30/11/2025
শিশুরা যখন একসাথে হাসে, খেলে আর আনন্দে মেতে ওঠে—তখন পুরো পরিবেশটাই রঙিন হয়ে যায়।
আজকের এই মিলন মেলায় তাদের চোখভরা উচ্ছ্বাস আর মনভরা নির্ভেজাল হাসি সত্যিই মন ছুঁয়ে যায়। 💛✨
দৌঁড়ানো, খেলাধুলা, গল্প আর হাসির শব্দে ভরে উঠেছিল চারপাশ।
শিশুরা সুখী হলে পৃথিবীও যেন আরও সুন্দর মনে হয়। 🌈😊
#শিশুদেরমিলনমেলা
゚