Suba's Daily life

Suba's Daily life বাস্তব জীবনের গল্প, হাসি-কান্না, দিনশেষের কিছু মুহূর্ত।
রোজকার আমি, রোজকার তুমি।

আলহামদুলিল্লাহ

কোনো নার্সিসিস্ট কে ভালোবাসছেন না তো? নার্সিসিস্টরা এমন এক ধরণের মানুষ, যারা শুরুতে আপনাকে স্বপ্নের মতো প্রেম দেখাবে। আজ...
12/08/2025

কোনো নার্সিসিস্ট কে ভালোবাসছেন না তো?

নার্সিসিস্টরা এমন এক ধরণের মানুষ, যারা শুরুতে আপনাকে স্বপ্নের মতো প্রেম দেখাবে। আজকে আপনাকে রাজকন্যার/রাজার মতো আগলে রাখবে, কালকে অকারণে আপনার মন ভেঙে দেবে।
তারা আসলে আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে।

প্রথম দিকে আপনি বুঝতেও পারবেন না। তাদের কথাবার্তা, হাসি, আত্মবিশ্বাস সবই এত নিখুঁত যে মনে হবে, আপনি জীবনের সেরা মানুষটিকে খুঁজে পেয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে আপনার মনকে নিজের হাতে বন্দি করবে, আপনার স্বাধীনতা আর আত্মসম্মান তাদের হাতে নিয়ে নিবে।

নার্সিসিস্টরা বাইরে দুনিয়ার কাছে নিজেকে দেখায়,
আমি কত কেয়ারিং, কত মানবিক, কত ভালো।
কিন্তু ভেতরে ভেতরে তারা নির্মম, ঠাণ্ডা মাথার খেলোয়াড়।

তাদের সবচেয়ে ভয়ংকর দিক হলো, আপনি যখনই তাদের ভুল ধরিয়ে দেবেন বা তাদের ইচ্ছের বাইরে কিছু করবেন, তখনই তারা আসল চেহারা দেখাবে।
আপনার ব্যথা, কষ্ট, আর ভালোবাসা সবই তাদের কাছে তুচ্ছ। তারা মনে করে, তারা সবসময় ঠিক, তারা সবার চেয়ে বড় আর বিশেষ।

মনোবিজ্ঞানীরা বলেন, নার্সিসিস্টদের বদলানো প্রায় অসম্ভব। তারা বদলাবে কেবল তখনই, যখন তাদের স্বার্থে কিছু লাভ হবে।

তাই মনে রাখবেন, কেউ যতই ভালোবাসা, যতই সুন্দর কথা, যতই যত্ন দেখাক, যদি সেই মানুষ আপনার শান্তি কেড়ে নেয়, আপনাকে ছোট করে ফেলে, তাহলে সে ভালোবাসা নয়, সেটা মানসিক একটা অশান্তি।

সাবধান হোন, যেন কারো মায়াবী মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার আপনার জীবন গ্রাস না করে।

✍️ সাইন্টিস্ট মাহফুজ



ছবিগুলো দেখে ভালো লাগছে কিন্তু অপুর জন্য মন খারাপ হচ্ছে।আসলে পুরুষ মানুষ হল পানির মত যখন যে পাত্রে থাকে তখন সে পাত্রের আ...
03/08/2025

ছবিগুলো দেখে ভালো লাগছে কিন্তু অপুর জন্য মন খারাপ হচ্ছে।
আসলে পুরুষ মানুষ হল পানির মত যখন যে পাত্রে থাকে তখন সে পাত্রের আকার ধারণ করে।

02/08/2025

ভদ্র পরিবারে জন্ম নিলেই সবাই ভদ্র হয় না।

ভদ্রতা, সম্মান, শিষ্টাচার—এসব কেউ হাতে ধরিয়ে দেয় না, এগুলো পরিবার থেকে শেখা লাগে।
যার পরিবারে "মানুষ হওয়া" শেখায়, সে কখনোই অন্যকে অপমান করে না—বিশেষ করে একজন নারীকে।
কিন্তু কিছু মানুষ আছে, যারা নিজের আয়না না দেখে সারাদিন অন্যের চেহারা নিয়ে পড়ে থাকে,
নিজের চরিত্র না দেখে অন্যের ধর্ম, পেশা, আর্থিক অবস্থা নিয়ে মজা নেয়।
মুখে থাকে খারাপ ভাষার ডিকশনারি আর মনে থাকে অশান্তির ফ্যাক্টরি।
দেখে বুঝি-ঘরে পান্তা নেই, কিন্তু বাহিরে বাতাসে ভাসে।
নিজেকে মনে করে উড়োজাহাজ, কিন্তু ব্যবহার দেখে বোঝা যায়—পুরাই ভাঙ্গা রিকশা।
সমালোচনা, গীবত, গালাগাল, কটুক্তি—এইসব তাদের প্রিয় খেলা।
আর এসব খেলায় তারাই জেতে, যাদের জীবনে আসলে কিছুই করার নেই।

কিন্তু একটা কথা মনে রেখো—
কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে কামড়ায়?
না রে ভাই, মানুষ তখন ডাক্তারের কাছে যায়, কুকুরকে কামড়াতে না।
খারাপের সাথে খারাপ হওয়া যায় না—তাতে পার্থক্য থাকে না।
মন্তব্য কখনো গন্তব্য থামাতে পারে না।
তাই যারা এসব বাজে কথা বলে—তাদের সবচেয়ে বড় সাজা হলো "ইগনোর।
কারণ, যারা শুধু পড়ে থাকে নিচে টেনে ধরার কাজে, তারা কখনোই তোমার ওপরে ওঠা ঠেকাতে পারবে না।

তাই বলছি, যারা কথা দিয়ে কামড়ায়—তাদের কামড় নয়, করুণা দাও।
আর নিজের গন্তব্যে চোখ রেখে আগাও।
তোমার উচ্চতা মাপা হোক, তাদের নিচুতায় নেমে নয়—তোমার নিজের মর্যাদায় দাঁড়িয়ে।
কারণ খারাপের সাথে খারাপ হওয়া যাবে না।
জাস্ট ইগ্নোর এন্ড চিল😊

Happy birthday to me😊
02/08/2025

Happy birthday to me😊

৫ দিন হল মেয়েটা ভাইরাস জ্বরে আক্রান্ত, সাথে সর্দি,কাশি।শেষমেস এই জ্বর আমার মেয়েটাকেও পেয়ে বসলো।ওর জন্য দোয়া করবেন 😔
01/08/2025

৫ দিন হল মেয়েটা ভাইরাস জ্বরে আক্রান্ত, সাথে সর্দি,কাশি।
শেষমেস এই জ্বর আমার মেয়েটাকেও পেয়ে বসলো।ওর জন্য দোয়া করবেন 😔

যারা ফেসবুকে ছবি দেয় তারা নাকি অন্যের মনোরঞ্জন করে। #বাণীতে_নিজে_হাজার_হাজার_ছবি_পোস্ট_করা_এক_সুইপার🙄যাইহোক মনোরঞ্জনের জ...
31/07/2025

যারা ফেসবুকে ছবি দেয় তারা নাকি অন্যের মনোরঞ্জন করে।
#বাণীতে_নিজে_হাজার_হাজার_ছবি_পোস্ট_করা_এক_সুইপার🙄
যাইহোক মনোরঞ্জনের জন্য ছবি দিলাম😎

30/07/2025

আপনার কাছে শত অবহেলার মানুষটা হয়তো কারো কারো কাছে অনেক শখের
মানুষ ছিল।
হয়তো বাস্তবতার কাছে হেরে গিয়ে সেই শখের নারী বা পুরুষটিকে বিসর্জন দিয়ে আপনাকে বেছে নিয়েছিল।

কাছের মানুষের যত্ন নিন হারিয়ে গেলে শুধু আফসোস করবেন।
শুভ সকাল❤️

আলহামদুলিল্লাহ অল্প হলেও ইনকাম হচ্ছে।সবার জন্য শুভ কামনা❤️
29/07/2025

আলহামদুলিল্লাহ অল্প হলেও ইনকাম হচ্ছে।
সবার জন্য শুভ কামনা❤️

এই কথা আমার কলিগদের কেউ বলে দেন।খালি এটা সেটা খেতে দেয়😭😭
29/07/2025

এই কথা আমার কলিগদের কেউ বলে দেন।খালি এটা সেটা খেতে দেয়😭😭

28/07/2025

ভদ্র সমাজে বসবাস করেও যাদের মুখের ভাষা সুইপার, বস্তি টাইপ তাদের কি বলা যায়?
#সুইপার_সুইপার😂

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suba's Daily life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share