অদৃশ্য মানব シ︎

অদৃশ্য মানব シ︎ _সুখ আমার ভাড়া করা সম্পত্তি_
আর দুঃখ হলো পৈতৃক সম্পত্তি!
সুখের মেয়াদ শেষ হলেও দুঃখের মেয়াদ থেকে যাবে আ'মৃত্যু অব্দি।
(2)

10/09/2025

তারপর একদিন সব স'য়ে যায়
চলে যাওয়া, উপেক্ষা। অ/বহেলা। দুঃখ, তা/চ্ছিল্য।
অ/পমান সব সয়ে যায়। মানুষ ধীরে ধীরে মানিয়ে নেয়।

আবেগের আনাগোনা বন্ধ হয়। পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর।
সবকিছুই সয়ে যায়, অথবা ভালোভাবে, বেঁ-চে থাকার জন্য সইয়ে নিতে হয়। 🥹

08/09/2025

জীবনের শুধু বয়স বাড়ছে অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে। এক বড় গহীন শুন্যতায় এসে জীবন ক্রমশ ঝুলছে, জীবনের মুক্তি নেই, মুক্তি পেলেও কোন গন্তব্য নেই,গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই,শক্তিটুকু থাকলেও যেন ততটা সময়ের জন্য আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই।

হাঁপিয়ে উঠা জীবনটা যেন এক সঙ্গীহীন পাখির মতো যার কাছে অসীম আকাশের দৈর্ঘ্যও মনে হয় বড্ড সংকীর্ণ.............☘️

05/09/2025

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
এলো আল্লাহর হাবীব ১২ রবিউলে।

05/09/2025

আহলান সাহলান, মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

05/09/2025

এই ষাট বছরের জীবনে শান্তির বড় অভাব। তবুও সামনে এগিয়ে যাই, এই আশায়-হয়তো একদিন একটু শান্তি মিলবে, হয়তো জীবন নতুন কোনো মোড় নেবে। অথচ অদ্ভুতভাবে, যত সামনে এগোই, ততই জীবনের অধ্যায়গুলো আরও উলটপালট হয়ে যায়। কখনো মনে হয়-এখানেই হয়তো শেষ, আর এগোনো সম্ভব নয়।

কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই উলটপালট জীবন নিয়েই আমরা আবার পথ চলা শুরু করি। হয় না এমন যে দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে যাই? তবুও উঠে দাঁড়াই, আবার দৌড়াতে থাকি। জীবনও তেমনই কিছু সময়ের জন্য থেমে যায় মনে হলেও, সেটাই জীবনের শেষ নয়...

05/09/2025

আমি লিখবো চিঠি দেব তোমায়
পাখি পৌঁছে দিও রওজায়।

03/09/2025

আমারে ছাড়া কার চলবে আমি টের পাই, কার চলবে না সেটাও টের পাই-
আমার অ/সুখের দিনে কে শোক পালন করবে আমি টের পাই, কে সুখ করবে সেটাও টের পাই, আমি যত্ন টের পাই এমনকি অযত্নও!

শুধু কার পিছনে জীবনের কতটুকু সময় ইনভেস্ট করা দরকার আমি এটা টের পাইনা..!

03/09/2025

জীবনের গন্তব্যস্থল হারিয়ে ফেলেছি আমি। নিজের ব্যর্থতা গোপন রাখতে গিয়ে বিলুপ্তির দিকে ছুটেছি মনের অজান্তে। নিজেকে খুঁজতে যেয়ে দেখি আমার অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে।

ব্যর্থ মানুষের সঙ্গী নিঃসঙ্গতা হয়। আমার সঙ্গী ছিলাম আমি। ইদানীং নিজেকেও আর খুঁজে পাইনা। ঘনিয়ে আসা অন্ধকারে প্রায় মিশে গেছি। নিরুপায় হয়ে ভাবি জীবনে এতটা পিছিয়ে যাবো কখনোই ভাবিনি।

Book - শেষ অধ্যায়

01/09/2025

মোমবাতির মতো নিজেকে মনে হয়। ধীরে ধীরে নিজের অ/স্তিত্ব ক্ষ/য়ে যাওয়ার যে দৃশ্য-তা আমি সবসময়ের মতো দেখেই যাই। আমার হাত-পা-ম/স্তিষ্ক কী যেন এক অজানা শক্তি দিয়ে বাঁধা!

নিজের ঝ/রে পড়ার দৃশ্য নিজের চোখে দেখেও যখন কিছু বদলাতে পারি না, তখন মনে হয় আমি সেই মোমবাতি যাকে একবার জ্বা/লিয়ে দিলে নিজে থেকে আর নিজেকে পু/ড়তে থাকা থেকে থামাতে পারে না। 😢

01/09/2025

Hmm😓

31/08/2025

কে আমাকে মনে রাখলো কে ভুলে গেল এসব নিয়ে এখন আর চিন্তা হয় না।আমি বুঝতে শিখেছি চিরকাল কেউ কারো মনে জায়গা ধরে রাখতে পারে না।
মানুষ তার প্রয়োজনবোধ থেকে সরে আসলে মানুষ দূরে সরে যাই।কেউ আমাকে প্রয়োজনে মনে করলে আমার কোন সংকোচতাও কাজ করে না। মনে হয় না প্রয়োজনের বেলাতেই কেন শুধু আমি। আমি কারো প্রয়োজনে আসছি, আমার কারণে তাঁর প্রয়োজন ফুরায় ভাবলেই কেমন তৃপ্তি কাজ করে।
আমার প্রয়োজনে যাকে আমি পাশে পায়নি তাঁর প্রয়োজনে আমি সব সময় এগিয়ে থাকবো আমি এমন চিন্তাধারার মানুষ।স্বার্থ নেই আমার তাই কে আমাকে মনে রাখলো কে ভুলে গেল এসব নিয়ে এখন আমি আর ভাবিনা।আমি চাই মানুষ ভালো থাকুক।চারপাশের মানুষ গুলো, আপন মানুষ গুলো, পরিচিত মানুষ গুলো। আমার কারণে তাদের মুখে তৃপ্তির হাসি ফুটবে এর ছেয়ে আনন্দের আর কিচ্ছু হতে পারে না।
লেখা - আশরাফ আহমেদ

বুক-শেষ অধ্যায়

Address

Brahmanbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when অদৃশ্য মানব シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category