O v I j o gツ

O v I j o gツ কারো মুখ দেখে তার মনের বিচার করা ঠিক না

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি✍️📩মা'রে!শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না। যেদিন ত...
31/07/2023

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি✍️📩

মা'রে!

শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না।
যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যাথাটা'ই ভুলে গিয়েছিলাম।

তোর মাও তোকে মা ছাড়া
অন্য নামে কখনো ডাকেনি।

বিদ্যালয়ে প্রথম দিন,
শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন।
তোকে মা বলে ডাকতে ডাকতে
তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম।
আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো..

তাই চিঠির উপরে তোর নামের জাগায় মা লিখেছি।
হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুজতেই পারিনি...!

ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিলো,
কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি।
আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা
করছিলাম আর ভাবছিলাম,
আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না।

অপরদিকে,
তুই ঘরে বসে ভাবছিলি আজ
যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি।
আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতীর কাছে কি করে মুখ দেখাব...!

জানিস মা তুই,
তোর তিন বছরের ভালবাসা খুজে পেয়েছিস.....!
কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে....

মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে..

তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে,,

বাবাদের_ভালবাসা_শামুকের_খোলসের_মতো
মা-রে! বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু
খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালবাসে তা বুঝাতে পারেনা,
তবে অনেকটা ভালবাসতে পারে।

জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে।

কিন্তু কি করবো বল________???

তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস।

কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুজতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি, কোন কিছুর অপেক্ষা না করেই তোর_প্রেমে_পরেছিলাম।
তাই এতকিছু লিখলাম।

আমি জানি মা,,, তোদের_মতো _সব_সন্তানদের_একটা_প্রশ্ন ??

বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না।

উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি..,,

তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না!

মানুষের স্বপ্ন ভেঙে গেলে চোখে পানি বের হয় না বুক পেটে যায় ,কে বুঝে কার মর্ম,বঙ্গ বাজার ব্যবসায়ীদের। আল্লাহ সকলকে ধৈর্...
04/04/2023

মানুষের স্বপ্ন ভেঙে গেলে চোখে পানি বের হয় না বুক পেটে
যায় ,কে বুঝে কার মর্ম,বঙ্গ বাজার ব্যবসায়ীদের। আল্লাহ সকলকে ধৈর্য দিন।

31/03/2023

প্রতিটা প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে 🙂

Address

Borisal
Borisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when O v I j o gツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share