
31/08/2025
✨ আমি আর আমার ভাতিজা ✨
ভাতিজা শুধু রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সবচেয়ে কাছের বন্ধন।
তার একটুকরো হাসি যেন সব ক্লান্তি ভুলিয়ে দেয়, আর তার নিষ্পাপ চোখে লুকিয়ে আছে হাজারো স্বপ্ন।
জীবনের প্রতিটি মুহূর্তে এই ছোট্ট মানুষটার সাথে সময় কাটানো মানেই আনন্দ, ভালোবাসা আর শান্তির অনুভূতি।
আজীবন চাইবো, সে হাসুক, সুস্থ থাকুক আর স্বপ্ন ছুঁয়ে দেখুক আকাশ। 💙👨👦🌸
゚