Bogura City

Bogura City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bogura City, Media/News Company, Bogura.

স্মার্ট বগুড়া গঠনে আমাদের ক্ষুদ্র প্রয়াস হচ্ছে Bogura City App । বগুড়ার সকল তথ্য সেবা, নাগরিক সেবা আরও সহজে পেতে ইনস্টল করুন Bogura City App.
সকল সেবা হাতের মুঠোয়

Play Store app link: https://play.google.com/store/apps/details?id=com.boguracity.app

বগুড়া বনানী বাইপাস মহাসড়ক এ ভয়াবহ এক্সিডেন্ট। আজিজুল হক কলেজের ছাত্র,  সিএনজি চালক, আটো রিকশা চালক ঘটনা স্থলে মৃত। ৭জন আ...
09/08/2025

বগুড়া বনানী বাইপাস মহাসড়ক এ ভয়াবহ এক্সিডেন্ট। আজিজুল হক কলেজের ছাত্র, সিএনজি চালক, আটো রিকশা চালক ঘটনা স্থলে মৃত। ৭জন আহত!

04/08/2025

তারুণ্যের সেরা সিদ্ধান্ত ছিলো-

‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’।

04/08/2025

৩ আগস্ট, ২০২৪ কি হয়েছিল বগুড়ায়? অতঃপর ভিডিওতে দেখুন!

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ...
04/08/2025

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। বাংলাদেশে অনলাইনে "০ রিটার্ন" সাবমিট করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

✅ প্রয়োজনীয় জিনিসপত্র:

1. TIN সার্টিফিকেট

2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)

3. জাতীয় পরিচয়পত্র (NID)

4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে

🖥️ ০ রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):

১. ভিজিট করুন:

👉 https://etaxnbr.gov.bd

২. Login করুন:

"eReturn Login" অপশন সিলেক্ট করুন
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন

৩. নতুন রিটার্ন শুরু করুন:

Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)

৪. “০ রিটার্ন” বেছে নিন:

যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন

৫. “Verification” এবং “Submission” করুন:

সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে

রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)

🧾 কেন ০ রিটার্ন দেয়া জরুরি?

TIN Active রাখতে

কোনো ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Payoneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে

NBR থেকে জরিমানা এড়াতে

প্রত্যেক মা তাদের সন্তান নিয়ে কনসার্ন থাকেন। সেল্ফ রুকইয়াহ, ঝাড়ফুঁক কমবেশি সব মায়েরা করে থাকেন। হয়তো কেউ কেউ জোর দেননা, ...
28/07/2025

প্রত্যেক মা তাদের সন্তান নিয়ে কনসার্ন থাকেন। সেল্ফ রুকইয়াহ, ঝাড়ফুঁক কমবেশি সব মায়েরা করে থাকেন। হয়তো কেউ কেউ জোর দেননা, রিসেন্ট দূর্ঘটনা দেখে গুরুত্ব দিচ্ছেন। তবে ধীরে ধীরে এ শোক কাটিয়ে উঠলে হয়তো আবার গুরুত্ব কমে যাবে। অথচ আল্লাহর রাসূল ﷺ আমাদের হেফাজতের জন্য অনেক সুন্নাহ রেখে গেছেন যেটা সবসময়ের জন্যই।

নিঃসন্দেহে মৃত্যু এবং তাকদীর নির্ধারিত। কিন্তু দুআ হেফাজতের শক্তি হিসাবে কাজ করে। আমরা মনপ্রাণ দিয়ে এই সুন্নাহ আমল গুলো সর্বদা করার চেষ্টা করতে পারি। ধরতে পারেন প্রতিরোধক টিকার মতো কাজ করে দুআ, যা আগত বালামুসিবত থেকে বাঁচাতে পারে ইন শা আল্লাহ।

শুধু বাচ্চা না নিজেদের জন্যও ছোট ছোট কিছু আমলের চেকলিস্ট করতে পারি।

➡️ফজর এবং মাগরিবের পরঃ-

১। আয়াতুল কুরসী (সূরা বাকারা ২৫৫)
২। সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর (৩৩বার করে)
৩। সূরা ফাতিহা
৪। সূরা ফালাক্ব, নাস, ইখলাস (৩ বার করে)
৫। কালেমাগুলো- (৩ বার)

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ عَدَدَ خَلْقِهٖ، وَرِضَا نَفْسِهٖ، وَزِنَةَ عَرْشِهٖ، وَمِدَادَ كَلِمَاتِهٖ

(অর্থঃ আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি — তাঁর সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান, তাঁর নিজের সন্তোষের সমান, তাঁর আরশের ওজনের সমান ও তাঁর বাণীসমূহ লেখার কালি পরিমাণ অগণিত অসংখ্য)

(উচ্চারণঃ সুব্‌হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী ‘আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহী।)

৬। কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি - (৩ বার)

رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَّبِالْاِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

অর্থঃ আল্লাহকে রব, ইসলামকে দীন ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট।

(উচ্চারণঃ রদ্বীতু বিল্লা-হি রব্বান, ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান)

৭। কোনো কিছু ক্ষতি করতে পারবে না - (৩ বার)

بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْاَرْضِ وَلَا فِي السَّمَاۤءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

অর্থঃ আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।”

(উচ্চারণঃ বিস্‌মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আস্‌মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম)

৮। আরেকটা ফজিলতপূর্ণ দুআ যা অধিক সাওয়াব তো বটেই পাশাপাশি শয়তান থেকেও সংরক্ষণ করবে - (১০০ বার অথবা ১০, এটলিস্ট ১ বার)

لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

অর্থঃ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

(উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)

৯। কিয়ামতের দিন রাসূল ﷺ এর সুপারিশ - (১০ বার)

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ

অর্থঃ হে আল্লাহ! আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদের উপর।

(উচ্চারণঃ আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

১০। সায়্যিদুল ইস্তিগফার - (এটলিস্ট ১ বার) - উক্ত দিন মারা গেলে জান্নাত লাভ করবে ইন শা আল্লাহ। (ছবিতে ইস্তেগফার এড করে দিলাম)

১১। শিশুদের জন্য আশ্রয় প্রার্থনা করা - (৩ বার)

اُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّاۤمَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَاۤمَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَاۤمَّةٍ

অর্থঃ আমি তোমাদের দু’জনকে আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু (বদনযর) থেকে।

(উচ্চারণঃ উয়িযুকুমা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁয়া হা-ম্মাহ্‌, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্‌)

১২। সূরা তওবা ১২৯ নং আয়াত - (৭ বার)

➡️ রাতে ঘুমানোর আগে -
১। সূরা বাক্বারার শেষ ২ আয়াত
২। সূরা মূলক
৩। ইস্তিগফার
৪। ঘুমানোর দুআ
৫। আয়াতুল কুরসী
৬। কালিমা
৭। দরুদ ইব্রাহিম

➡️ বাসা থেকে নিজে কিংবা বাচ্চারা বের হওয়ার আগেঃ

১। বাম পা দিয়ে -
بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ

অর্থঃ আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

(উচ্চারণঃ বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ)

২। আয়াতুল কুরসী
৩। বাচ্চা বের হলে বদনজরের দুআ আবশ্যক
৪। বেস্ট হয় তিন কুলসহ পড়া

➡️ অপশনাল তবে গুরুত্বপূর্ণ আরো কিছু দুআ -
১। মা বাবার জন্য দুআ
২। দুনিয়া ও আখিরাতের কল্যাণ
৩। জাহান্নাম থেকে আশ্রয়ের দুআ
৪। উপকারী জ্ঞান
৫। মুসলিম হিসাবে ঈমানের উপর মৃত্যু
৬। আইয়্যুব (আঃ) এর দুআ (দুঃখ কষ্ট ও অসুস্থতা থেকে মুক্তির)
৭। আদম (আঃ) এর ক্ষমা চাওয়ার দুআ
৮। আরেকটা চমৎকার দুআ আছে একের ভিতর সব কবর, জাহান্নাম, দাজ্জাল, ঋণ সবকিছু থেকে আশ্রয়ের। দুআটি -

اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَاَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ، وَاَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْـيَا وَالْمَمَاتِ۔ اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْمَاْثَمِ وَالْمَغْرَمِ

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, আশ্রয় চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আশ্রয় চাই জীবন-মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই পাপাচার ও ঋণের বোঝা থেকে।

(উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবরি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-লি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-ত। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল মা’ছামি ওয়াল মাগরম।)

➡️ ডেইলি টার্গেট - (আনলিমিটেড)
১। তওবা
২। দরুদ
৩। শোকর

দুআর লিস্ট করতে গেলে আসলে কোনটা রেখে কোনটা করবো বোঝা মুশকিল। সবগুলোই মনে হয় দরকারী। তবে যেহেতু সবার পক্ষে সব সম্ভব নয় এই লিস্টের মধ্যে এটলিস্ট রেগুলার যতটুক সম্ভব হয় চেষ্টা করবো ইন শা আল্লাহ।

⚠️দ্রষ্ঠব্যঃ দুআ কবুলের সাথে হালাল রিজিকের সম্পৃক্ততা রয়েছে। হারাম ভক্ষণে দুআ কবুল হয়না।
পাশাপাশি উচ্চারণের ক্ষেত্রে সতর্কতা মাস্ট। উচ্চারণ যদিও দিয়েছি কিন্তু আরবি উচ্চারণ কখনোই বাংলা দেখে সঠিক হবেনা। তাই যথাসাধ্য আরবি দেখে সহিহ উচ্চারণ করতে হবে। উচ্চারণ ভুল হলে দুআর অর্থও বদলে যাবে।

লেখিকা- আইরা তাহরীম উষ্মি

বল, ‘হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান ...
24/07/2025

বল, ‘হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’। আল ইমরান-২৬

বগুড়া ধুনটে বৈদ্যুতিক সেচ পাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (৬০), নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।       ...
23/07/2025

বগুড়া ধুনটে বৈদ্যুতিক সেচ পাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (৬০), নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ই জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কালের পাড়া ইউনিয়ের উত্তর কান্তনগর বাশহাটা পাড়ার জামির ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কৃষক আব্দুল করিম উত্তর কান্তনগর মাদার দওপাড়া গ্রামের মৃত রইছ উদ্দিন প্রামাণিকের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আব্দুল করিম আমুন ধান খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আব্দুল করি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।

স্থানীয় এক অজ্ঞাতনামা মহিলা সেচ পাম্পের কাছে গেলে দেখতে পেয়ে নিহত ব্যক্তির বড় ছেলে রুবেলকে খবর দেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)২ তালা ভবন — ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি — ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি আমি কোন ক্লাসরুমে...
22/07/2025

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শু'য়ো'রের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গ'জব নাযিল কর... আমিন

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।

21/07/2025

চুলার আগুনের আঁচটাও লাগতে না দেয়া সন্তান তাদের…অনেক গুলো ছোট ছোট প্রাণ আজ অগ্নিদগ্ধ🥹
হে আল্লাহ তুমি রক্ষা করো।

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা।
😰😰😰
©

ফায়ার সার্ভিসের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
21/07/2025

ফায়ার সার্ভিসের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সি’টিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ার’ফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘ’টনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।
কপি-

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogura City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bogura City:

Share