
23/07/2025
যাকে তাকে ভালোবাসা যায় না! ভালোবাসা সবার প্রতিই আসে না! ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের মিল থেকেই কারো প্রতি ভালোবাসা আসে!
ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয়! যার সাথে মনের বনিবনা হয় না তার সাথে ভাব জমে না! কাউকে ভালো না লাগলে, তাকে ভালোবাসাও যায় না! যার স্বভাব-আচরণ আপনার পছন্দ নয়, যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারে নি,
যার কথা বলার ধরন আপনার ভালো লাগে না তাকে আপনি কস্মিনকালেও ভালবাসবেন না!
ভালবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনিবনা হতেই হবে!
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোন নিশ্চয়তা নেই! কাউকে ভালবাসলে যে, সেও আপনাকে টিক একইভাবে ভালবাসবে তারও কোন নিশ্চয়তা নেই! কাউকে আপনার মনে ধরেছে মানেই যে, সেও আপনাকে তার মনের মতো ভাবে; এমনটাও নয়!
প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা! আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণে মূলত মনের সাথে মনের বনিবনা হয় না! আর সেই মনের সাথে মনের বনিবনা না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায়!
আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হন! পৃথিবীতে কোন মানুষই তার মনের মতো না হলে কারো ডাকে সাড়া দেয় না!
আমরা যারা ভালোবাসার ভিখারি, আজীবন শুধু ভালোবাসায় চেয়ে এসেছি; আমরা সত্যিকার অর্থে কারো মনের মতো হতে পারিনি! যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি, সেটা ভালোবাসা নয়! সেটা কেবল ছলনা, সহানুভূতি আর নয়তো দয়া! প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না! ভালোবাসা; যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয়!
একতরফা নয়, পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে; সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না-থাকতে পারে না..!!