Toha Academy

Toha Academy Toha Academy is a learning platform.

এইচ এস সি ও সমমান পরীক্ষা স্থগিত।  #মাইলস্টোন  #বিমান
22/07/2025

এইচ এস সি ও সমমান পরীক্ষা স্থগিত।
#মাইলস্টোন #বিমান

📢 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫শুরু হয়ে গেছে প্রস্তুতির সময়!📚 বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, ও বাংলাদেশ ও ব...
18/07/2025

📢 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫

শুরু হয়ে গেছে প্রস্তুতির সময়!

📚 বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (২০% + ৪০%)
⏰ পরীক্ষার সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
📅 পরীক্ষার তারিখ: ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ২০২৫

👧👦 কারা অংশগ্রহণ করবে?
✅ ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
✅ পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

📝 যা মনে রাখতে হবে:
📌 প্রস্তুতি নিন চারটি বিষয়ের উপর
📌 সঠিক সময়মতো ফরম পূরণ নিশ্চিত করুন
📌 শিক্ষক-অভিভাবকদের সহায়তায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যান

📣 আপনার শিশুকে উৎসাহ দিন সফল ভবিষ্যতের জন্য!
🔔 সময় থাকতে এখনই প্রস্তুতি শুরু করুন!

📍 #শিক্ষাই_আলো

👉 পোস্টটি শেয়ার করুন সকল অভিভাবক ও শিক্ষার্থীর সাথে!
✅ বিস্তারিত জানতে ভিজিট করুন: www.dpe.gov.bd
# www.learnwithtoha.com

সারা পৃথিবী যেখানে তাদের সৃজনশীলতায় দক্ষ সেখানে আমরা একদম পিছিয়ে। সবাই যেখানে সমুদ্রের গভীরতা পরিমাপ করে, আমি তখন সবজি ক...
16/07/2025

সারা পৃথিবী যেখানে তাদের সৃজনশীলতায় দক্ষ সেখানে আমরা একদম পিছিয়ে। সবাই যেখানে সমুদ্রের গভীরতা পরিমাপ করে, আমি তখন সবজি কাটায় ব্যস্ত। সবাই যখন জেট বিমানে চলাফেরায় ব্যস্ত আমি সেখানে ঠেল গাড়ি নিয়ে বলি হেইও, হেইও।

💻 কিভাবে ফলাফল দেখবেন?🔹 অনলাইন পদ্ধতি:SSC বা সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পারবেন সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে। এ...
10/07/2025

💻 কিভাবে ফলাফল দেখবেন?

🔹 অনলাইন পদ্ধতি:

SSC বা সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পারবেন সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে। এজন্য প্রয়োজন হবে আপনার:

পরীক্ষার রোল নম্বর

রেজিস্ট্রেশন নম্বর

বোর্ডের নাম

পরীক্ষার সন

📲 ওয়েবসাইট লিংক:

www.educationboardresults.gov.bd

✅ নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (যেমন: dhakaeducationboard.gov.bd)

➤ ধাপসমূহ:

ওয়েবসাইটে প্রবেশ করুন

"SSC/Dakhil/Equivalent" নির্বাচন করুন

সন হিসেবে “2025” দিন

বোর্ড নির্বাচন করুন

রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন

একটি নিরাপত্তা প্রশ্নের উত্তর দিন

“Submit” বাটনে ক্লিক করুন

🔹 এসএমএস পদ্ধতি:

যারা মোবাইল ফোন ব্যবহার করছেন তারা এসএমএস করেও ফলাফল জানতে পারবেন।

📨 ফরম্যাট:

SSC Send to: 16222

📌 উদাহরণ:
SSC DHA 123456 2025 → Send to 16222

👉 বোর্ডের সংক্ষিপ্ত নাম:

DHA – ঢাকা

COM – কুমিল্লা

BAR – বরিশাল

RAJ – রাজশাহী

DIN – দিনাজপুর

SYL – সিলেট

JES – যশোর

CHI – চট্টগ্রাম

MAD – মাদ্রাসা

TEC – কারিগরি

⚠️ প্রতিটি এসএমএসের জন্য খরচ হবে ২.৫০ টাকা (ভ্যাটসহ)।
#ফলাফল২০২৫ #কলেজভর্তি #শিক্ষাবোর্ড #শিক্ষাপ্রতিষ্ঠান #ভবিষ্যৎ_পরিকল্পনা

📢 এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: ১০ জুলাই 🎓চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই, জানি...
09/07/2025

📢 এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: ১০ জুলাই 🎓

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই, জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

📝 এবারের পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী।

👨‍🎓 পরীক্ষার্থীর সংখ্যা (বোর্ডভিত্তিক):
🔹 সাধারণ শিক্ষা বোর্ড: ১৪,৯০,১৪২ জন

ছাত্র: ৭,০১,৫৩৮ জন

ছাত্রী: ৭,৮৮,৬০৪ জন

🔹 মাদ্রাসা শিক্ষা বোর্ড: ২,৯৪,৭২৬ জন
🔹 কারিগরি শিক্ষা বোর্ড: ১,৪৩,৩১৩ জন

⏳ এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ফলাফলের জন্য। সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রইলো শুভকামনা! ❤️
ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

✅ ফলাফল দেখতে চোখ রাখুন:

http://www.educationboardresults.gov.bd

আপনার বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে

#ফলাফল২০২৫ #ভবিষ্যৎ_পরিকল্পনা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই  বিকেল ২:০০ টায়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভা...
09/07/2025

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই বিকেল ২:০০ টায়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছে।

ফলা ফলের অপেক্ষায় রয়েছেন পরীক্ষায় অংশ নেয়া ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

#ফলাফল২০২৫ #শিক্ষাপ্রতিষ্ঠান #শিক্ষাবোর্ড #কলেজভর্তি #ভবিষ্যৎ_পরিকল্পনা

কচুর লতি — এটি একটি জনপ্রিয় সবজি, বিশেষ করে গ্রামীণ বাংলায়। এর ইংরেজি নাম এবং উপকারিতা নিচে দেওয়া হলো:---✅ ইংরেজি নাম:...
30/06/2025

কচুর লতি — এটি একটি জনপ্রিয় সবজি, বিশেষ করে গ্রামীণ বাংলায়। এর ইংরেজি নাম এবং উপকারিতা নিচে দেওয়া হলো:

---

✅ ইংরেজি নাম:

Taro Stolon বা Taro Runner
(কচুর লতি হলো কচু গাছের লতা বা ডাঁটা যা মাটির নিচে বা উপরে বেড়ে ওঠে।)

---

🌿 কচুর লতির উপকারিতা:

1. ✅ হজমে সহায়তা করে:
কচুর লতিতে রয়েছে আঁশ (fiber), যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

2. ✅ আয়রনের উৎস:
এতে আয়রন থাকে যা রক্তশূন্যতা (anemia) প্রতিরোধে সহায়ক।

3. ✅ শরীরে শক্তি জোগায়:
এতে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে শক্তি দেয়।

4. ✅ ত্বকের জন্য ভালো:
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

5. ✅ হৃদয় সুস্থ রাখে:
এতে পটাসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের জন্য উপকারী।

6. ✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
এতে থাকা ভিটামিন C ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

---

🥦 ব্যবহারের পরামর্শ:

কচুর লতি রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিতে হয়।

শুকনা চিংড়ি বা মাছ দিয়ে রান্না করলে স্বাদ বাড়ে।

বেশি পরিমাণে খেলে কারো কারো গলায় অস্বস্তি বা চুলকানি হতে পারে — তাই সঠিকভাবে রান্না করা জরুরি
#কচু

যে কেউ চাইলে যে কোন পেশায় নিয়োজিত হতে পারে। শিক্ষকতা এমন একটি পেশা যে পেশায় চাইলে যে কেউ আসতে পারে না। কারণ শিক্ষক হতে শ...
22/06/2025

যে কেউ চাইলে যে কোন পেশায় নিয়োজিত হতে পারে। শিক্ষকতা এমন একটি পেশা যে পেশায় চাইলে যে কেউ আসতে পারে না। কারণ শিক্ষক হতে শিক্ষক হওয়ার প্রবল আগ্রহ থাকতে হয়। কেউ প্রবল আগ্রহ ছাড়া পারিবারিক বা অন্য কোন কারণে শিক্ষকতায় আসলেও তারা সফল শিক্ষক হতে পারে না। কারণ তাদের মধ্যে আন্তরিকতার যতেষ্ঠ অভাব থেকেই যায়। আন্তরিকতা ছাড়া কোন দিনই একজন সফল শিক্ষক হওয়া অসম্ভব। আন্তরিকতার পাশাপাশি একজন শিক্ষকের যে সব জ্ঞান ও বিষয় অনুসরণ করা জরুরী।

#একজন শিক্ষকের যে সব জ্ঞান থাকা জরুরী-

Content Knowledge (বিষয় জ্ঞান)

* Pedagogical Knowledge (শিক্ষাবিদ্যা জ্ঞান- পড়ানোর কৌশল জানা)

❖ Technological Knowledge (প্রযুক্তিগত জ্ঞান)

Technological pedagogical content knowledge (TPACK) একজন শিক্ষকের মধ্যে এই জ্ঞান থাকলে, আন্তরিকতা দিয়ে একজন শিক্ষক সফল শিক্ষক হতে পারবে কিন্তু একজন শিক্ষককের মধ্যে Technological pedagogical content knowledge (TPACK) জ্ঞান না থাকলে ইনার পক্ষে সফল শিক্ষক হওয়া প্রায় অসম্ভব।

Technological pedagogical content knowledge (TPACK) জ্ঞান অর্জনের পর একজন শিক্ষকের যে সব বিষয় অনুসরণ করা জরুরী।

* আন্তরিকতার সহিত পাঠদান করা।

* শ্রেণিকক্ষে আনন্দময় পরিবেশ সৃষ্টি করা।

* পাঠদানে সকল ছাত্র-ছাত্রীদের একক কাজ, জোড়ায় কাজ বা দলীয় কাজে অংশগ্রহণ নিশ্চিত করা।

* পাঠদান শেষে সকল ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন নিশ্চিত করা। (ধারাবাহিক মূল্যায়ন)

* পাঠদান শেষে মূল্যায়নের সময় প্রত্যেক ছাত্র-ছাত্রীর Skill gaps চিহ্নিত করা।

Skill gaps চিহ্নিত করে করে তা উন্নতির জন্য সাথে সাথে Feedback দেওয়া।

❖ Feedback দেওয়ার সময় ৩টি বিষয় মাথায় রাখতে হবে। Feedback হতে হবে- Specific, Helpful, Kind.

# Specific মানে- (কোন জায়গায় ঘাটতি আছে তা নিদিষ্ট করে দিতে হবে)।

# Helpful মানে- (Feedback টির জন্য ছাত্র-ছাত্রীর উন্নতি হতে হবে)।

(Feedback দয়ার সহিত Positive Feedback দিতে হবে। ধমক বা হতাশায় ভোগে এমন Feedback দেওয়া যাবে না।)

* শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের Equality & Equity অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

হচ্ছে- (সকল ছাত্র-ছাত্রীদের সমানভাবে সহযোগিতা করা)।

হচ্ছে-(যার রকম সহযোগিতা প্রযোজন তাকে সেভাবে সহযোগিতা করা। অর্থাৎ দূবল শিক্ষার্থীদের একটু বেশি সহযোগিতা করা)

* শ্রেণিকক্ষকে Bias (পক্ষপাদিত্য) মুক্ত রাখা। Bias হচ্ছে- পক্ষপাদিত্য-(শিক্ষককের সাথে কোন বিষয় ছাত্রের সাথে মিল থাকলে তাকে প্রধান্য দেওয়া, ছেলে- মেয়ে বিভেদ করা, একটি ভালো গুণ বিবেচনায় সব কিছু ভালো মনে করা, মূল্যায়ন করার আগে কোন ছাত্র-ছাত্রীর প্রতি পারবে এমন নিশ্চিত হয়ে যাওয়া। যেমন-যে শিক্ষার্থী প্রতিদিন বাড়ির কাজে করে তার বাড়ির কাজ না দেখে বাড়ির কাজ করছে বলে নিশ্চিত হয়ে যাওয়া অথবা যে প্রতিদিন পড়া পাবে তাকে মূল্যায়ন না করে পারবে বলে নিশ্চিত হয়ে যাওয়া)

* শ্রেণিকক্ষকে ছাত্র-ছাত্রীরা নিজেকে Safe, Valued, Respected অনুভব করানো।

হচ্ছে (ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক শান্তি থেকে নিরাপদ রাখা)।

হচ্ছে (ছাত্র-ছাত্রীদের গুরুত্ব নিশ্চিত করা। যথা- যে কোন শিক্ষার্থীর যে কোন ভুলের জন্য তিরিষ্কার না করে, সাহস যুগিয়ে

Positive কথাবার্তা বলা)।

হচ্ছে (ছাত্র-ছাত্রীদের সম্মান নিশ্চিত করা। যথা- যে কোন শিক্ষার্থীর মতামত কে সম্মান জানোনো, সকর কাজের জন্য

ধন্যবাদ জানানো সহ Positive Feedback নিশ্চিত করা)

যে শ্রেণিকক্ষে এই সকল বিষয় অনুসরণ করা হয় তা হবে পৃথিবীর সেরা শ্রেণিকক্ষ। আর যে শিক্ষক এই সকল বিষয় অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে সে নিশ্চিয়ই পৃথিবীর সেরা শিক্ষক। আসুন, আমার শ্রেণিকক্ষকে পৃথিবীর সেরা শ্রেণিকক্ষে পরিণত করি এবং আমি নিজেও পৃথিবীর সেরা শিক্ষক হতে সচেষ্ট থাকি। ধন্যবাদ।যে কেউ চাইলে যে কোন পেশায় নিয়োজিত হতে পারে। শিক্ষকতা এমন একটি পেশা যে পেশায় চাইলে যে কেউ আসতে পারে না। কারণ শিক্ষক হতে শিক্ষক হওয়ার প্রবল আগ্রহ থাকতে হয়। কেউ প্রবল আগ্রহ ছাড়া পারিবারিক বা অন্য কোন কারণে শিক্ষকতায় আসলেও তারা সফল শিক্ষক হতে পারে না। কারণ তাদের মধ্যে আন্তরিকতার যতেষ্ঠ অভাব থেকেই যায়। আন্তরিকতা ছাড়া কোন দিনই একজন সফল শিক্ষক হওয়া অসম্ভব। আন্তরিকতার পাশাপাশি একজন শিক্ষকের যে সব জ্ঞান ও বিষয় অনুসরণ করা জরুরী।

#একজন শিক্ষকের যে সব জ্ঞান থাকা জরুরী-

Content Knowledge (বিষয় জ্ঞান)

* Pedagogical Knowledge (শিক্ষাবিদ্যা জ্ঞান- পড়ানোর কৌশল জানা)

❖ Technological Knowledge (প্রযুক্তিগত জ্ঞান)

Technological pedagogical content knowledge (TPACK) একজন শিক্ষকের মধ্যে এই জ্ঞান থাকলে, আন্তরিকতা দিয়ে একজন শিক্ষক সফল শিক্ষক হতে পারবে কিন্তু একজন শিক্ষককের মধ্যে Technological pedagogical content knowledge (TPACK) জ্ঞান না থাকলে ইনার পক্ষে সফল শিক্ষক হওয়া প্রায় অসম্ভব।

Technological pedagogical content knowledge (TPACK) জ্ঞান অর্জনের পর একজন শিক্ষকের যে সব বিষয় অনুসরণ করা জরুরী।

* আন্তরিকতার সহিত পাঠদান করা।

* শ্রেণিকক্ষে আনন্দময় পরিবেশ সৃষ্টি করা।

* পাঠদানে সকল ছাত্র-ছাত্রীদের একক কাজ, জোড়ায় কাজ বা দলীয় কাজে অংশগ্রহণ নিশ্চিত করা।

* পাঠদান শেষে সকল ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন নিশ্চিত করা। (ধারাবাহিক মূল্যায়ন)

* পাঠদান শেষে মূল্যায়নের সময় প্রত্যেক ছাত্র-ছাত্রীর Skill gaps চিহ্নিত করা।

Skill gaps চিহ্নিত করে করে তা উন্নতির জন্য সাথে সাথে Feedback দেওয়া।

❖ Feedback দেওয়ার সময় ৩টি বিষয় মাথায় রাখতে হবে। Feedback হতে হবে- Specific, Helpful, Kind.

# Specific মানে- (কোন জায়গায় ঘাটতি আছে তা নিদিষ্ট করে দিতে হবে)।

# Helpful মানে- (Feedback টির জন্য ছাত্র-ছাত্রীর উন্নতি হতে হবে)।

(Feedback দয়ার সহিত Positive Feedback দিতে হবে। ধমক বা হতাশায় ভোগে এমন Feedback দেওয়া যাবে না।)

* শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের Equality & Equity অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

হচ্ছে- (সকল ছাত্র-ছাত্রীদের সমানভাবে সহযোগিতা করা)।

হচ্ছে-(যার রকম সহযোগিতা প্রযোজন তাকে সেভাবে সহযোগিতা করা। অর্থাৎ দূবল শিক্ষার্থীদের একটু বেশি সহযোগিতা করা)

* শ্রেণিকক্ষকে Bias (পক্ষপাদিত্য) মুক্ত রাখা। Bias হচ্ছে- পক্ষপাদিত্য-(শিক্ষককের সাথে কোন বিষয় ছাত্রের সাথে মিল থাকলে তাকে প্রধান্য দেওয়া, ছেলে- মেয়ে বিভেদ করা, একটি ভালো গুণ বিবেচনায় সব কিছু ভালো মনে করা, মূল্যায়ন করার আগে কোন ছাত্র-ছাত্রীর প্রতি পারবে এমন নিশ্চিত হয়ে যাওয়া। যেমন-যে শিক্ষার্থী প্রতিদিন বাড়ির কাজে করে তার বাড়ির কাজ না দেখে বাড়ির কাজ করছে বলে নিশ্চিত হয়ে যাওয়া অথবা যে প্রতিদিন পড়া পাবে তাকে মূল্যায়ন না করে পারবে বলে নিশ্চিত হয়ে যাওয়া)

* শ্রেণিকক্ষকে ছাত্র-ছাত্রীরা নিজেকে Safe, Valued, Respected অনুভব করানো।

হচ্ছে (ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক শান্তি থেকে নিরাপদ রাখা)।

হচ্ছে (ছাত্র-ছাত্রীদের গুরুত্ব নিশ্চিত করা। যথা- যে কোন শিক্ষার্থীর যে কোন ভুলের জন্য তিরিষ্কার না করে, সাহস যুগিয়ে

Positive কথাবার্তা বলা)।

হচ্ছে (ছাত্র-ছাত্রীদের সম্মান নিশ্চিত করা। যথা- যে কোন শিক্ষার্থীর মতামত কে সম্মান জানোনো, সকর কাজের জন্য

ধন্যবাদ জানানো সহ Positive Feedback নিশ্চিত করা)

যে শ্রেণিকক্ষে এই সকল বিষয় অনুসরণ করা হয় তা হবে পৃথিবীর সেরা শ্রেণিকক্ষ। আর যে শিক্ষক এই সকল বিষয় অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে সে নিশ্চিয়ই পৃথিবীর সেরা শিক্ষক। আসুন, আমার শ্রেণিকক্ষকে পৃথিবীর সেরা শ্রেণিকক্ষে পরিণত করি এবং আমি নিজেও পৃথিবীর সেরা শিক্ষক হতে সচেষ্ট থাকি। ধন্যবাদ।

শুভ সকাল। আলহামদুলিল্লাহ।          #ড্রাগন_ফল    #পেয়ারা
21/06/2025

শুভ সকাল। আলহামদুলিল্লাহ।
#ড্রাগন_ফল #পেয়ারা

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Toha Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toha Academy:

Share