Bangaldesh E-sports

Bangaldesh E-sports Free fire Media Partner Need Media Partner contact 01887762655 what's app

অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট ০১ শেষে শীর্ষ ৬টি দল জায়গা করে নিয়েছে গ্র্যান্ড ফাইনালে। 🔥👏 অভিনন্দন সবাইকে!এবার লক্ষ্য আ...
31/05/2025

অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট ০১ শেষে শীর্ষ ৬টি দল জায়গা করে নিয়েছে গ্র্যান্ড ফাইনালে। 🔥

👏 অভিনন্দন সবাইকে!
এবার লক্ষ্য আরও বড় — বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ EWC-তে।

অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট ০২ শুরু হচ্ছে ৮ জুন থেকে।📍

স্প্লিট ০১ চলাকালীন কারিগরি সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

রিসেন্টলি ফেসবুকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ টপ ওয়ান এবং RHK সাপোর্টার নিয়ে , বিভিন্ন রকম ট্রল এবং Memes  পোস্ট দেখা যাচ্...
21/05/2025

রিসেন্টলি ফেসবুকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ টপ ওয়ান এবং RHK সাপোর্টার নিয়ে , বিভিন্ন রকম ট্রল এবং Memes পোস্ট দেখা যাচ্ছে ।এক ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ টপ ওয়ানের টিম মেট আলিফ গেমিং বলেছেন RHK domination করে গেম প্লে করে সেটা নাকি বড় বড় টুর্নামেন্টে গেলে, এক মুহূর্ত টিকতে পারবে না। এবং অপরদিকে RHK সাপোর্টাররা একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের পয়েন্ট টেবিল শেয়ার করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ টপ ওয়ানের পজিশন ১২ নাম্বারে এই নিয়ে দুই সাপোর্টারদের ভিতরে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সিটি হচ্ছে
আপনার এ বিষয়ে কি মতামত!

হঠাৎ আমাদের কমিউনিটিতে ঝড় উঠেছে, যে ইনভাইটের স্লট ক্যান্সেল এবং টুর্নামেন্টের পিসি বয়কটের ডাক। সর্বপ্রথম আমাদের এখানে ...
20/05/2025

হঠাৎ আমাদের কমিউনিটিতে ঝড় উঠেছে, যে ইনভাইটের স্লট ক্যান্সেল এবং টুর্নামেন্টের পিসি বয়কটের ডাক। সর্বপ্রথম আমাদের এখানে বুঝতে হবে। আমাদের টুর্নামেন্ট গুলোতে ইনভাইটের স্লট এবং পিসি কি জন্য এলাও করা হয়।

ইনভাইট এর স্লট এবং পিসি এলাও বিষয়:
প্রথমত আমাদের কমিউনিটিতে যেসব ইউটিউবাররা রয়েছেন তারা 98 শতাংশ পিসিতে গেম প্লে করে থাকে। মোবাইল ইউটিউবার আমাদের কমিউনিটিতে খুবই নগণ্য। যারা আমাদের কমিউনিটিতে টুর্নামেন্ট করে থাকে টুর্নামেন্টে টাকা স্পন্সর করে তাদের কোন না কোন উদ্দেশ্য থাকে যেমন তাদের ইউটিউব কিংবা আদার সোশ্যাল মিডিয়া গ্ৰো করার জন্য তারা টুর্নামেন্ট গুলো দিয়ে থাকে সাধারণত টুর্নামেন্ট প্রাইস গুলো যে রকম থাকে 10 হাজার 15 হাজার 20 হাজার 1 লাখ উপর পর্যন্ত টুর্নামেন্টগুলো প্রাইজ রাখা হয়। এখানে মূল বিষয়টি হলো যখন স্পন্সরের টুর্নামেন্ট রাখে এবং ইউটিউবারদের ইনভাইট করা হয় তাদেরকে আমরা যখন প্রস্তাব দেই যে আপনারা মোবাইল ফোনে আসুন তারা তৎখানে কোন কিছু বলে না কিন্তু দেখা যায় যে তারা সে টুর্নামেন্ট অংশগ্রহণ করে না। এখানে আমি একটা বিষয় আপনাদের সবাইকে মনে করিয়ে দেই ইউটিউবাররা কিন্তু টুর্নামেন্টের প্রাইজপুল জন্য খেলতে আসে না। তারা আসে কনটেন্টের জন্য। তাই তারা দু-একটা টুর্নামেন্ট না খেলতে গেলেও কোন যায় আসে না কারণ কোন না কোন টুর্নামেন্টে পিসি এলাও করবে এবং সেখান থেকে তারা কন্টেন্ট পাবে তাই আপনাদের পিসির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আগে ।আপনারা পিসি কন্টেন্ট ক্রিকেটারদের বিরুদ্ধে কথা বলুন তাদেরকে আপনারা বলুন যে আপনারা ফোনে গেম প্লে করুন তাদেরকে আপনারা বয়কট করুন তাহলে আপনারা টুর্নামেন্টে পিসির যেই অসামঞ্জস্য থেকে রেহাই পাবেন তাছাড়া পাবেন না কারণ আপনাদের জন্যই এই ইনভাইট সল্ট গুলো রাখা হয়। ইউটিউবারদের লাইভ ম্যাচ গুলো ছাড়া আপনাদের নরমাল ম্যাচের লাইভে কোন ভিউ আসে না কেন আসে না আপনারা নিজেরাই দেন না আপনারা ইউটিউবার কে বাদ দিয়ে আমাদের নরমাল ম্যাচের লাইভের ভিউ গুলো দেন তাহলে আমরা আমাদের ইউটিউবার কে ইনভাইট করতে হবে না। আপনারা যখন শুধু ইউটিউবারদের ম্যাচগুলোতে ভিউ দেন স্পন্সর তখন কি বলে জানেন বলে শুধু ইউটিউবার চাই কারণ আপনার নরমাল লাইভে ভিউ দেন না। এখন আপনাদের মতামত জানান যে আসলে পিসি টুর্নামেন্ট থেকে বয়কট করা উচিত না পিসি কনটেন্টের বয়কট করা উচিত?

আপনার মতামত জানান!

02/05/2025

🖇️সবাই প্রস্তুত তো ♥️

28/04/2025
স্ক্যামার এল্যার্ট ⚠️⛔গত ৩/০৪/২০২৫ তারিখে BHK OFFICIAL E-SPORTS BD 🇧🇩 কতৃক আয়োজিত ফ্রি টুর্নামেন্ট এ বাংলাদেশের অনেক গুল...
27/04/2025

স্ক্যামার এল্যার্ট ⚠️⛔

গত ৩/০৪/২০২৫ তারিখে BHK OFFICIAL E-SPORTS BD 🇧🇩 কতৃক আয়োজিত ফ্রি টুর্নামেন্ট এ বাংলাদেশের অনেক গুলো ই -স্পোর্টস টিম এর সাথে অনেক বড় ধরনের একটি স্ক্যাম হয়েছে যার সাথে BHK OFFICIAL সরাসরি যুক্ত ছিলো!! প্রথমত ফ্রি টুর্নামেন্ট এর নাম করে তাদের অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার এবং ফলোয়ার গেইন করায় এবং পরবর্তীতে ১ম রাউন্ডের খেলা শেষ করে চলতি টুর্নামেন্ট টি বন্ধ ঘোষনা করে দেয় BHK OFFICIAL যেটি কখোনোই বাংলাদেশ এর ই স্পোর্টস কমিউনিটিতে গ্রহনযোগ্য নয়!! তাছারা ফ্রি টুর্নামেন্ট এর পাশা পাশি প্রায় একই সময় একটি পেইড টুর্নামেন্ট এর ও আয়োজন করেছিলো BHK OFFICIAL যেখানে সাধারন প্লেয়ারদের থেকে ম্যাচ ফি নিয়ে পরবর্তীতে সেই ম্যাচ গুলো আর পরিচালনা করা হয়নি!!

এরই পরিপ্রেক্ষতে গত ২৬/০৪/২০২৫ BHK OFFICIAL এর মূল এডমিন এর সাথে একটি মিটিং এর আয়োজন করা হয় যেখানে বাংলাদেশের সুনামধন্য ২৫+ কমিউনিটি এডমিন উপস্থিত ছিল এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্যে। সেখানে BHK OFFICIAL এর অশালীন আচরন এ সবাই প্রভাবিত হয়েছেন!তাছারা BHK OFFICIAL এমন কোনো প্রমান দিতে পারেনি যে সে স্ক্যাম করেনি!!

তাই BHK OFFICIAL কতৃক এরূপ একটি দূর্নীতি মূলক কার্যক্রম পরিচালিত হওয়ার কারনে "BHK OFFICIAL" এবং BHK OFFICIAL এর ই স্পোর্টস টিম কে "BANGLADESH FREE FIRE E SPORTS COMMUNITY AND BANGLADESH FREE FIRE GUILD COMMUNITY" থেকে আজীবনের জন্য "ব্যান" 🚫 ঘোষনা করা হলো!!

SAFE AND PLAY SAFE ❤️

⚡ প্রতিযোগিতার নতুন যুগ শুরু হতে যাচ্ছে!সবাই অনুমান করতে পারছেন কি?🤔🏆 কি হতে যাচ্ছে টুর্নামেন্ট এর নাম? কি নিয়ে এলো REBO...
16/04/2025

⚡ প্রতিযোগিতার নতুন যুগ শুরু হতে যাচ্ছে!
সবাই অনুমান করতে পারছেন কি?🤔
🏆 কি হতে যাচ্ছে টুর্নামেন্ট এর নাম? কি নিয়ে এলো REBORN ARMY? সবার কাছে থাকল প্রশ্ন😃– আপনি কি প্রস্তুত নিজের জায়গা নিশ্চিত করতে?
শীঘ্রই আসছে! 🔥

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangaldesh E-sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share