Forhad Traveller

Forhad Traveller Travelling lover
(1)

আপনাদের সবাইকে ফরহাদ ট্রাভেল ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি ! যেকোনো ভ্রমণ সংক্রান্ত সেবা পেতে আমাদের সঙ্গে থাকুন।

📌আমাদের সেবাসমূহ জানতে পেজটি ফলো করুন।
📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন।

30/11/2025

শিশুরা যখন একসাথে হাসে, খেলে আর আনন্দে মেতে ওঠে—তখন পুরো পরিবেশটাই রঙিন হয়ে যায়।
আজকের এই মিলন মেলায় তাদের চোখভরা উচ্ছ্বাস আর মনভরা নির্ভেজাল হাসি সত্যিই মন ছুঁয়ে যায়। 💛✨

দৌঁড়ানো, খেলাধুলা, গল্প আর হাসির শব্দে ভরে উঠেছিল চারপাশ।
শিশুরা সুখী হলে পৃথিবীও যেন আরও সুন্দর মনে হয়। 🌈😊



#শিশুদেরমিলনমেলা

29/11/2025

তীব্র ঢেউ, অনিশ্চিত আবহাওয়া আর প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে সাগরে নামেন আমাদের জেলেরা।
ভোরের অন্ধকার ভেদ করে সাগরে যাওয়া থেকে শুরু করে মাছ নিয়ে ঘাটে ফেরা—প্রতিটি মুহূর্তেই থাকে ঝুঁকি আর সংগ্রামের গল্প। 🌊💔

তাদের কষ্ট, পরিশ্রম আর সাহসেই আমরা পাই সাগরের তাজা মাছ।
সত্যিই, জেলেদের জীবন হলো পরিশ্রম আর বেঁচে থাকার এক বাস্তব ছবি—যা দেখলে সম্মান আরও বেড়ে যায়। 🙏🎣



#টেকনাফ #সামুদ্রিকমাছ #জেলেদেরসংগ্রাম


29/11/2025

বিকেলের নরম সোনালি আলো যখন নিলাচলের পাহাড়ে পড়ে, তখন পুরো পরিবেশটা বদলে যায়।
নীল আকাশ, ভেসে থাকা মেঘ আর আলোর খেলায় পাহাড়গুলো যেন আরও মায়াবী হয়ে ওঠে। 💛☁️

হালকা বাতাস, শান্ত পরিবেশ আর অপূর্ব ভিউ—সব মিলিয়ে বিকালের নিলাচল সত্যিই মন ছুঁয়ে যায়।
যে মুহূর্তটা দেখলে মনে হবে—এটাই প্রকৃতির সবচেয়ে কোমল রূপ। 🌿✨

#বিকালের_নিলাচল #পাহাড়েরডাক

29/11/2025

নিলাচলে দাঁড়িয়ে মনে হয় আকাশটা হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে।
চারদিকে সবুজ পাহাড়ের স্তর, তার মাঝে ভেসে থাকা তুলোর মতো মেঘ—দৃশ্যটা এতটাই সুন্দর যে চোখ সরানোই কঠিন। 🌿🌤️

হালকা বাতাস, শান্ত পরিবেশ আর প্রকৃতির অপার সৌন্দর্য—সব মিলিয়ে নিলাচল সত্যিই বান্দরবানের সবচেয়ে মায়াবী ভিউপয়েন্টগুলোর একটি।
যে কেউ গেলে মন হারিয়ে যায়… 💙✨

#বিকালের_নিলাচল #পাহাড়েরডাক

28/11/2025

লামার মাতামুহুরী নদীর স্বচ্ছ নীল পানি আর দুই তীরের সবুজ পাহাড়—সব মিলিয়ে তৈরি করে এক অপূর্ব শান্ত পরিবেশ।
হালকা বাতাস, নদীর কলকল ধ্বনি আর প্রকৃতির ছোঁয়া মুহূর্তেই মনকে প্রশান্ত করে দেয়। 🌊💚

#মাতামুহুরী_নদী #পাহাড়েরনদী


যে কেউ একবার এখানে এলেই বুঝবে—প্রকৃতির সৌন্দর্য কখনোই শব্দে পুরো বোঝানো যায় না।
মাতামুহুরী নদী সত্যিই লামার সৌন্দর্যের এক অনন্য অংশ। 🍃✨

28/11/2025

পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজে মোড়া প্রকৃতি আর মাথার ওপর নাচতে থাকা মেঘ—সব মিলিয়ে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেন এক জাদুকরি জায়গা।
এখানকার প্রতিটা বাঁক, প্রতিটা দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। 🌿✨

যে মুহূর্তে মেঘ ছুঁয়ে পাহাড়ের গায়ে গায়ে ভেসে যায়, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে আছি।
বান্দরবানের সৌন্দর্যকে নতুন করে দেখায় এই ভিউ পয়েন্ট। 💚🌄

#ডাবলহ্যান্ডভিউপয়েন্ট #মেঘেরখেলা #পাহাড়েরডাক



28/11/2025

পাহাড়ি পেপের স্বাদেই আছে আলাদা জাদু—টাটকা, সুগন্ধি আর স্বাভাবিকভাবেই মিষ্টি।
পাহাড়ি মাটি, বিশুদ্ধ পানি আর প্রকৃতির যত্নে বেড়ে ওঠা এই পেপে সত্যিই অন্যরকম স্বাদ দেয়। 🍈✨

যারা একবার পাহাড়ি পেপে খেয়েছেন, তারা জানেন—এর মিষ্টতা মুখে নয়, মনে লেগে থাকে।
প্রকৃতির এমন উপহার সব সময়ই বিশেষ! 💛🌿

#পাহাড়ি_পেপে

27/11/2025

পাহাড় থেকে কলা যখন রূপসী পাড় নৌকা ঘাটে পৌঁছায়, চারপাশের সবুজের ছায়া আর পানির নিস্তব্ধতা মিলেমিশে তৈরি করে অপূর্ব এক শান্ত পরিবেশ।
পাহাড়ের গা ঘেঁষে বয়ে যাওয়া ঠাণ্ডা বাতাস আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য—সব মিলিয়ে মনটা যেন এক মুহূর্তেই অন্য জগতে হারিয়ে যায়। 🌿🚤🍃
প্রকৃতির এমন নীরবতা সত্যিই মনকে গভীরভাবে শান্ত করে দেয়… 💚

#রূপসীপাড় #লামা #পাহাড়িকলা #নৌকাঘাট #বান্দরবান #পাহাড়েরগল্প

27/11/2025

অপরূপ সৌন্দর্য জুম পাহাড়

জুম পাহাড়ের ঢালজুড়ে ছড়িয়ে আছে সবুজের হাজার রূপ।
সকালের রোদ যখন পাহাড়ে পড়ে, তখন পুরো এলাকা যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। 🌤️💛

এখানকার বাতাস, নীরবতা আর প্রকৃতির ছন্দ—সবই মনকে অন্যরকম শান্তি দেয়।
জুম চাষের জমি আর পাহাড়ের সৌন্দর্য মিলেমিশে তৈরি করে এক অনন্য দৃশ্যপট… সত্যিই মন হারিয়ে যায়। 🌿⛰️✨



#জুমপাহাড়

#পাহাড়ের_সৌন্দর্য

26/11/2025

মিরিঞ্জা হিল রিসোর্টে দাঁড়িয়ে চারদিকে তাকালে দেখা যায় সবুজ পাহাড়ের ওপর ভেসে থাকা তুলোর মতো মেঘ।
হালকা ঠান্ডা বাতাস, শান্ত পরিবেশ আর অপূর্ব প্যানোরামা ভিউ—সব মিলিয়ে যেন স্বর্গের এক টুকরো। 🌿✨

যারা প্রকৃতির কোলে কিছুটা শান্তি খুঁজছেন, তাদের জন্য মিরিঞ্জা হিল রিসোর্ট একদম পারফেক্ট জায়গা।
এখানে প্রতিটা মুহূর্তই মনে গেঁথে থাকে… 💚🌤️



#মিরিঞ্জা_হিল_রিসোর্ট #পাহাড়ের_ডাক

26/11/2025

স্বচ্ছ পাহাড়ি নদীর উপর ধীরে ভেসে চলা বাঁশের ভেলা—এ যেন এক অনন্য অনুভূতি।
চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা পানি আর হালকা বাতাসের স্পর্শ মনকে মুহূর্তেই প্রশান্ত করে দেয়। 🍃💧

প্রকৃতির এত কাছাকাছি থাকার সুযোগ সবসময় পাওয়া যায় না… আর বাঁশের ভেলায় সেই মুহূর্তগুলো হয়ে ওঠে আরও জাদুকরি। 🌄✨



#বাঁশেরভেলা #পাহাড়িনদী #বাংলার_পাহাড়

26/11/2025

লামা উপজেলার আজিজনগরে অবস্থিত চেয়ারম্যান লেক / NIC লেক—
যেখানে নীল পানির নীরবতা আর চারদিকের সবুজ পাহাড় মিলেমিশে তৈরি করে অপূর্ব এক পরিবেশ।
লেকের ওপর ভেসে থাকা বাতাস, চারপাশের শান্ত প্রকৃতি আর নির্জনতার মায়া—সব মিলিয়ে জায়গাটা সত্যিই মন ছুঁয়ে যায়।

প্রকৃতির মাঝে কয়েকটা শান্ত মুহূর্ত কাটাতে চাইলে চেয়ারম্যান লেক একদম পারফেক্ট স্পট! 😍🌿✨



Address

Holdia, Holdia, Shagatha
Bonarpara
5057

Alerts

Be the first to know and let us send you an email when Forhad Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forhad Traveller:

Share