
28/10/2022
আজ,ব্রাহ্মণবাড়িয়া সদর, ভাদুঘর কাঞ্চন পুর,অবৈধ ড্রেজার অভিযানে। সদর,সহঃ ভূমি কমিশনার মোঃ সাইফ উল-আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ মলাই মিয়া নামের এক সাবেক মেম্বার কে অনুমতি বিহীন অবৈধ ড্রেজার দিয়ে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পুকুর হইতে মাটি উওোলনের করার দায়ে। নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।