অদৃশ্য মানব シ︎

অদৃশ্য মানব シ︎ _সুখ আমার ভাড়া করা সম্পত্তি_
আর দুঃখ হলো পৈতৃক সম্পত্তি!
সুখের মেয়াদ শেষ হলেও দুঃখের মেয়াদ থেকে যাবে আ'মৃত্যু অব্দি।
(1)

08/10/2025

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই। কারো সামান্য গম্ভীর আচরণেই আমার হৃদয় চু'রমা'র হয়ে যায়, একটা সামান্য শ'ক্ত কথায় আমার অর্ধ-সপ্তাহ বিনিদ্র হাহা'কারে কাটতে পারে।

অথচ আধুনিক মানুষের হৃদয় কত শ'ক্ত, যেন কংক্রিটের মতো। এই পাথুরে নি'র্ম/ম শহরে ঠুনকো আয়নার মতো হৃ'দপি'ণ্ড নিয়ে আমি কতদূর যাবো?

Video: Sabbir Hossain

07/10/2025

বাংলাদেশ vs হংকং ম্যাচের এক্সট্রা টিকিট আছে কারও কাছে? থাকলে দয়া করে জানাবেন পর্যাপ্ত প্রেমেন্ট দিয়ে নিয়ে যাব।

06/10/2025

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং।

কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশি থাকা মানুষ, কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচন্ড রাগী বা বদমেজাজি আমি, কেউ কেউ
ভালোবাসে আমাকে, আবার কেউ কেউ ঘৃণা করে! কারো কাছে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমার ইগো বেশি।

কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনোদিন বুঝে নি! এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের!

দিন শেষে যোগ-বিয়োগ করে দেখি আমি বড্ড একা।

05/10/2025

ঠিক কত বেশি ভালোবাসলে মানুষ প্র'তা'র'ণা করে না?

03/10/2025

নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সবকিছুতে ঠকতে হয়। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, গলে যাই। কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দেই, মুখের উপর মানা করতে পারিনা।
কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি। তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যেনো তার বিপদ টা উদ্ধার হয়ে যায়।

আরও কতরকম ভাবে যে নরম মনের হওয়ায়
বিপাকে পড়েছি হিসেব নেই।সবশেষে এই নরম মনের হওয়ায় যেখানে সেখানে ব্যবহৃত হচ্ছি, এবং প্রয়োজন শেষে অবহেলিত।

Ashraf Ahmed Taqdeer

02/10/2025

মানুষ কত কিছু জমায়,, ব্যাংক ভর্তি টাকা,, সিন্দুক ভর্তি স্বর্ণ,, ঘর ভর্তি বাহারি সম্পদ...! অথচ বেশিরভাগ মানুষের নিজের জমানো একটা মানুষ নাই! একবারে নিজের মানুষ,, যার কাছে নিজেকেও ভে/ঙে/চুরে জমা করা যায়...|||

চি/ৎকার করে কা/ন্না করা যায়,, অল্পতেই হেসে ওঠা যায়! এই শহরে চারদিকে মানুষের মিছিল,, সবাই সবার সুখের সহযাত্রী,, কিন্তু জড়িয়ে ধরে কা/ন্না করার মানুষের বড্ড অভাব...!

30/09/2025

জীবনে সবকিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো 'চলতে জানা'। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মনের মতো হবে না। তবুও তাদের সঙ্গে কীভাবে চলতে হয় তা জানতে হবে।
হোচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে। কোনোভাবেই কারো ওপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ আপনাকে দেবে, সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশাহত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে।

মনে রাখবেন-সবকিছু নিজের মনের মতো হওয়ার চেয়ে, সবকিছুতে নিজের ভালো হওয়া জরুরি

লেখা: Ashraf Ahmed
বই: শেষ অধ্যায়

26/09/2025

রাস্তাঘাটে চলাফেরা করার সময় আব্বার বয়সি অনেক মানুষ দেখি, আমি ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে থাকি এক নজরে, আর ভাবি আব্বাকে দেখি না আজ কতদিন, আব্বা বলে ডাকি না আজ কতদিন। যখনই আব্বার মতো কোনো মানুষ দেখি তখনই আমার বুকের ভিতর কেমন জানি একটা তোলপাড় শুরু হয়। তখন মন চায় আব্বার জন্য জোরে চিল্লাইয়া একটু কান্না করি। আর বলি, আল্লাহ, আমার আব্বাকে এত তাড়াতাড়ি তোমার কাছে না নিলে কি হইতো? এখন আমার যে আব্বা নাই, আমার সুদিন–দুর্দিন কারে দেখাবো! আব্বা তুমি থাকলে সব কিছু অন্য রকম হইতো। আমার যে কেমন লাগে তোমাকে ছাড়া আমি তো তোমাকে কইতে পারি না আব্বা! কাউরে বুঝাতেও পারি না। তোমাকে আমার খুব মনে পড়ে ,প্রতিদিন, প্রতিনিয়ত তোমার কথা মনে পড়ে আব্বা। আমি তোমাকে খুব খুব খুব মিস করি আব্বাজান। 🥺

লেখা : Kazi Md Nahid

22/09/2025

বিদায় নিয়ে নিলাম পাওয়া না পাওয়ার গল্প থেকে জীবনে এখন আর এমন কিছু নেই যেটা পেয়ে গেলে আমি আবার নিজেকে ফিরে পাবো আবার এমন কিছুও নেই যেটা হারিয়ে গেলে আমি আবার নিজেকে হারিয়ে ফেলবো..!

Writer- rahim_shamir

21/09/2025

মাঝে মাঝে সব অ'দ্ভুত মনে হয়। এইটুকু সফরে কতটুকু সাফার করলে হবে পাথরের মন? আর যখন শব্দ সহ অনুভূতি ব্যর্থ হয় কি অনুভব করি তা বুঝাতে তখন কোন ভাষায় বুঝানো যায় যে,'আমি ভালো নে'ই। আমায় একটু বুঝো তোমরা'।

হয়তো মানিয়ে নেওয়ার সান্ত্বনা দিবে লোকেরা তবুও শিখিয়ে দিবে না কি করে ভালো থাকা যায়। দীর্ঘ দিনের জীবন মানে দীর্ঘ দিনের শো'ক।উত্তরে বলা আমি বড্ড ক্লা'ন্ত।

লেখা -নাবা

19/09/2025

আমি আমাকেই চিনি না। যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তা'কিয়ে দেখি, চেনা মুখ, অচেনা মা'নুষ। চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থা'কা অনেক না-বলা কথা।

কখন যে বদলে গেছি নিজেই জানিনা, অভিমান জমেছে অভ্যাসের মত, নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সব কিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভেতরেই কিছু একটা ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকা'ল নিজেকে'ই হারিয়ে ফেলি!☹️

19/09/2025

প্রতিদিনের মতো আজও ভোরে উঠেই রান্নাঘরে আমার মা । সবার আগে তাঁর দিন শুরু হয়, আবার শেষ হয় সবার পরে। 💖

Address

Brahmanbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when অদৃশ্য মানব シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category