Zerin Tasnim

Zerin Tasnim If you leave your well-being to others, you can never be well.
(22)

ইন শা আল্লাহ দেখা হবে। আপনার অপেক্ষায় গোটা বাংলাদেশ😊
05/09/2025

ইন শা আল্লাহ দেখা হবে। আপনার অপেক্ষায় গোটা বাংলাদেশ😊

05/09/2025

আমাকে অন্যায়ভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষতির চেষ্টা করা মানুষগুলো আমাকে সামনে থেকে বাজে ভাষা অথবা গালি দিয়ে কথা বললেও আমি আজও পর্যন্ত তাদের গালির উত্তর টাও দেইনি।আরও যত কথা ব্যক্তিগত বিষয় অনেক কিছু বলাতেও কখনো প্রতি উত্তর টা দেই নি।এতে মানুষ বলেও যে আমার মধ্যে ভয় আছে। আমার তাদের কে উত্তর দেয়ার মুখ ও নাই।

হ্যাঁ সত্যিই আমার মধ্যে অনেক ভয় আছে দেখেই কখনোই উত্তর দেইনা।
চুপ থাকার অনেক ফজিলত থাকলেও শুধু একটা হাদিস আমাকে ছোট বেলা থেকেই ভীত করে তা হচ্ছে কাউকে কষ্ট দিলে আল্লাহ তা'লা 4টি গজব দান করেন তার মধ্যে একটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় জিনিস টা আল্লাহ তা'লা তার কাছে থেকে কেঁড়ে নেন।
এখন আমাকে ক্ষতি করার চেষ্টা করা মানুষ গুলো কে বা কষ্ট দেয়া মানুষ গুলোকে যদি প্রতি উত্তর দিয়ে আমিও কষ্ট দিয়ে ফেলি তাহলে যদি আমার আল্লাহ আমাকে সেই 4টি আজাবের উল্লেখিত 1টি আজাবে পতিত করেন তাহলে..... আমার কি হবে,,,, ভাবতেই আমার বুক টা,,,,, এজন্য আমি সহ্য করে নেই কখনোই কিছু বলিনা।তার মানে আমি মোটেও দূর্বল না।

উত্তর না দেয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে যারা আমাকে অন্যায় ভাবে আঘাত করে আমাকে এ পর্যন্ত যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে তাদের প্রতি আমার কোনো অনুভূতিই কাজ করেনা।মানে রাগ- অভিমান,তাদের প্রতি ভালো লাগা, খারাপ লাগা,ঘৃনা কিছুই না।আর মানুষ গুলো কে যদি প্রতি উত্তর দেয়ার মাধ্যমে আমিও বাজে ভাবে আঘাত করে ফেলি, অথবা তাদের অতিত জিবনের কিছু অংশ তুলে ধরার মাধ্যমেও যদি আঘাত করে ফেলি বা গালি দিই তাহলে আমার আল্লাহর তরফ থেকে গজব আসার আগ মূহুর্তেই তাদের কাছ থেকে ক্ষমা চাইতেই হবে যেটা আমি কখনোই পারবোনা।দুনিয়া তে ক্ষমা না চাইলেও আমার করা আঘাত এর জন্য আখিরাতে হলেও তাদের কাছে থেকে আমাকে নিজের জন্য ক্ষমা চেয়ে আনতে হবেই যা আমার জন্য কষ্ট সাধ্য হবে।
ঠিক এইদুইটা কারনেই আমি কিছু বলিনা।আমার সম্পর্কে খুব বাজে ধারণা করে কথা বল্লেও কিছুই বলিনা। হয়তো ভাবতে পারেন কেউ বাজে কথা বললে কিংবা জিবনের অতিত হয়ে যাওয়া বিষয় গুলো নিয়ে না জেনে আঘাত করে কথা বললে আমিও প্রতি উত্তরে তাদের আঘাত করলে গুনাহ তো নেই। না এটা ভুল। আমার অতিত জিবনের বৈধ কিছু অমোচনীয় ক্ষতগুলো নিয়ে আমাকে আঘাত করলে আমিও পারি কারও অবৈধ অতিত নিয়ে বাজে ভাবে কথা বলতে কিন্তু আমি কখনোই করিনি বা করবোও না। কারণ এর অধিকার আমার নাই। আর করলে এটা ক্ষমা না চাইলে আমিও আল্লাহর কাছে পার পাবোনা।
তবে বিশ্বাস করেন তাদের কথা,আঘাত আমার সাথে লেগে থাকার বিষয় গুলো,আমাকে কটাক্ষ করে বাজে ধারণা করে কথা বলা গুলো আমার ধৈর্য্যের বাধকে ভেতর থেকে এতটাই বেশি ভেঙ্গে দেই এতটাই বেশি যে আল্লাহ আবার নতুন করে আমাকে ধৈর্য্য দিয়ে দেন যেন সহ্য করে নিতে পারি।।জানিনা কেন আমার এমন হয়।তবে অন্য কোনো বিষয়েই যেমন আমার পরিবারের কোনো মানুষ এর প্রতি ও আমার এতোটা ধৈর্য্য কাজ করেনা।যতটা সেই ভালো মানুষ গুলোর জন্য কাজ করে।

আর হ্যাঁ কারও অনেক বেশি জুলুমের শিকার হয়ে আমার বুকের ভেতরে যে ক্ষরস্রোতা আহাজারি কাজ করে এটা নিশ্চয় এক আল্লাহ শুনতে পান।

একই সাথে এই আহাজারি বুকের মধ্যে মারাত্তক রকমের প্রশান্তিও এনে দেই।যে প্রশান্তি আমাকে নিশ্চিতভাবে নিশ্চয়তা দেয় অনেক কিছুরই।
আলহামদুলিল্লাহ 😊

03/09/2025

🚫 অন্যকে কষ্ট দেওয়া, ছোট–বড় বিষয়ে লেগে থাকা
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“পানি পান করতে গিয়ে কেউ যেন অন্যকে ঠেলাঠেলি না করে বা বিরক্ত না করে। আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির উপর, যে জমি, পানি বা আগুনে মানুষের অধিকার অস্বীকার করে।”
(ইবনে মাজাহ, হাদিস: ২৪৭৩

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে।” (বুখারি, মুসলিম)

“যে মুসলমানকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দিলো; আর যে আমাকে কষ্ট দিলো, সে আল্লাহকে কষ্ট দিলো।” (মুসনাদে আহমদ)

“কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সেই, যার দুষ্টুমি ও কষ্ট থেকে মানুষ বাঁচতে তাকে এড়িয়ে চলে।” (বুখারি, মুসলিম)

👉 অর্থাৎ, যারা সবসময় অন্যের পেছনে পড়ে ঝগড়া করে, ছোট-বড় বিষয়ে লেগে থাকে, কষ্ট দেয়—তারা আল্লাহ ও তাঁর রাসূলের কাছে ঘৃণিত ও দূষিত চরিত্রের মানুষ।

---

🚫 পানি ও মৌলিক অধিকার নিয়ে কষ্ট দেওয়া

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“মুমিনগণ তিন জিনিসে শরিক: পানি, চারণভূমি ও আগুন।” (আবু দাউদ, ইবনে মাজাহ)

“যে ব্যক্তি পানির পথ রোধ করে অন্যকে কষ্ট দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন: আজ আমি তোমার জন্য রহমতের পথ বন্ধ করে দিলাম।” (ইবনে মাজাহ)।

ইজ্জত আঘাতকারি +রিজিকে আঘাত কারি+অস্বীকারকারি ইন শা আল্লাহ কখনোই ক্ষমা করবো না ইন শা আল্লাহ।
22/08/2025

ইজ্জত আঘাতকারি +রিজিকে আঘাত কারি+অস্বীকারকারি ইন শা আল্লাহ কখনোই ক্ষমা করবো না ইন শা আল্লাহ।

ছোটবেলা স্কুলে শান্তা ম্যাম ও একই কথা বলেছিলেন,,,,
17/08/2025

ছোটবেলা স্কুলে শান্তা ম্যাম ও একই কথা বলেছিলেন,,,,

🥺কখনো কারও  এক বিন্দু পরিমানও ক্ষ'তি করিনি।তবুও মিথ্যার শহরে ভেসে গিয়েও নিজেকে অনেক ভাবে আগলে রেখেছি।আমার আল্লাহ তুমি সব...
29/07/2025

🥺
কখনো কারও এক বিন্দু পরিমানও ক্ষ'তি করিনি।তবুও মিথ্যার শহরে ভেসে গিয়েও নিজেকে অনেক ভাবে আগলে রেখেছি।আমার আল্লাহ তুমি সব দেখেছো সবই শুনেছো।অনেক বাজে কথার প্রতিউত্তরেও আমি ছিলাম বাকরুদ্ধ।কারণ বিশ্বাস করি জাবাব টা আল্লাহ ই একদিন দিয়ে দিবেন ইন শা আল্লাহ।কত বড় কথা বলে কারও উপর জুলুম করে আবার তা অস্বীকার করে মাজলুমের উপর দোষ চাপিয়ে দেওয়ার মিথ্যা কৌশল এর কাছে মৃত্যু অনেক শ্রেয়।আল্লাহ সব সময় সবাইকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিও।ইয়া আল্লাহ সব ভাঙ্গা মনের আর্তনাদ তুমি সূরা আহযাব এর 68নং আয়াতের সাথে এভাবেই কবুল করে নিও আমিন,"
رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَلْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
"
অর্থ:
"হে আমাদের রব! তুমি তাদেরকে আযাব দ্বিগুণ কর এবং তাদেরকে বড় ধরণের অভিশাপে অভিশপ্ত কর।"

এই ছবি থেকে যা ইনকাম হবে তা দিয়ে পি'চ্চির বাবা কে কু'র'বা'নী তে সকালে  পরার জন্য একটা গেঞ্জি কিনে দিবো🙂
30/05/2025

এই ছবি থেকে যা ইনকাম হবে তা দিয়ে পি'চ্চির বাবা কে কু'র'বা'নী তে সকালে পরার জন্য একটা গেঞ্জি কিনে দিবো🙂

দুনিয়ার বুকে সবচেয়ে পবিত্র স্থান – কাবা শরিফ।আল্লাহ আমাদের সবাইকে এই ঘরের সামনে দাঁড়ানোর তৌফিক দিন। আমিন।"     #কাবা  #ম...
04/05/2025

দুনিয়ার বুকে সবচেয়ে পবিত্র স্থান – কাবা শরিফ।আল্লাহ আমাদের সবাইকে এই ঘরের সামনে দাঁড়ানোর তৌফিক দিন। আমিন।"

#কাবা #মক্কা #হজ্জ্ব

My first GIG in Fiverr.
24/04/2025

My first GIG in Fiverr.

For only $20, Zerintasnim0673 will create eyecatching designs for your brand. | I will design unique and eye catching ghost themed t-shirt design perfect for your clothing brand or print store,my designs are made to stand out | Fiverr

এইবার নববর্ষের জন্য সিম্পলের মধ্যে আমার নিজের হাতে ডিজাইন করাT-Shirt🥰
13/04/2025

এইবার নববর্ষের জন্য সিম্পলের মধ্যে আমার নিজের হাতে ডিজাইন করাT-Shirt🥰

08/04/2025

আমরা আমাদের কাজে ব্যস্ত। আমাদের কোনো চি'ন্তায় নাই।কত রঙ তা'মা'শায় উ'ন্মাদ আমরা❌

আর অন্যদিকে আমাদের ক'লিজার একটা অং'শ ক্ষ'ত বি'ক্ষ'ত😅।সেদিকে কারও খেয়াল ই নেই।

ইয়া আল্লাহ!!🤲🥺

Help The People Of GA*Za

Noল্লি Special With Chicken Biriany😍
06/04/2025

Noল্লি Special With Chicken Biriany😍

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zerin Tasnim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category