GK Shaha

GK Shaha Hello, I'm a Digital Marketer, Using My Professionalism To Elevate Businesses,, With My Experience.
(4)

Windows 7-এ কম্পিউটার অটো রিস্টার্ট সমস্যা চেক করার ধাপ🔹 ধাপ ১: Automatically Restart বন্ধ করা1. ডেস্কটপে Computer আইকনে...
15/09/2025

Windows 7-এ কম্পিউটার অটো রিস্টার্ট সমস্যা চেক করার ধাপ

🔹 ধাপ ১: Automatically Restart বন্ধ করা

1. ডেস্কটপে Computer আইকনে Right-click Properties।
2. বাম পাশে Advanced system settings ক্লিক করো।
3. Advanced ট্যাবে গিয়ে Startup and Recovery এর নিচে Settings এ ক্লিক।
4. “System failure” অংশে Automatically restart এর টিক উঠিয়ে দিয়ে OK।
👉 এখন থেকে রিস্টার্ট হলে নীল স্ক্রিন (Blue Screen / Stop code) দেখাবে কোডটা নোট করে রাখো।

🔹 ধাপ ২: তাপমাত্রা চেক

HWMonitor বা Speccy ডাউনলোড করে CPU/GPU তাপমাত্রা দেখো।
যদি 80–90°C ছাড়ায় ফ্যান পরিষ্কার করো, কুলিং ঠিক করো।
🔹 ধাপ ৩: RAM চেক

1. Start টাইপ করো Windows Memory Diagnostic Enter।
2. “Restart now and check for problems” সিলেক্ট করো।
3. রিস্টার্ট হয়ে RAM টেস্ট হবে।
👉 যদি এরর দেখায় RAM খুলে আবার লাগাও, না হলে অন্য স্লট বা অন্য RAM দিয়ে টেস্ট করো।

🔹 ধাপ ৪: হার্ডড্রাইভ চেক

1. Start টাইপ করো cmd Right-click → Run as Administrator।
2. লিখো:
chkdsk C: /f /r
3. Enter চাপো, “schedule for next restart?” জিজ্ঞেস করলে টাইপ করো Y Enter।
4. কম্পিউটার র
স্টার্ট করে ডিস্ক চেক করবে।

🔹 ধাপ ৫: Safe Mode এ চালিয়ে দেখা
1. কম্পিউটার রিস্টার্ট করো।
2. বুট হওয়ার সময় বারবার F8 চাপো।
3. Safe Mode বা Safe Mode with Networking সিলেক্ট করো।
👉 Safe Mode-এ যদি রিস্টার্ট না হয় → সফটওয়্যার বা ড্রাইভার ইস্যু।

🔹 ধাপ ৬: ইভেন্ট ভিউয়ারে লগ দেখা

1. Start Control Panel Administrative Tools → Event Viewer।
2. Windows Logs System এ যাও।
3. রিস্টার্ট হওয়ার সময়ের Error বা Critical লগ ডাবল-ক্লিক করে দেখো কোন ড্রাইভার/হার্ডওয়্যার সমস্যা হচ্ছে বোঝা যাবে।

🔹 ধাপ ৭: ড্রাইভার/ভাইরাস চেক

1. Device Manager থেকে ড্রাইভার আপডেট করো।
2. ভালো অ্যান্টিভাইরাস দিয়ে Full Scan দাও।

👉 সংক্ষেপে:

1. Automatically restart বন্ধ করো।
2. RAM টেস্ট করো।
3. HDD চেক করো।
4. Safe Mode দিয়ে টেস্ট করো।
5. Event Viewer দেখে Error নোট করো।

📢 বিশেষ অফার: মাত্র ১০০০ টাকায় GHSL হেলথ কার্ড!🎁 সাথে পাচ্ছেন ১২০০ টাকার ৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা একদম ফ্রি!🧪 ...
05/09/2025

📢 বিশেষ অফার: মাত্র ১০০০ টাকায় GHSL হেলথ কার্ড!
🎁 সাথে পাচ্ছেন ১২০০ টাকার ৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা একদম ফ্রি!

🧪 ফ্রি টেস্ট:
🔹 Serum Creatinine – কিডনি ভালো আছে কিনা জানায়।
🔹 HBsAg – লিভারে ভাইরাস আছে কি না জানায়।
🔹 RBS (Random Blood Sugar) – ডায়াবেটিস আছে কি না জানায়।

💳 GHSL হেলথ কার্ড এর সুবিধা:
✅ আজীবন মেয়াদ
✅ ২৪ ঘণ্টা মোবাইলে ডাক্তার পরামর্শ ফ্রি
✅ প্রতি মাসে বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা
✅ ৫০% পর্যন্ত বিভিন্ন চিকিৎসা সেবায় ডিসকাউন্ট

📅 এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য!
📞 এখনই যোগাযোগ করুন: 01713-888404
🌐 গ্লোবাল হেলথ সার্ভিস লিঃ – “সবার জন্য স্বাস্থ্যসেবা”

#স্বাস্থ্যসেবা #ফ্রি_টেস্ট #হেলথ_অফার

আজ আমাদের অফিসে নতুন রূপে সাজানো হলো!আমার নিজের তৈরি ডিজাইন এখন গ্লোবাল হেলথ সার্ভিস লিঃ এর দেওয়ালে শোভা পাচ্ছে। 🩺❤️এটা ...
28/08/2025

আজ আমাদের অফিসে নতুন রূপে সাজানো হলো!
আমার নিজের তৈরি ডিজাইন এখন গ্লোবাল হেলথ সার্ভিস লিঃ এর দেওয়ালে শোভা পাচ্ছে। 🩺❤️

এটা শুধু একটি ডিজাইন নয়, বরং আমাদের প্রতিজ্ঞা—
👉 সুস্থ দেহ
👉 সুস্থ মন
👉 সুন্দর সমাজ

আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমার কাজকে আলোকিত করেছে। 💡
সবাই দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর কিছু উপহার দিতে পারি।

গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন। সর্বাধুনিক ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে ...
22/08/2025

গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন। সর্বাধুনিক ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য।

✅ ডিজাইনটাই কথা বলে!আপনার ব্র্যান্ড, ব্যবসা বা প্রতিষ্ঠানের মেসেজ যদি মানুষের মনে পৌঁছে দিতে চান, তবে দরকার আকর্ষণীয় ও প...
20/08/2025

✅ ডিজাইনটাই কথা বলে!
আপনার ব্র্যান্ড, ব্যবসা বা প্রতিষ্ঠানের মেসেজ যদি মানুষের মনে পৌঁছে দিতে চান, তবে দরকার আকর্ষণীয় ও প্রফেশনাল ডিজাইন + সঠিক ডিজিটাল মার্কেটিং।

এই ডিজাইনটি আমার তৈরি করা একটি কাজ। ✨
আমি আপনার ব্যবসার জন্যও করতে পারি —
👉 নজরকাড়া ডিজাইন
👉 ক্রিয়েটিভ পোস্ট
👉 টার্গেটেড বিজ্ঞাপন (Facebook/Instagram/Google)
👉 ব্র্যান্ড প্রোমোশন

🔹 আপনার ব্যবসা হোক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ই-কমার্স বা অন্য কিছু — সঠিক ডিজিটাল মার্কেটিং আপনার বিক্রি ও পরিচিতি দুটোই বাড়িয়ে দিতে পারে।

📩 আজই ইনবক্স করুন এবং আপনার ব্যবসার জন্য নিখুঁত মার্কেটিং সমাধান পান।

07/08/2025

‎🎯 আপনার ব্যবসা কি থেমে আছে?
‎🚀 বুস্ট দিন! বিক্রি বাড়ান!

‎আমরা দিচ্ছি প্রফেশনাল ফেসবুক বুস্টিং সার্ভিস — যেখানে শুধু রিচ না, রেজাল্ট গ্যারান্টি সহ!

‎✅ সঠিক টার্গেট অডিয়েন্স
‎✅ মনোযোগ আকর্ষণকারী কন্টেন্ট
‎✅ কম খরচে বেশি রেজাল্ট
‎✅ নিউরো মার্কেটিং স্ট্রাটেজি – যা দেখে গ্রাহক অ্যাকশন নেয়!
‎✅ সম্পূর্ণ ট্র্যাকিং ও রিপোর্টিং সাপোর্ট

‎🧠 মার্কেটিং শুধু দেখানোর জন্য নয় – আমরা মানুষের মন বুঝে কাজ করি।
‎আপনার পোস্ট দেখবে ঠিক সেই মানুষ – যে কিনবে, আগ্রহী হবে, রেসপন্স করবে।

‎📞 ইনবক্স করুন আজই বা কল করুন: 01713888404
‎📩 অর্ডার নিন – গ্রো করুন আপনার বিজনেস!


‎---

‎👉 Ready to grow? Let's boost smart – not just fast.

Hello, I'm a Digital Marketer, Using My Professionalism To Elevate Businesses,, With My Experience.

আপনার ব্যবসার সফলতা এখন ডিজিটাল স্পর্শে!আমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনাকে দিচ্ছি —✔️ ফেসবুক পেইজ...
21/05/2025

আপনার ব্যবসার সফলতা এখন ডিজিটাল স্পর্শে!
আমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনাকে দিচ্ছি —

✔️ ফেসবুক পেইজ সেটআপ ও ব্র্যান্ডিং
✔️ পেইড অ্যাড (Boosting/Ads Campaign)
✔️ কনটেন্ট রাইটিং ও পোস্ট ডিজাইন
✔️ ওয়েবসাইট ও SEO সার্ভিস
✔️ ব্যবসা অনুযায়ী কাস্টম মার্কেটিং প্ল্যান

বিজনেস হোক স্মার্ট — ডিজিটাল সাপোর্টে!
সার্ভিস নিতে যোগাযোগ করুন ইনবক্সে অথবা ফোন করুন এখনই।

নিজ হাতে তৈরি ডিজাইন, বাস্তব প্রয়োগে নতুন সাফল্য!গর্বের সঙ্গে জানাচ্ছি, এই KIT BOX এর ডিজাইন সম্পূর্ণ আমার তৈরি, যা সফলভ...
19/05/2025

নিজ হাতে তৈরি ডিজাইন, বাস্তব প্রয়োগে নতুন সাফল্য!

গর্বের সঙ্গে জানাচ্ছি, এই KIT BOX এর ডিজাইন সম্পূর্ণ আমার তৈরি, যা সফলভাবে Global Health Service Ltd. এর সৌজন্যে প্রিন্ট করে বাস্তবায়ন করা হয়েছে।

স্বাস্থ্যসেবা এখন আরও প্রস্তুত, আরও পেশাদার।

ধন্যবাদ GHSL কে এই উদ্যোগে অংশীদার হওয়ার জন্য।

আপনারা চাইলে নিচের QR কোড স্ক্যান করে GHSL সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

06/05/2025
30/04/2025

আপনার ব্যবসা কি এখনো অনলাইনে পিছিয়ে আছে?
সময় এখন ডিজিটাল মার্কেটিং–এর!

বর্তমান যুগে কাস্টমার যেখানে, আপনার ব্র্যান্ডও সেখানে—সোশ্যাল মিডিয়া, গুগল, ইমেইল, ইউটিউব–এই সব প্ল্যাটফর্মেই এখন ব্যবসার আসল খেলা।

আমরা কী অফার করি:

ফেসবুক/ইনস্টাগ্রাম বিজ্ঞাপন

কন্টেন্ট মার্কেটিং

SEO ও ওয়েবসাইট অপ্টিমাইজেশন

ব্র্যান্ডিং এবং ডিজাইন

ইউটিউব ও ভিডিও মার্কেটিং

আপনার ব্যবসাকে দিন নতুন গতি — ডিজিটাল শক্তিতে!
আজই যোগাযোগ করুন এবং আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিন লাখো মানুষের কাছে।

29/04/2025

অনলাইন ব্যবসায়
গ্রাহক চায় ভরসা।
আপনি কি সেই ভরসা দিতে প্রস্তুত?

যেকোনো ধরনের ডিজাইন করা হয়।
29/04/2025

যেকোনো ধরনের ডিজাইন করা হয়।

Address

Puran Bogra
Bogura

Telephone

+8801902888875

Website

Alerts

Be the first to know and let us send you an email when GK Shaha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GK Shaha:

Share