30/03/2025
নারীকে অবহেলা করাতে
বাধ্য করবেন না!
কারণ নারী যত গভীরভাবে ভালোবাসতে পারে,
তার থেকেও গভীরভাবে
কাউকে অবহেলাও করতে পারে!
সহজ সরল নরম মাটি পেয়ে
দিনের পর দিন পিষে ফেলছেন-
আর ভাবছেন, আরেহ,,,,,
ভালোই তো! যা বলছি, যা করছি
সবটাই তো মেনে নিচ্ছে!
বারবার তাড়িয়ে দিলেও ফিরে আসছে!
সে একবার ফিরবে না বলে মনস্থির করলে
আপনার সর্বোচ্চ চেষ্টাও বৃথা হবে।
মনটাকে একবার শক্ত করে ফেললে
আপনার আর কোনো শক্তি থাকবেনা
সেই শক্তটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার।
কারণ তার কোমলময়ী ভালোবাসার থেকেও
তার অবহেলা ভয়ংকর!