22/02/2025
লাইফে সব কিছু বাদ 😊।
সব কিছু ত্যাগ করে নিজেকে নিজের মতো ভালোবাসবো 🖤।গেমিং কমিউনিটি থেকে ধীরে ধীরে চলে যাবো 😇।আর জীবনেটাকে গুছানোর চেষ্টা করবো😊।আমার জীবনের কাউকে নিয়ে কোন মাথা ব্যাথা নেই ভাই।আমার প্রতি কারোর পারসোনালি রাগ অভিমান থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন সবাই☺️।আর আমাকে পছন্দ করা বা ঘৃণা করা মানুষদের কেও আমার জন্য ভালেবাসা থাকবে। আর আমাকে পছন্দ না হলে সবাই আনফলো করে দিও😊।