ইজরায়েলি সংযোগ
বাটা একটি চেক প্রজাতন্ত্র-ভিত্তিক বহুজাতিক কোম্পানি, যার ইজরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই। গুজব ছড়িয়ে নির্দোষ ব্র্যান্ডকে টার্গেট করা হচ্ছে, যা ফিলিস্তিনি সংহতির নামে অপ্রাসঙ্গিক।

২. ফ্র্যাঞ্চাইজি মডেল ও স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি
বাংলাদেশে KFC, পিৎসা হাট বা ডোমিনোজের মতো ব্র্যান্ডগুলো স্থানীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচালিত হয়। মূল কোম্পানির সাথে চুক্তি শেষ হলে স্থানীয় মালিকরা লাভবান হন, আন্তর্জাতিক কোম্পানি নয়। ভাংচুরে ক্ষতি হয় দেশি উদ্যোক্তা ও কর্মচারীদের, যারা এই ব্যবসায় জীবিকা নির্বাহ করে। আপনি চাইলে এভোইড করেন, কিন্তু কারো পারসোনাল প্রপার্টি ক্ষতি করে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবেন কেন? আপনি কনজিউম না করলে এমনিতেই সেই ব্যবসায়ী ওই প্রডাক্টগুলি আর বাজারজাত করবে না।

৩. গুজবের পেছনে ব্যবসায়িক স্বার্থ?
ইজরায়েলি পণ্যের তালিকায় এমন ব্র্যান্ডও যুক্ত হচ্ছে, যাদের ইজরায়েলের সাথে কোনো সংযোগ নেই। কম্পিটিটররা গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাজার নষ্ট করতে পারে—এটি একটি যৌক্তিক সন্দেহ।

৪. আসল সংগ্রাম কোথায়?
১৯৮২ সালে ৮,০০০ বাংলাদেশি (অধিকাংশই মুক্তিযোদ্ধা) ফিলিস্তিনের গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। বর্তমানে ফিলিস্তিনি ভাইবোনদের সাহায্য করতে চাইলে স্থানীয় দোকান ভাঙার বদলে সরাসরি সাহায্য বা আন্তর্জাতিক চাপ তৈরির চ্যানেলে সম্পদ বিনিয়োগ করুন।

৫. ইলন মাস্ক ও স্টারলিংক: আসল শত্রুকে চিনুন।
ইজরায়েলি হত্যাযজ্ঞের মূল হোতা আমেরিকা ও তাদের মদদপুষ্ট কর্পোরেট শক্তি যেমন ট্রাম্প, নেতানিয়াহু এবং ইলন মাস্ক। মাস্কের "স্টারলিংক" ইজরায়েলি সামরিক অপারেশন সমর্থন করছে। বাংলাদেশে স্টারলিংক চালু হলে তার রাজস্ব গাজায় রক্তপাতের হাতিয়ারে পরিণত হবে। সরকারের উচিত স্টারলিংক বন্ধ করা—এটাই প্রকৃত বয়কটের লক্ষ্য হওয়া দরকার।

সুতরাং, গুজব এড়িয়ে সঠিক তথ্যে ভিত্তি করে বয়কট করুন। স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি করে ফিলিস্তিনের কোনো উপকার হয় না। ইজরায়েল-মার্কিন জোটের মূল অর্থনৈতিক স্তম্ভ (স্টারলিংক, অস্ত্র কোম্পানি) টার্গেট করুন। সম্পত্তি ধ্বংসের বদলে ফিলিস্তিনি সাহায্য তহবিল বা কূটনৈতিক চাপে অংশ নিন।

27/08/2024

আমি যদি কারো সমালোচনা করতে চাই, তবে আমার তার জীবন সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে।
এখন বঙ্গবন্ধুর সমালোচনা আমরা করছি। তবে এই সমালোচনা করার সময় শুধুমাত্র মাঝের জিনিস না জেনে আমাদের শুরুর জিনিসগুলোও জানতে হবে।
যেমনঃ শেখ মুজিব ; শেখ লুৎফুর আর সায়রা খাতুনের তৃতীয় সন্তান। আমি বুঝে পাইনা আপনারা যারা তার বংশ পরিচয় নিয়ে এত এত এভিডেভিডের নাম্বার ছড়াচ্ছেন, সেই দেবদাসের নানা কেন তার মেয়ের বিয়ে দিতে তিন নাতি-নাতনীর মুখ দেখা পর্যন্ত অপেক্ষা করলেন?? এই প্রশ্ন কি মনে মনে করেছেন? করবেন কিভাবে? জানেনই না যে মুজিব তার বাপ মায়ের তিন নাম্বার সন্তান। সমালোচনা করবেন ভালো কথা। কিন্তু জেনে বুঝে করা ভালো।
এই যে জিনিসটা অযথা শেয়ার করে কত কত পাপ যে কুড়ালেন এর জন্য তাওবা করে নিয়েন। ধন্যবাদ।

বাঁধের বিপরীতে বাঁধ কখনোই যুক্তিসঙ্গত সমাধান নয়। এতে বরং যতটুকু পানি দেশে বছর ধরে থাকতো, তাও থাকবে না। কূটনৈতিক শক্তির দ...
22/08/2024

বাঁধের বিপরীতে বাঁধ কখনোই যুক্তিসঙ্গত সমাধান নয়। এতে বরং যতটুকু পানি দেশে বছর ধরে থাকতো, তাও থাকবে না। কূটনৈতিক শক্তির দিকে আমাদের নজর দিতে হবে। দরকার পড়লে ভারতের প্রতিবেশি ৮ দেশের সাথে আলাদা পলিটিক্যাল এলাইয়ান্স তৈরি করতে হবে। আন্তর্জাতিক আদালতে একযোগে লড়তে হবে। কারণ, এই ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। নদীর গতিপথ সঠিক নির্ণয়পূর্বক গভীর খনন আর খাল খননে নজর দিতে হবে। প্রতিবছর এত ক্ষতি দেখা দেশের জন্য কঠিন। সাধারণ জনগণ যারা পাত্তা দিচ্ছেন না, যারা কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে নিজের বাপ মাকেও পালন করতে চাননা। এই যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিপূরণটাও আপনার পকেট থেকেই যাবে। সাবধান বাঙালি।

প্রসঙ্গঃ ভারত বিদ্বেষ!! ভারত বিদ্বেষ এখন শুধু বাঙালি সংস্কৃতি না, পুরো বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে যাচ্ছে। ভৌগলিকভাবে ভারতের...
22/08/2024

প্রসঙ্গঃ ভারত বিদ্বেষ!!
ভারত বিদ্বেষ এখন শুধু বাঙালি সংস্কৃতি না, পুরো বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে যাচ্ছে। ভৌগলিকভাবে ভারতের যে ৮ টি দেশের সাথে সীমানা মেনে চলতে হয় (বাংলাদেশ, গণচীন, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার), সকল দেশের জনগণের মনেই ভারতের প্রতি বিদ্বেষ কাজ করছে। এর মধ্যে মালদ্বীপ ও বাংলাদেশের ভারতবিদ্বেষ, ভারতীয়দের চোখে পড়ে। কারণ, এই দুই দেশেই ভারতপন্থী সরকার এসেছে। এর মধ্যে বাংলাদেশ আবার আলাদা কারণ, সরাসরি ভূপৃষ্ঠের সংযোগ এবং প্রায় ১৩ মিলিয়ন হতে সনাতন ধর্মাবলম্বী মানুষ।
বাংলাদেশের জনগণের সাথে ভারতবর্ষের সম্পর্ক ব্রিটিশ শাসনের পর দুইধরনের দেখা যায়।
১. ভারতপ্রেমঃ এইটা পুরোটাই ১৯৭১ সংক্রান্ত। বাংলাদেশিদের জন্য ভারত ওইবারই প্রথম এবং ওইবারই শেষ মঙ্গলজনক কিছু করেছিল। কিন্তু শুভংকরের ফাঁকির মধ্যে আমার রাজনৈতিক মতাদর্শের গুরু সুভাষচন্দ্র বসুর একটা গুরুত্বপূর্ণ বচন সম্পর্কিত, "শত্রুর শত্রু, আমার বন্ধু"। ভারত বাংলাদেশকে বাচানোর তাগিদে নয়। বরং দুই দিকে দুই পাকিস্তানের যন্ত্রণা থেকে বাঁচতে ৭১ এ আমাদের সাহায্য করেছিল। এখনো যদি ৭১ সংক্রান্ত কোনো ভারতীয় ডকুমেন্টারি, কলাম বা ফিচার দেখেন; প্রতিটি জায়গায় তারা ৭১ কে বাংলাদেশের স্বাধীনতা বলার চেয়ে পাকিস্তান ভাগ বলাটাকেই বেশি গুরুত্ব দেয়। নিঃস্বার্থভাবে একমাত্র আমরা বাংলাদেশিরাই রোহিঙ্গাদের ঠাই দিয়েছি, যা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা।
২. ভারতবিদ্বেষঃ ভারতবিদ্বেষের ব্যাপারটা কিন্ত ১০ বছর আগেও এতটা প্রবল ছিল না। মোদি সরকার আসার পর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী মানুষের মন জয় করেছেন। কিন্তু শুরু থেকেই তার নকল হিন্দুত্ববাদ ভক্তি নিয়ে এই বঙ্গদেশে কেউ মুখ খোলার সাহস সেভাবে পাননি। মুখ খুললে কি হয় তা ২০১৯ এ রাব্বি ভাইয়ের (আবরার ফাহাদ) পরিণতি দেখে দেশবাসী বুঝেছিল। এই উগ্র হিন্দুত্ববাদের এক উপকরণ ছিল " গোমাতা"। যার জন্য ভারতীয় গরু আমদানির ব্যাপার বা বিধর্মীদের প্রতি সনাতনধর্মীদের আচরণ আমরা দেখেছি। এইযে তারা সারা বছর বাঁধ বন্ধ করে নদীমাতার জীবন ধ্বংস করে, পরে অতিরিক্ত পানি ছেড়ে দিলো। মানুষের চেয়ে অনেক পরিমাণে গরুর প্রাণহানি ঘটেছে। যারা হিন্দুত্ববাদের জন্য মোদিকে ভালোবাসেন মনে মনে, তারা এই দৃশ্যগুলো মনে রাখুন। নিজেদের স্বার্থ হাসিলে এরা নিজ ধর্মকে অস্বীকার করতেও ছাড়ে না। আমার ধারণামতে গুটিকয়েক বাংলাদেশি হিন্দুত্ববাদপ্রেমী। বাকি যারা আছে তাদেরকে আপনারাই বুঝাতে পারেন। মোদিকে বিশ্বাস করা আর এপ্রিল ফুলের দিনের রাণী ইসাবেলাকে বিশ্বাস করা একই কথা। ওই দেশে গেলে আপনাদেরকে রিফিউজি ছাড়া নতুন কোনো পরিচয় তারা দিবে না। বাপ-দাদার চৌদ্দপুরুষের ভিটায় আপনি যে ন্যুনতম সম্মানটা পাবেন, সেটা ওই ভিনদেশে গেলে মোটেও পাবেন না। ভ্রম থেকে বের হোন। দেশ গড়ার কাজে লেগে পড়ুন। এই মোদি একটা বাস্টার্ড, লায়ার, ইম্পোস্টার।

Address

Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasim Ahmed Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share