
15/06/2025
সালমান শাহ্ একজনই ছিলেন আর কেউ কখনো তার মতো হতে পারবে না। তাকে শুধু অভিনেতা বলা ঠিক না, তিনি ছিলেন একটা সময়, একটা স্বপ্ন, এক দর্শকের ভালোবাসার নাম। ৯০ দশকের তরুণদের স্টাইল, ফ্যাশন, প্রেম সবকিছুর ব্যাকরণ যেন তিনিই লিখে গেছেন । যে কষ্ট নিয়ে তিনি চলে গেছেন, সেটাও আজো ভক্তদের মনে এক রহস্য, এক বেদনার গল্প হয়ে আছে। তবু যতদিন বাংলা সিনেমা থাকবে, যতদিন ভালোবাসা থাকবে, সালমান শাহ্ বেঁচে থাকবেন আমাদের স্মৃতিতে, পর্দায়, আর হৃদয়ের ভিতর।