Antu's Queendom

  • Home
  • Antu's Queendom

Antu's Queendom "Antu's Queendom" পেজটি-তে আপনাদের সবাইকে স্বাগতম । এখানে নিয়মিত আমার ব্লগ ভিডিও আপলোড করা হয়
(2)

যাকে তাকে ভালোবাসা যায় না! ভালোবাসা সবার প্রতিই আসে না! ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের মিল থেকে...
23/07/2025

যাকে তাকে ভালোবাসা যায় না! ভালোবাসা সবার প্রতিই আসে না! ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের মিল থেকেই কারো প্রতি ভালোবাসা আসে!
ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয়! যার সাথে মনের বনিবনা হয় না তার সাথে ভাব জমে না! কাউকে ভালো না লাগলে, তাকে ভালোবাসাও যায় না! যার স্বভাব-আচরণ আপনার পছন্দ নয়, যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারে নি,
যার কথা বলার ধরন আপনার ভালো লাগে না তাকে আপনি কস্মিনকালেও ভালবাসবেন না!
ভালবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনিবনা হতেই হবে!
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোন নিশ্চয়তা নেই! কাউকে ভালবাসলে যে, সেও আপনাকে টিক একইভাবে ভালবাসবে তারও কোন নিশ্চয়তা নেই! কাউকে আপনার মনে ধরেছে মানেই যে, সেও আপনাকে তার মনের মতো ভাবে; এমনটাও নয়!
প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা! আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণে মূলত মনের সাথে মনের বনিবনা হয় না! আর সেই মনের সাথে মনের বনিবনা না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায়!
আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হন! পৃথিবীতে কোন মানুষই তার মনের মতো না হলে কারো ডাকে সাড়া দেয় না!
আমরা যারা ভালোবাসার ভিখারি, আজীবন শুধু ভালোবাসায় চেয়ে এসেছি; আমরা সত্যিকার অর্থে কারো মনের মতো হতে পারিনি! যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি, সেটা ভালোবাসা নয়! সেটা কেবল ছলনা, সহানুভূতি আর নয়তো দয়া! প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না! ভালোবাসা; যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয়!
একতরফা নয়, পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে; সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না-থাকতে পারে না..!!

🌸🤍
21/07/2025

🌸🤍

ছোট বোনের তৈরি পুডিং মজাই লেগেছে🤤❤️Nafiza Islam ধন্যবাদ আফু🌚😋
18/07/2025

ছোট বোনের তৈরি পুডিং মজাই লেগেছে🤤❤️
Nafiza Islam ধন্যবাদ আফু🌚😋

ভাবতে পারো, আমি কতখানি একা হবার পরনিজেকে তোমার থেকে গুটিয়ে নিলাম? তোমার চোখে যখন ভালোবাসার বদলে বিরক্ত দেখতে শুরু করলাম,...
16/07/2025

ভাবতে পারো, আমি কতখানি একা হবার পর
নিজেকে তোমার থেকে গুটিয়ে নিলাম? তোমার চোখে যখন ভালোবাসার বদলে বিরক্ত দেখতে শুরু করলাম, আমার জন্যে সম্মানের ছিটেফোঁটাও কোথাও খুঁজে পাচ্ছিলাম না, সবার প্রায়োরিটি আকাশচুম্বী আর আমার স্থান একদম নিচের দিকে দেখতে পাচ্ছিলাম। ঠিক তখনই আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করে নিলাম। তুমি আমার গুটিয়ে যাওয়া দেখেছিলে আমার ভেজা চোখ দেখনি। আমার অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে দেখনি। দেখবে কি করে? এতো মানুষের ভীড়ে তোমার দৃষ্টি আমার দিকে পড়ার সময়ই হয় নি। আর তুমি প্রয়োজনও মনে করো'নি আমার দিকে দৃষ্টি দেওয়ার। আমার দিকে দৃষ্টি থাকলে কি আর তুমি এদিক সেদিক সুখ কুঁড়াতে চাইতে?
অতঃপর আমি চুপ থেকে নিজেকে গুটিয়ে নিতে শিখে গেলাম.!🙂

😋🤤
16/07/2025

😋🤤

গেলো গেলো বগুড়া, শেরপুর আজ ডুবে গেলো রে😂🤣এতো দেখি থামার নাম নিচ্ছে না রে🤭
15/07/2025

গেলো গেলো বগুড়া, শেরপুর আজ ডুবে গেলো রে😂🤣এতো দেখি থামার নাম নিচ্ছে না রে🤭

ঝুম বৃষ্টিতে বসে আছি নীরবে,মনটা আজ যেন খুব কেঁদে উঠে ভোরে।চোখের কোণ ভিজে গেছে, কে জানে—বৃষ্টি না কি অভিমানের ঘোরে।হয়তো ক...
15/07/2025

ঝুম বৃষ্টিতে বসে আছি নীরবে,
মনটা আজ যেন খুব কেঁদে উঠে ভোরে।
চোখের কোণ ভিজে গেছে, কে জানে—
বৃষ্টি না কি অভিমানের ঘোরে।
হয়তো কেউ কথা রাখেনি আর,
হয়তো ভালবাসা গেছে হেরে।
এই ভিজে পথ, এই একাকী দেয়াল—
সব আজ সাথী, কেউ নেই ঘরে।
হাসির মাঝে লুকানো কষ্ট,
বুঝবে না কেউ, কেবল বৃষ্টি বোঝে।
তাই তো তাকে পাশে নিই বসে—
একটু কান্না, একটু নীরবতা মিশে😊🌸🤍

শব্দহীন কিছু ব্যথা😊জীবন থেমে থাকেনি, আমিও না। যেভাবে চেয়েছিলাম, সেভাবে চলেনি কিছুই, তবু ও সময়ের স্রোতে ভেসে চলেছি অবিরাম...
14/07/2025

শব্দহীন কিছু ব্যথা😊
জীবন থেমে থাকেনি, আমিও না। যেভাবে চেয়েছিলাম, সেভাবে চলেনি কিছুই, তবু ও সময়ের স্রোতে ভেসে চলেছি অবিরাম। স্বপ্ন ছিল অনেক, কিন্তু পূরণ হবার আগেই হারিয়ে গেছে পথে।
আর বড় হওয়ার স্বপ্ন?
তা তো সময়ের আগেই বাস্তব হয়ে গেলো, একগাদা দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে।
শান্তি চেয়েছিলাম, খুব সামান্যই, কিন্তু জীবন দিয়েছে তার দ্বিগুণ অস্থিরতা। এভাবে সব কিছু হারিয়ে ফেলার নামই যদি বেঁচে থাকা হয়, তাহলে বলতে হয়- আমি এখনো বেঁচে আছি, শুধু নিজের মতো করে নয়। 🖤

🤍🌸
02/07/2025

🤍🌸

Address

Bogura Sherpur

5840

Alerts

Be the first to know and let us send you an email when Antu's Queendom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share