Cutye Queen

Cutye Queen দিনশেষে একটাই ভরসা, হাসবুনাল্লাহু ওয়া'নিমাল ওয়াকীল।
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট 🤲
(3)

21/10/2025

ভালোবাসার অপরাধে কোটিপতি একমাত্র মেয়ে এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে,, পুরুষ তুমি যদি সঠিক হও নারী তোমার জন্য রাস্তায় নামতে ও রাজি,, 🥰🙃

🔥 আগুন শুধু বিল্ডিং পোড়ায় না, পোড়ায় স্বপ্নও…আজ যাঁরা ভাবছেন, “এই আগুনে তো আমার কোনো প্রোডাক্ট নেই!”তাদের জন্য দুঃসংবাদ —...
19/10/2025

🔥 আগুন শুধু বিল্ডিং পোড়ায় না, পোড়ায় স্বপ্নও…

আজ যাঁরা ভাবছেন, “এই আগুনে তো আমার কোনো প্রোডাক্ট নেই!”
তাদের জন্য দুঃসংবাদ —
এয়ারপোর্টে আগুন মানে শুধু কিছু পণ্য বা স্থাপনার ক্ষতি নয়,
এর মানে হলো ইমপোর্ট বন্ধ, শিপমেন্টে দেরি,
আর আগামী মাসগুলোতে বিদেশি পণ্যের দাম বেড়ে যাওয়া।

যাঁরা পোশাক, কসমেটিকস, হ্যান্ডক্রাফট, আর্ট বা বিদেশি উপকরণনির্ভর ব্যবসার সঙ্গে যুক্ত —
এই আগুনের প্রভাব তাঁদের সবার ওপরই পড়বে,
সরাসরি কিংবা পরোক্ষভাবে।

ইমপোর্টাররা এখন শিপমেন্ট আনতে ভয় পাবেন,
নতুন করে মাল আনতে খরচ বাড়বে, সময় লাগবে বেশি।
ফলে উৎপাদক, ডিজাইনার, ক্রাফট মেকার — এমনকি সাধারণ ক্রেতাও ক্ষতিগ্রস্ত হবেন।
কারণ একটা জায়গায় দাম বাড়লে, সেই চাপ পুরো বাজারজুড়েই পড়ে।

এই অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনা নয়,
এটা হাজারো ব্যবসায়ীর বুকের ভেতর জ্বলতে থাকা আগুন।
কার্গো ভিলেজে আগুনে পুড়ে গেছে কোটি কোটি টাকার পণ্য,
আর তার সঙ্গে পুড়ে গেছে মানুষের বছরের পর বছর পরিশ্রম, আশা, স্বপ্ন।

কেউ ব্যাংক ঋণ নিয়ে, কেউ শেষ সম্বল দিয়ে অপেক্ষায় ছিলেন লাভের মুখ দেখার—
কিন্তু এক মুহূর্তেই সবকিছু ছাই হয়ে গেল।
এই ক্ষতি টাকায় মাপা যায় না,
কারণ এর ভেতরে জড়িয়ে আছে মানুষের জীবন, সংসার আর ভবিষ্যৎ।

🔥 আগুন শুধু স্থাপনায় নয়,
জ্বালিয়ে দিয়েছে আমাদের অর্থনীতি, রিজিক আর সৃজনশীলতার ভিত।
ছাইয়ের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন।

ইমরান ও তার মায়ের হ*ত্যা*কা*রী*রা।
18/10/2025

ইমরান ও তার মায়ের হ*ত্যা*কা*রী*রা।

15/10/2025

কদর করতে না জানলে নসিব থেকে সেই জিনিস উঠিয়ে নেওয়া হয়,, 😅💔

15/10/2025

বুঝবা পাখি বুঝবা যখন হারাইয়া যাবো তখন বুঝবা 💔
কিন্তু একটা সত্যি কথা 💔
💞 যুগের পর যুগ কেটে যাবে, সময় বদলাবে, মানুষ বদলাবে কিন্তু আমার বুকে বা পাশে তুমি অদৃশ্য দাগ হয়ে থেকে যাবে। হয়তো একদিন আমি ভুলে যাবো অনেক কিছু, কিন্তু তোমার স্মৃতি ভুলবার ক্ষমতা আমার নেই। তুমি হয়তো পাশে থাকবেনা কিন্তু হৃদয়ের ভেতরটা জুড়ে তুমি চিরদিনের মতো জায়গা করে নিয়েছো, আজীবন থেকে যাবে আমার নিঃশব্দের মতো। 😌💗
আমার প্রতিটি ধ্বনি নীরবতার গভীরে

13/10/2025

আর একটা মেসেজ দিলে ব্লক করে দিবো,, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অনুভূতি কাজ করে এমন মেসেজ দেখলে,,😅💔

10/10/2025

জীবনটা ফানুসের মতো সবাই উড়তে দেখে কিন্তু পুরতে দেখে না কেউ,,😅💔

10/10/2025

অপেক্ষায় জয় অপেক্ষায় ক্ষয় অতি অপেক্ষায় দেহের মরন না হলেও মনের মরণ ঠিকই হয়,, 😅

09/10/2025

চারিদিকে সব আপন মানুষ তবে প্রত্যেকে নিজ নিজ স্বার্থে সীমাবদ্ধ,,

09/10/2025

Good morning

সোনার দাম বাড়াই আমার বান্ধবীর হাসবেন্ডের অবস্থা 😒😸
08/10/2025

সোনার দাম বাড়াই আমার বান্ধবীর হাসবেন্ডের অবস্থা 😒😸

08/10/2025

বান্ধবী তোরা কই,, 🫠

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cutye Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share