
08/03/2025
ভালোবাসি,
তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়
আমি তখনও তোমায় ভালোবাসি,
তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসি
একশো একটা অভিযোগ থাকলেও তোমায় ভালোবাসি।
ভালোবাসি বলেই তোমার উপর আমার রাগ হয়,
অভিমান হয়,
অভিযোগ করি।
তোমার প্রতি আমার রাগ অভিমান অভিযোগ প্রমাণ করে
আমি তোমায় কতটা ভালোবাসি!!
তুমি কি বুঝতে পারো?
আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও,
অভিমান হলে বিনয়ী হও,
অভিযোগ করলে আরো বেশি ভালোবাসো।
দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলো থেকে যাও-
সত্যি বলতে, রাগ অভিমান কিংবা অভিযোগ নয়'
সবকিছুই তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র।
আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাবো
কারণ আমি তোমায় ভীষণ-ভীষণ ভালোবাসি।
তুমি কি বুঝতে পারো?
Entertain by Hridoy