22/07/2025
তারা জানতোও না একটু পরেই তাদের উপরে কতবড় বিপদ আসতে চলেছে।
আর কিছুক্ষন পরেই হয়তো তারা বাড়ি ফিরে যেতে পারতো। ছোট ছোট পা গুলো আবার মায়ের কোলে ফিরে যেতো। হাজারো স্বপ্ননিয়ে তারা খেলা করছিলো, আনন্দ খুশিতে মেতে ছিলো।
কিন্তু এক নিমেষেই সব শেষ। সব কিছু ছাই হয়ে গেলো। আচমকা একটা প্লেন এসে তাদের সব স্বপ্নগুলো বিধ্বস্ত করে আগুনে পুড়ি ফেললো। কিছুক্ষণ আগেও তারা কল্পনাতেও ভাবেনি আজকে স্কুলে তাদের শেষ দিন। বাচ্চাগুলোর আর ঘরে ফেরা হলো না। সাথে কিছু বাবা মা, শিক্ষক শিক্ষিকাও আর ফিরতে পারলেন না তাদের পরিবারের কাছে।
এই দূর্ঘটনা কি শুধুই প্লেনের যান্ত্রিক ত্রুটির কারণেই হয়েছে?
না...
এর পেছনে লুকিয়ে আছে হাজারো দূর্ণিতির ছাপ। অনেক স্বার্থ।
যেখানে পুরো পৃথিবী আধুনিক অ/স্ত্র সংগ্রহ করতে বাস্ত সেখানে আমাদের দেশে ৯০ এর পুরনো মডেলের বিমান দিয়ে আবাশিক এলাকার উপরে সোলো ট্রেনিং করানো হচ্ছে।
তৌকির ভাই একজন দক্ষ পাইলট, কিন্তু প্লেনটার দক্ষতা কতটুকু ছিলো? ঘনবসতি পূর্ণ আবাসিক এলাকার উপর দিয়ে এমন সব প্লেন উড়ানো হচ্ছে মানে মাথার উপর দিয়ে মৃত্যু ঘুরছে।
জুলাই আমাদের আবার রক্তা/ক্ত করলো!!
আবারও মায়ের বুক খালি করলো 😪💔