14/09/2025
বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঋতু হচ্ছে শীতকাল! শীতকালের চেয়ে সুন্দর অন্য কোনো ঋতু নাই! সুন্দর সুন্দর পোষাক পরা যায়, একটার উপরে দুইটা পরলেও কোনো সমস্যা নাই! সকালে উঠে 'চা' খেয়ে একটা তৃপ্তি পাওয়া যায়, একদম সন্ধ্যা হয়ে গেলে রাস্তার আশেপাশে বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায়! রাতে কারেন্ট চলে গেলেও সমস্যা নাই, গরমের কোনো প্যারা নাই একদম শান্তি মতো ঘুমানো যায়! রাস্তাঘাট সব শুকনা থাকে! মূলত এই ঋতুর পরিবেশটাই অন্যরকম আনন্দ নিয়ে আসে!'❤️