দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র খবর

দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র খবর প্রতিদিন, প্রতিক্ষনের খবর সঙ্গে সঙ্গ?

জ্যাম থাকলে ভাড়া ৮০-১২০গ্যাস কম পেলে ভাড়া ৬০- ৮০মাগরিবের পর ভাড়া ৬০-৮০-৯০এশার পর ভাড়া ৭০-১০০রাত নযটার পর ভাড়া ১০০-১২০-১৫...
28/07/2025

জ্যাম থাকলে ভাড়া ৮০-১২০
গ্যাস কম পেলে ভাড়া ৬০- ৮০
মাগরিবের পর ভাড়া ৬০-৮০-৯০
এশার পর ভাড়া ৭০-১০০
রাত নযটার পর ভাড়া ১০০-১২০-১৫০
যাত্রী বেশি থাকলে ভাড়া ৫০-৮০
বর্তমান সময়ের একমাত্র দাবি এ রাস্তা থেকে সিএনজি চালকদের সিন্ডিকেট বন্ধ করা হউক। না হয় সিএনজি আর না চলুক। নতুন ভাবে টমটম বা টেক্সি পরিচালনা করা হউক। জনগনকে শান্তিতে যাতায়াতের ব্যবস্হা করা হউক।

28/07/2025
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও অটোরিকশার অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও জ...
27/07/2025

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও অটোরিকশার অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও জেলার অন্যান্য এলাকায় হঠাৎ করে সিএনজি ও অটোরিকশা মালিক-চালক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

২৭ জুলাই (রোববার) সকাল ৮টা থেকে জেলার অভ্যন্তরে সিএনজি ও অটোরিকশা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ জনগণ চরম বিপাকে পড়ে।

সকালে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শহর থেকে গ্রাম কিংবা গ্রাম থেকে শহরে যাতায়াতের কোনো যানবাহন নেই। অনেকেই বলেন, “আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পায়ে হেঁটে বিজয়নগরে এসেছি,” কেউ কেউ আবার বলেন, “সিংগারবিল থেকে পায়ে হেঁটে আখাউড়ায় কাজের খোঁজে গেছি।

এমনকি বিভিন্ন হাসপাতালমুখী রোগীদেরও পথে পথে ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে সিজারের রোগী বা জরুরি চিকিৎসা প্রয়োজন এমন মানুষদের ক্ষেত্রে বিপদের শঙ্কা বেড়েছে বলেই ধারণা করছেন অনেকেই।

একাধিক অভিভাবক জানান, ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না, শিক্ষক ও কর্মচারীরাও সময়মতো পৌঁছাতে পারছেন না। কৃষক, শ্রমিক, চাকরিজীবী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ পর্যন্ত যাতায়াত সমস্যায় দিশেহারা হয়ে পরেছে।

অন্যদিকে সিএনজি ও অটোরিকশা চালকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। চালকদের একাংশ বলেন, “আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করি, তখন ট্রাফিক পুলিশ আমাদের বাধা দেয়। রোগী নিয়ে গেলে গাড়ি আটকিয়ে ৭ থেকে ৮ হাজার টাকা ঘুষ, না দিলে গাড়ি আটক রেখে ড্রাইভারদেরকে হয়রানি করে।

এমনকি কাউতলী এলাকায় দিকে গাড়ি নিয়ে গেলে, গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়, বিভিন্নভাবে হয়রানি করা হয়।

চালক ও মালিক সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে, আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।”

ধর্মঘটের কারণে জেলার যানবাহন চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ থাকায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ জনগণ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, গতকাল (শনিবার ,৫ জুলাই) বিকালে নিখ...
06/07/2025

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, গতকাল (শনিবার ,৫ জুলাই) বিকালে নিখোঁজের পর এলাকায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর আজ (রোববার, ৬ জুলাই) সকালে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে তার নিথর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরিবার ও এলাকাবাসীর ধারণা—শিশুটিকে ধ*র্ষণের পর নির্মমভাবে হ*ত্যা করা হয়েছে।

23/10/2023

Hello please stay with us.

নতুন ভুমি আইন-২০২৩প্রকাশকাল: ৪-সেপ্টেম্বর ২০২৩ । #নতুন_ভুমি_আইন_২০২৩
07/09/2023

নতুন ভুমি আইন-২০২৩
প্রকাশকাল: ৪-সেপ্টেম্বর ২০২৩ ।
#নতুন_ভুমি_আইন_২০২৩

Shout out to my newest followers! Excited to have you onboard!Md Daluar, Md Sahil Khan, Sadia Nowshin Maria, Anika Tabas...
30/08/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Md Daluar, Md Sahil Khan, Sadia Nowshin Maria, Anika Tabassum, ধোঁয়াশা জীবন, Naira Islam Sara, Jannatul Ferdaus, TanJila MahMud, Md Najmol, Hfjdgi Kfj, Tarek Vai, Md Saju

উড়োজাহাজ ল্যান্ড করার পর যাত্রী সব নেমে পড়লো। এয়ার হোস্টেজরা নিজ নিজ ডিউটি ছেড়ে চলে গেলো। পাইলটও ফিরে গেলো হোটেল রুমে। প...
30/08/2023

উড়োজাহাজ ল্যান্ড করার পর যাত্রী সব নেমে পড়লো। এয়ার হোস্টেজরা নিজ নিজ ডিউটি ছেড়ে চলে গেলো। পাইলটও ফিরে গেলো হোটেল রুমে। পরিচ্ছন্নকর্মীরা এসে বিমান পরিষ্কার করতে লাগলো। এর মধ্যে একজন পরিচ্ছন্নতাকর্মী উড়োজাহাজের ককপিটের দিকে এগিয়ে গেলো। পাশেই একটা বই পেয়ে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো।

বইয়ের উপরে লিখা- কীভাবে প্লেন চালাবেন। বইটি পেয়ে লোকটি খুশিতে আত্মহারা। এতো দিনের শখ পূরণ হতে চলেছে। আজকে এই বই পড়েই প্লেন ওড়াবো। বইয়ে সব ফর্মুলা দেওয়া আছে মনে করে সে পাইলটের সিটে বসে পড়লো।

বই খুলে বইয়ের প্রথম পাতায় লিখা দেখলো, প্লেনটির ইঞ্জিন চালু করতে লাল বাটনে টিপ দিন। সেও লাল বাটনে টিপ দিয়ে প্লেনের ইঞ্জিন চালু করে নিলো। পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখলো, প্লেনটি চালাতে সবুজ বাটনে টিপ দিন। সেও ফর্মুলা অনুযায়ী সবুজ বাটনে টিপ দিলো। পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখলো লিখা, প্লেনটি ওড়াতে লাল বাটনটি পুশ করুন। সবকিছু সহজ মনে করে লাল বাটন পুশ করে প্লেনটি আকাশে উড়িয়ে নিলো। সে তো মহা খুশি। এতো দিনের স্বপ্ন বাস্তবায়ন করে ফেললো। কতই না সহজ প্লেন ওড়ানো!

কিন্তু আধা ঘণ্টা ওড়ানোর পর যখন প্লেন ল্যান্ড করতে চাইলো, তখন বইয়ের পৃষ্ঠা শেষ হয়ে গেলো। শেষ পৃষ্ঠায় লিখা দেখলো- বিমানটি ল্যান্ড করা শিখতে আমাদের বইয়ের দ্বিতীয় ভলিউম ফলো করুন আর আমাদের কোর্সে ভর্তি হয়ে যান।

বর্তমানে কিছু ডাক্তার, ইঞ্জিনিয়াররাও সামান্য পড়ালেখা করে ইসলামের জটিল এবং কঠিন বিষয়- ফিকহ, ফতুয়া ও আকিদা নিয়ে কথা বলা শুরু করে দেন। পরবর্তীতে বিমান আকাশে উড়িয়ে পড়েন মস্ত বিপদে। পরে না পারেন ল্যান্ড করতে, আর না পারেন আকাশে ওড়াতে।

Shout out to my newest followers! Excited to have you onboard!Nadir Hossan, Karchopa Kaniz, R O B I  U L ツ, Asraful Isla...
27/08/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Nadir Hossan, Karchopa Kaniz, R O B I  U L ツ, Asraful Islam, Amina Khandaker, Sayed Tofazzal Hossain, তরুণের স্বপ্ন, MD Mojammal

Address

Brahmanbari

Telephone

+8801711998058

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category