SS Creation

SS Creation Delivering ultimate dose of Entertainment ! Like Daily vlog , Travel Video ,Funny video , Vlogging .

আরেকটু হলেই মেডিকেলের আইসিইউতে যাওয়া লাগত
20/09/2025

আরেকটু হলেই মেডিকেলের আইসিইউতে যাওয়া লাগত


এত সহজ য‌দি হইতো তাহ‌লে তো হ‌তোই ।
24/08/2025

এত সহজ য‌দি হইতো তাহ‌লে তো হ‌তোই ।

20/08/2025

সবু‌জের সমা‌রোহ ।

20/08/2025

একদিন আপনি আর্থিকভাবে এতটাই সচ্ছল হবেন যে, আল্লাহ আপনার টাকা অন্যের কল্যাণের জন্য ব্যবহার করবেন।
ইনশাআল্লাহ্❤️


18/08/2025

চলো বে‌রি‌য়ে আসি আমরাও ।

09/07/2025

Self reminder 🥺

মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া লাইফের ultimate goal না,
একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা হওয়া লাইফের ultimate goal না,
বিয়ে লাইফের ultimate goal না,
বাচ্চা লাইফের ultimate goal না,
নিজের একটা সংসার হওয়া লাইফের ultimate goal না,
আমি যা চাই সবসময় exactly তাই পাওয়াও লাইফের ultimate goal না!
নিজের সীমিত perspective, parameter এর কাছে যেটাকে সঠিক মনে হচ্ছে, আসমানের অসীম অধিপতির জ্ঞানের কাছে হয়তোবা সেটা acceptable না!

Be clear here. আমি নিজেও বহু বার আচ্ছন্ন হয়ে পড়েছি, ব্যাকুল হয়ে পড়েছি।
উদ্দেশ্যহীনভাবে লাগাতার কোন মরীচিকার পিছনে ছুটতে থাকলে বিষয়টা দিনশেষে বিরাট হাহাকার নিয়েই প্রত্যাবর্তন করে।

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌ ব্যাপারটা আমার কাছে clear করে দিয়েছেন, আমাকে মুক্তি দিয়েছেন মিথ্যা হাহাকার হতে। আমি আল্লাহ্‌র, আমার সব কিছু আল্লাহ্‌র, কাজেই কোন বিষয়ে সিদ্ধান্তহীনতায় থাকলে বিষয়টি সম্পূর্ণ তার কাছে handle করে দিলে তিনি আমার জন্য সঠিক সিদ্ধান্তটাই নেবেন সবসময়।

যে পথ আমার রবের অবাধ্যতায় পূর্ণ, সেটা কোনদিনও জীবনের মেইন ফোকাস হতে পারে না!

যা আমি পাই নি, যে লাইফ আমার হয়নি, আমাকে তো তার ব্যাপারে জিজ্ঞেসা করা হবে না। I will not be asked, I am totally safe here. লাইফের ultimate goal না দুনিয়াবি কিছুই!

আমি কেউ একজন হতে চাই?
কতো ডাক্তার কবরে শুয়ে আছেন, কতো BCS ক্যাডার মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন, কতো মেয়ে সংসার গুছিয়ে রেখে পরপারের বাসিন্দা হয়ে গেছে, কতো জমিদারের নাম মুছে গেছে ইতিহাসের পাতা হতে? দুনিয়ার চোখে কেউ একজন হতে পারাটা ultimate goal হতেই পারে না।

তাহলে, ক্ষতি কি চেষ্টা করেও না পেলে? বান্দা সামান্য চেষ্টাই পারে মাত্র। আল্লাহ্‌ চাননি, তাই পাই নি। কেন আমি নিজেকে সেখানেই দেখতে চাই যেখানে আল্লাহ্‌ আমাকে চান না? আমি তো আমার উপর আল্লাহ্‌র চেয়ে অধিক মেহেরবান হতে পারি না, তাই না?

লাইফের ultimate goal হলো জীবনের সর্বাবস্থায় সন্তুষ্ট চিত্তে আল্লাহ্‌র সিদ্ধান্তে নিজেকে সঁপে দেওয়া।

কোন দোষ নেই বরং দুনিয়া এবং আখিরাতে equally successful হতে চাওয়াটা positive, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল দুনিয়ায় কিছু হতে গিয়ে যেন আখিরাত ধ্বংস করে না ফেলি, হারাম পথে পা না বাড়াই, যা চাই তা না পেলে যেন আল্লাহ্‌কে দোষারোপ না করি, ভাগ্য

♥️♥️
07/07/2025

♥️♥️

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when SS Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SS Creation:

Share