Broken Life

Broken Life Plz Follow and like my page

ভালোবাসি,তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়আমি তখনও তোমায় ভালোবাসি,তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসিএকশো একটা অভিযোগ থ...
08/03/2025

ভালোবাসি,
তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়
আমি তখনও তোমায় ভালোবাসি,
তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসি
একশো একটা অভিযোগ থাকলেও তোমায় ভালোবাসি।

ভালোবাসি বলেই তোমার উপর আমার রাগ হয়,
অভিমান হয়,
অভিযোগ করি।
তোমার প্রতি আমার রাগ অভিমান অভিযোগ প্রমাণ করে
আমি তোমায় কতটা ভালোবাসি!!
তুমি কি বুঝতে পারো?

আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও,
অভিমান হলে বিনয়ী হও,
অভিযোগ করলে আরো বেশি ভালোবাসো।
দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলো থেকে যাও-

সত্যি বলতে, রাগ অভিমান কিংবা অভিযোগ নয়'
সবকিছুই তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র।
আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাবো
কারণ আমি তোমায় ভীষণ-ভীষণ ভালোবাসি।
তুমি কি বুঝতে পারো?
Entertain by Hridoy

তুমি হারিয়ে যাবে জানলে'"আমি তোমাকে নিয়ে এত স্বপ্ন কোনো দিন ও দেখতাম নাহ!🖤😅
22/02/2025

তুমি হারিয়ে যাবে জানলে'"আমি তোমাকে নিয়ে এত স্বপ্ন কোনো দিন ও দেখতাম নাহ!🖤😅

আপনি যতো বেশি ম্যাচিউর হবেন ততো মানুষের সঙ্গ হারাবে।কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অ'বহেলা করলে তার থে...
22/02/2025

আপনি যতো বেশি ম্যাচিউর হবেন ততো মানুষের সঙ্গ হারাবে।
কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অ'বহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন।

কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বি'র'ক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে!🖤

- ✍🏻 AeAesthetic Adi😊 copy post

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং।কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশী থাকা মানুষ, কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচ'ন্ড রা'গ...
16/02/2025

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং।

কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশী থাকা মানুষ, কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচ'ন্ড রা'গী বা বদমে'জাজি আমি, কেউ কেউ ভালোবাসে আমাকে, আবার কেউ কেউ ঘৃ'ণা করে! কারো কাছে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমার ই'গো বেশি।
কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনোদিন বুঝে নি! এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের!

দিন শেষে যোগ-বি'য়োগ করে দেখি আমি একা!🤍

পুরুষ দ্বিতীয়বার পূর্নতা পায়, যদি মায়ের মতো যত্ন করা কোনো মহারানী পায়..😌❤️
16/02/2025

পুরুষ দ্বিতীয়বার পূর্নতা পায়, যদি মায়ের মতো যত্ন করা কোনো মহারানী পায়..😌❤️

°_____এবার নিজেকে 'নিজে শিকল দিয়ে বাঁধতে হবে।যেনো কেউ একটুখানি মিথ্যা অভিনয় করলেই, কারো মায়ায় না পড়ি!! ❤️‍🩹🥀
16/02/2025

°_____এবার নিজেকে 'নিজে শিকল দিয়ে বাঁধতে হবে।
যেনো কেউ একটুখানি মিথ্যা অভিনয় করলেই, কারো মায়ায় না পড়ি!! ❤️‍🩹🥀

16/02/2025

এই শহরে হাজারো সুন্দরীর মধ্যে তুমি আমার একমাত্র সুহাসিনী!❤️🌸

খুব ইচ্ছে করে হাজার দূরত্ব পেরিয়ে‚তোমাকে       একটি বার জড়িয়ে ধরে বলি..❤️     তোমাকে ছাড়া থাকতে আমার খুব                ...
14/02/2025

খুব ইচ্ছে করে হাজার দূরত্ব পেরিয়ে‚তোমাকে
একটি বার জড়িয়ে ধরে বলি..❤️

তোমাকে ছাড়া থাকতে আমার খুব
কষ্ট হয়...!!😔🥀

A Good Future Need Some Bad Memories,,!🙂
06/08/2024

A Good Future Need Some Bad Memories,,!🙂

ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পরে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায়…
28/06/2024

ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পরে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায়…

অভিমান তৈরি হৃদয় থেকে।যেখানে কেউ স্পর্শ করতে পারেনা।
28/06/2024

অভিমান তৈরি হৃদয় থেকে।যেখানে কেউ স্পর্শ করতে পারেনা।

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Broken Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share