Aahil 2.0

Aahil 2.0 আসসালামু আলাইকুম
Don't compare me with others if they better go with them"!!🚬

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মোহাম্মদ ‎(ﷺ) 🫀
05/09/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা
মোহাম্মদ ‎(ﷺ) 🫀

"সফল হওয়ার আগে,অপমানই অনুপ্রেরণা...! 😅✈️
31/08/2025

"সফল হওয়ার আগে,অপমানই অনুপ্রেরণা...! 😅✈️

সুবহানাল্লাহ🌹❤️
31/08/2025

সুবহানাল্লাহ🌹❤️

আমিন🤲❤️
31/08/2025

আমিন🤲❤️

31/08/2025

ছেলের বয়স ৩০+। পরিবার শত চেষ্টা করেও বিয়েতে রাজী করাতে পারছে না।

ছেলে প্রায় বছর তিনেক ধরে বিভিন্নভাবে পরিবারকে বোঝানোর চেষ্টা করেছিল যে চরিত্র রক্ষার্থে বিয়েটা তার প্রয়োজন। কিন্তু চাকুরী না থাকায় বিয়ের ব্যাপারে পরিবারের কোন সহযোগিতা পায়নি। অবশেষে গত বছর ছেলে প্রথম শ্রেণীর চাকুরী পাওয়ার পর পরিবার উঠে-পড়ে লাগে বিয়ের জন্য।

এবার ছেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আর কোনদিনই সে এই ব্যাপারে বিবেচনা করবে না এবং বাড়াবাড়ি করলে গৃহ'ত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যখন প্রয়োজন ছিল, তখন যেহেতু পায়নি, আর প্রয়োজন নেই। ঘনিষ্ঠদের জানিয়েছে, যৌবনের শ্রেষ্ঠ সময় পেরিয়ে আসার পর লোক-দেখানো বিয়ে করে এমন কোন মেয়েকে সে তার জীবনে আনতে রাজী নয়, যে মেয়ে লাখ লাখ টাকা কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে মূলত তার চাকুরী ও স্ট্যাটাস দেখে আসবে।

যার কাছে টাকা মুখ্য, তার কাছে মানুষের মূল্য গৌণ। অতএব, এই প্রহসনে সে অংশ নিবে না। টাকার অংকে মানুষকে বিবেচনা করা তার দৃষ্টিতে নোংরামী।

এভাবেই প্রতিনিয়ত সমাজে বিয়ে কঠিন হওয়ায়- অনপকে আজ বিয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে।

সংগৃহীত,✅

31/08/2025

পৃথিবীর সবচেয়ে জঘন্য শাসক আমি নিজে,যে কিনা নিজের উপর কখনোই সুবিচার করতে পারিনি।💔😅

27/08/2025

সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে, আরেকজন আগলে রাখে!💙🫶

ভালোবাসি,তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়আমি তখনও তোমায় ভালোবাসি,তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসিএকশো একটা অভিযোগ থ...
08/03/2025

ভালোবাসি,
তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়
আমি তখনও তোমায় ভালোবাসি,
তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসি
একশো একটা অভিযোগ থাকলেও তোমায় ভালোবাসি।

ভালোবাসি বলেই তোমার উপর আমার রাগ হয়,
অভিমান হয়,
অভিযোগ করি।
তোমার প্রতি আমার রাগ অভিমান অভিযোগ প্রমাণ করে
আমি তোমায় কতটা ভালোবাসি!!
তুমি কি বুঝতে পারো?

আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও,
অভিমান হলে বিনয়ী হও,
অভিযোগ করলে আরো বেশি ভালোবাসো।
দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলো থেকে যাও-

সত্যি বলতে, রাগ অভিমান কিংবা অভিযোগ নয়'
সবকিছুই তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র।
আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাবো
কারণ আমি তোমায় ভীষণ-ভীষণ ভালোবাসি।
তুমি কি বুঝতে পারো?
Entertain by Hridoy

তুমি হারিয়ে যাবে জানলে'"আমি তোমাকে নিয়ে এত স্বপ্ন কোনো দিন ও দেখতাম নাহ!🖤😅
22/02/2025

তুমি হারিয়ে যাবে জানলে'"আমি তোমাকে নিয়ে এত স্বপ্ন কোনো দিন ও দেখতাম নাহ!🖤😅

আপনি যতো বেশি ম্যাচিউর হবেন ততো মানুষের সঙ্গ হারাবে।কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অ'বহেলা করলে তার থে...
22/02/2025

আপনি যতো বেশি ম্যাচিউর হবেন ততো মানুষের সঙ্গ হারাবে।
কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অ'বহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন।

কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বি'র'ক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে!🖤

- ✍🏻 AeAesthetic Adi😊 copy post

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং।কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশী থাকা মানুষ, কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচ'ন্ড রা'গ...
16/02/2025

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং।

কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশী থাকা মানুষ, কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচ'ন্ড রা'গী বা বদমে'জাজি আমি, কেউ কেউ ভালোবাসে আমাকে, আবার কেউ কেউ ঘৃ'ণা করে! কারো কাছে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমার ই'গো বেশি।
কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনোদিন বুঝে নি! এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের!

দিন শেষে যোগ-বি'য়োগ করে দেখি আমি একা!🤍

পুরুষ দ্বিতীয়বার পূর্নতা পায়, যদি মায়ের মতো যত্ন করা কোনো মহারানী পায়..😌❤️
16/02/2025

পুরুষ দ্বিতীয়বার পূর্নতা পায়, যদি মায়ের মতো যত্ন করা কোনো মহারানী পায়..😌❤️

Address

Brahmanbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aahil 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share