KnowInfo With SKNayem

KnowInfo With SKNayem Sharing valuable info, interesting facts & medical insights.

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️
©

21/07/2025

শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।
copied

01/06/2025

কুরবানি ঈদের গরু বাজারের ঐতিহাসিক funny ভিডিও😀
লালডা নাকি কালাডা -

29/05/2025

এমনভাবে যদি চড়তে পারতাম..........
This type of Horse Riding is a dream🙂

★ ঘোড়ারা অত্যন্ত সংবেদনশীল প্রাণী। যখন তাদের পিঠে থাকা মানুষটি ভীত বা নার্ভাস হয়, তারা সেটা টের পায় এবং আচরণ বদলাতে পারে। So, Rider should be energetic.
★ ঘোড়া প্রায় ৩৫০ ডিগ্রি কোণে দেখতে পারে।
★ ঘোড়ার অত্যন্ত দ্রুতগতির দৌড়কে Gallop বলে।
★ নিয়মিত রাইডারের গন্ধ, কণ্ঠস্বর এবং আচরণ ঘোড়ারা চেনে ও মনে রাখে।

✅ "Winning Brew" হলো রেসিংয়ে রেকর্ডধারী সবচেয়ে দ্রুতগতির ঘোড়া 71 km/h.

❗তবে, কিছু Quarter Horses হয়তো অল্প সময়ের জন্য তার চেয়ে দ্রুত দৌড়ায়, কিন্তু তারা রেকর্ডধারী নয়। যেমন : American Quarter Horse 88 km/h তুলেছিলো।

(Video collected from : Arman Aziz)

যুক্তরাষ্টের পশ্চিম ভার্জিনিয়ার ডোনি ডানিয়া নামক এক মহিলা এই ছবিটি তুলেছেন । কোটিতে একবার এমন ছবি তোলা সম্ভব । এটা প্র...
15/05/2025

যুক্তরাষ্টের পশ্চিম ভার্জিনিয়ার ডোনি ডানিয়া নামক এক মহিলা এই ছবিটি তুলেছেন । কোটিতে একবার এমন ছবি তোলা সম্ভব । এটা প্রমাণ করে যে বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো উচিত নয় ।

- Rashik Ajmain

10/04/2025
ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সামজিক উদ্দোক্তা, সমাজসেবক ও...
09/04/2025

ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সামজিক উদ্দোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

ড.মুহাম্মদ ইউনূসের পুরস্কার ১৫০+ হবে --

🙂১৯৭৮
★প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড
🙂১৯৮৪
★রামোন ম্যাগসেসে পুরস্কার
🙂১৯৮৫
★কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড
🙂১৯৮৭
★স্বাধীনতা পুরস্কার
🙂১৯৮৯
★আগা খান অ্যাওয়ার্ড
🙂১৯৯৩
★কেয়ার পুরস্কার
★মানবহিতৈষণা পুরস্কার, যুক্তরাষ্ট্র
★মুহাম্মদ সাহেবুদ্দিন বিজ্ঞান (সামাজিক অর্থনীতি) পুরস্কার, শ্রীলঙ্কা
★রিয়াল এডমিরাল এম এ খান স্মৃতি পদক, বাংলাদেশ
🙂১৯৯৪
★বিশ্ব খাদ্য পুরস্কার, যুক্তরাষ্ট্র
★পিফার শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্র
★ডঃ মুহাম্মাদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণ পদক, বাংলাদেশ
🙂১৯৯৫
★ম্যাক্স সছমিধেইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার, সুইজারল্যান্ড
★ঢাকা মেট্রোপলিটন রোটারারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার, বাংলাদেশ
🙂১৯৯৬
★আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার
★ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলামনাই পুরস্কার, যুক্তরাষ্ট্র
🙂১৯৯৭
★আন্তর্জাতিক একটিভিটিস্ট পুরস্কার, যুক্তরাষ্ট্র
★প্লানেটরি কনশিয়াশনেস বিজনেস ইনোভেশন পুরস্কার, জার্মানি
★হেল্প ফর সেলফ হেল্প পুরস্কার, নরওয়ে (Strømme Foundation, Norway)[৪]
★শান্তি মানব পুরস্কার (ম্যান ফর পিস এওয়ার্ড), ইতালি
বিশ্ব ফোরাম পুরস্কার, যুক্তরাষ্ট্র
🙂১৯৯৮
★ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার
★দ্যা প্রিন্স অফ আউস্তুরিয়া এ্যাওয়ার্ড ফর কনকর্ড, স্পেন[৫]
★সিডনি শান্তি পুরস্কার, অস্ট্রেলিয়া
★অযাকি (গাকুডো) পুরস্কার, জাপান
★ইন্দিরা গান্ধী পুরস্কার, ভারত
★জাস্টটি অফ দ্যা ইয়ার পুরস্কার, ফ্রান্স ( Les Justes D'or )
রাথিন্দ্রা পুরস্কার, ভারত
★রোটারারি এ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, যুক্তরাষ্ট্র
🙂১৯৯৯
★গোল্ডেন পেগাসাস এ্যাওয়ার্ড, ইটালি
★রোমা এ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান, ইটালি
🙂২০০০
★অমেগা এ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি ফরব লাইফ টাইম এচিভমেন্ট, সুইজারল্যান্ড
★এ্যাওয়ার্ড অফ দ্যা মেডেল অফ দ্যা প্রেসিডেন্সি,ইটালি
★কিং হুসেইন হিউম্যানিটারিয়ান লিডারশীপ এ্যাওয়ার্ড, জর্ডান
★আই ডি ই বি গোল্ড মেডেল এ্যাওয়ার্ড, বাংলাদেশ
ভিশন এ্যাওয়ার্ড, জার্মানি
★বাফি গ্লোবাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★রুবিন মিঊজিয়াম মানডালা এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার, ভারত
★১ম আহপাডা গ্লোবাল পুরস্কার, ফিলিপাইন
★মেডেল অফ ওনার, ব্রাজিল
★জাতিসংঘ সাউথ- সাউথ সহযোগিতা পুরস্কার, যুক্তরাষ্ট্র

🙂২০০১
★আরতুসি পুরস্কার, ইটালি
★গ্র্যান্ড প্রাইজ অফ দ্যা ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার, জাপান[৬]
★হো চি মিন পুরস্কার, ভিয়েতনাম
★আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার 'কাজা ডি গ্রানাডা', স্পেন
নাভারা ইন্টারন্যাশনাল এইড এ্যাওয়ার্ড, স্পেন
🙂২০০২
★মহাত্মা গান্ধী পুরস্কার, যুক্তরাষ্ট্র
🙂২০০৩
★বিশ্ব টেকনলজি নেটওয়ার্ক পুরস্কার, যুক্তরাজ্য
★ভলভো পরিবেশ পুরস্কার, সুইডেন (The Volvo Environment Prize)[৭]
★জাতীয় মেধা পুরস্কার, কলম্বিয়া
★দ্যা মেডেল অফ দ্যা পেইন্টার অসওয়াল্ড গুয়ায়াসামিন পুরস্কার, ফ্রান্স
🙂২০০৪
★তেলিছিনকো পুরস্কার, স্পেন
★সিটি অফ অরভিতো পুরস্কার, ইটালি
★দ্যা ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার, যুক্তরাষ্ট্র[৮]
★ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★লিডারশীপ ইন সোশ্যাল অন্টাপ্রিনেয়ার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★প্রিমিও গ্যালিলীয় ২০০০ স্পেশ্যাল প্রাইজ ফর পিস, ইটালি
নিক্কেই এশিয়া পুরস্কার, জাপান
🙂২০০৫
★গোল্ডেন ক্রস অফ দ্যা সিভিল অর্ডার অফ দ্যা সোশ্যাল সলিডারিটি,স্পেন
★ফ্রিডম এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★বাংলাদেশ কম্পিউটার সোসাইটি গোল্ড মেডেল, বাংলাদেশ
প্রাইজ ২ পন্টে, ইটালি
★ফাউন্ডেশন অফ জাস্টিস, স্পেন
🙂২০০৬
★নোবেল পুরস্কার (শান্তি)
★হার্ভার্ড ইউনিভার্সিটি নেউসতাদ এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★গ্লোব সিটিজেন অফ দ্যা ইয়ার এ্যাওয়ার্ড,যুক্তরাষ্ট্র
★ফ্রাঙ্কলিন ডি রুসভেল্ট স্বাধীনতা পুরস্কার, নেদারল্যান্ড
★ইতু বিশ্ব তথ্য সংগঠন পুরস্কার, সুইজারল্যান্ড[১০]
★সিউল শান্তি পুরস্কার, দক্ষিণ কোরিয়া
★কনভিভেঞ্চিয়া (উত্তম সহকারিতা) সেউতা পুরস্কার, স্পেন
★দুর্যোগ উপশম পুরস্কার, ভারত
★সেরা বাঙালী, ভারত
🙂২০০৭
★গ্লোবাল ট্রেইলব্লেজার পুরস্কার, যুক্তরাষ্ট্র
★এ বি আই সি সি এ্যাওয়ার্ড ফর লিডারশীপ ইন গ্লোবাল ট্রেড, যুক্তরাষ্ট্র
★সামাজিক উদ্যোক্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র
★বিশ্ব উদ্যোগী নেতৃত্ব পুরস্কার, যুক্তরাষ্ট্র
★রেড ক্রস স্বর্ণ পদক, স্পেন
★রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শত বার্ষিকী স্মারক, ভারত
★ই এফ আর বাণিজ্য সপ্তাহ পুরস্কার, নেদারল্যান্ড
★নিকলস চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র
★ভিশন এ্যাওয়ার্ড, জার্মানি
★বাফি গ্লোবাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★রুবিন মিঊজিয়াম মানডালা এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার, ভারত
★১ম আহপাডা গ্লোবাল পুরস্কার, ফিলিপাইন
★মেডেল অফ ওনার, ব্রাজিল
★জাতিসংঘ সাউথ- সাউথ সহযোগিতা পুরস্কার, যুক্তরাষ্ট্র
🙂২০০৮
★ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলবার সঙ্গে অধ্যাপক ইউনূস, ২০০৮।
★প্রোজেক্ট উদ্যোগী পুরস্কার, যুক্তরাষ্ট্র
★আন্তর্জাতিক নারী স্বাস্থ্য মিশন পুরস্কার, নিউইয়র্ক
★কিতাকইয়ুশু পরিবেশ পুরস্কার, জাপান
★চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র
★প্রেসিডেন্স পদক, যুক্তরাষ্ট্র
★মানব নিরাপত্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র
★বাৎসরিক উন্নয়ন পুরস্কার, অস্টিয়া
★মানবসেবা পুরস্কার, যুক্তরাষ্ট্র
★শিশু বন্ধু পুরস্কার, স্পেন
★এ জি আই আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার, জার্মানি
★করিনি আন্তর্জাতিক গ্রন্থ পুরস্কার, জার্মানি
★টু উয়িংস প্রাইজ, জার্মানি
★বিশ্ব মানবতাবাদী পুরস্কার, ক্যালিফোর্নিয়া
★ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড, ক্যালিফোর্নিয়া
🙂২০০৯
★এস্টরিল গ্লোবাল ইস্যু'স ডিসটিনগুইশড বুক প্রাইজ, পর্তুগাল
★এইসেনহওয়ের মেডেল ফর লিডারশীপ অ্যান্ড সার্ভিস, যুক্তরাষ্ট্র
★গোল্ডেন বিয়াটেক এ্যাওয়ার্ড, স্লোভাকিয়া
★গোল্ড মেডেল অফ ওনার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র
★প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যুক্তরাষ্ট্র
★পি আই সি এম ই টি এ্যাওয়ার্ড, পোর্টল্যান্ড
★বৈরুত লিডারশীপ এ্যাওয়ার্ড
🙂২০১০
★সোলারওয়ার্ল্ড আইন্সটাইন এ্যাওয়ার্ড
★কংগ্রেশনাল গোল্ড মেডাল
🙂২০১১
★ St. Vincent de Paul Award by DePaul University, Chicago, Illinois
★ Elon University Medal for Entrepreneurial Leadership, USA
🙂২০১২
★ Jean Mayer Global Citizen Award by the Institute for Global Leadership of Tufts University, USA
★ Outstanding Entrepreneur of Our Time and The Best Humanitarian of the Year by OFC Venture Challenge, USA
★ Transformational Leadership Award, USA
★ International Freedom Award by the National Civil Rights Museum, USA
🙂২০১৩
★ Salute to Greatness Award 2013 by Martin Luther King Center, USA
★ Albert Schweitzer Humanitarian Award 2013 by Quinnipiac University, USA
★ Global Treasure Award by Skoll Foundation, Oxford, UK
★ Forbes 400 Philanthropy Forum Lifetime Achievement Award for Social Entrepreneurship by Forbes Magazine, USA
★ Asian American/ Asian Research Leadership Award, USA
🙂২০১৪
★ওয়েস্টমন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড
★লোটাস লিডারশিপ অ্যাওয়ার্ড
★প্রিন্স আবদুল আজিজ বিন আবদুল্লাহ গ্লোবাল ★অন্টারপ্রিনিউয়ারশিপ অ্যাওয়ার্ড
★আলবেনিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড
🙂২০১৫
★ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড
★ডিস্টিংগুইশড প্রফেসরশিপ ফ্রম ওয়াইএনইউ
🙂২০১৬
★উইমেন ডেলিভার অ্যাওয়ার্ড
★জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি প্রেসিডেন্ট’স মেডেল
🙂২০১৭
★ভারতের গোল্ড মেডেল
🙂২০১৮
★যুক্তরাষ্ট্রের দ্য ফোর্ড ফ্যামিলি নটরডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সলিডারিটি
★ভারতের কেআইএসএস হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড
★ইটালির নুভো রিনাসিমেন্টো অর নিউ রেনেসান্স অ্যাওয়ার্ড
🙂২০১৯
★সুইজারল্যান্ডের গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড
🙂২০২০
★ভারতের ফিফথ ড. এপিজে আবদুল কালাম মেমোরিয়াল অ্যাওয়ার্ড
★ভারতের ড. থমাস ক্যাঙ্গন ম্যানেজমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড
🙂২০২১
★অলিম্পিক লরেল পুরস্কার
★জাতিসংঘ ফাউন্ডেশনের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার - ২০২১
★জার্মানির অপিনিয়ন মেকার অ্যাওয়ার্ড- দিয়ে ব্লেউ জাংগে’২০২১
🙂২০২৩
★ওয়ার্ল্ড ফুটবল সামিট পুরস্কার।[১৩]
🙂২০২৪
★ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার।[১৪]
🙂২০২৫
★ চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে সম্মাননা ডিগ্রি

* বিশ্বের ১১তম দীর্ঘ  সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’। * সেতুটি নির্মাণের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে। *...
09/04/2025

* বিশ্বের ১১তম দীর্ঘ সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’।
* সেতুটি নির্মাণের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে।
* এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড
* সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM।
* সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার (২০,২০০০ ফুট)
* প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার (৫৯.৪ ফুট)।
* নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর
* সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং তদারকির দায়িত্ব পালন করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী।
* সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস।
* প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে।
* ভূমিকম্প সহনশীল মাত্রা ৯
* সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার এবং পিলার ৮১টি। মোট স্প্যান সংখ্যা ৪১।
* প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন।
* সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।
* পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
* সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচতলায় থাকবে রেললাইন।
* সংযোগ সড়ক হচ্ছে জাজিরা ও মাওয়া
* সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার।
* দুই পাড়ে নদী শাসন ১২ কিলোমিটার
* মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সরাসরি সংযোগ স্থাপিত হবে
* দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে।

সরকারি মেডিকেল কলেজ এ এমবিবিএস কোর্সে ১০৩০ আসন বৃদ্ধি করা হয়েছে।  মোট আসন সংখ্যা : ৫৩৮০ (Govt)★বিভাগীয় মেডিকেলে ২৫ বৃদ্ধ...
22/10/2023

সরকারি মেডিকেল কলেজ এ এমবিবিএস কোর্সে ১০৩০ আসন বৃদ্ধি করা হয়েছে।

মোট আসন সংখ্যা : ৫৩৮০ (Govt)
★বিভাগীয় মেডিকেলে ২৫ বৃদ্ধি করে ২৫০ হয়ছে।
★৬৫,৭০ এমন সিটের মেডিকেলে ১০০ হয়ছে।

ইংরেজিতে খুব জনপ্রিয় একটা কথা আছে: Show, don’t tell. এই ছবিতে পেছনে দেয়ালের কাছে দাঁড়ানো মানুষ দুজন আমার ডিপার্টমেন্টের ...
21/10/2023

ইংরেজিতে খুব জনপ্রিয় একটা কথা আছে: Show, don’t tell.
এই ছবিতে পেছনে দেয়ালের কাছে দাঁড়ানো মানুষ দুজন আমার ডিপার্টমেন্টের দুইজন প্রফেসর। স্টুডেন্টরা পায়ের উপর পা তুলে বসে লেকচার শুনছে, আর ওনারা এক ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে লেকচার শুনেছেন! (আমাদের প্রোভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোভোস্টও ছিলেন, এবং তাঁরাও পুরো সময় দাঁড়িয়ে ছিলেন।)

একজন গেস্ট স্পিকার এসেছেন। তিনদিন আমাদের এখানে থেকে তিনটা রিসার্চ লেকচার দিয়েছেন। প্রতিটা লেকচারেই অডিটরিয়াম সম্পূর্ণ ভর্তি হয়েও এত বেশি মানুষ হয়েছে যে অনেককে দাঁড়িয়ে থাকতে হয়েছে বা মেঝেতে বসতে হয়েছে।
আমি ভীষণ অবাক হয়ে দেখলাম, আমাদের কয়েকজন প্রফেসর সিট ছেড়ে স্টুডেন্টদেরকে বসতে দিয়ে নিজেরা এক ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে লেকচার শুনলেন! সাথে প্রোভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোভোস্ট। আমি এবং আমার মতো সাউথ এশিয়ান কয়েকজন স্টুডেন্ট নিজেদের সিট ওনাদেরকে অফার করলেও ওনারা সেটা নিতে রাজি হননি। বলেছেন, তোমরা আরাম করে বসে লেকচার শোনো। এটা আমাদের চেয়ে তোমাদের জন্য বেশি বড় লার্নিং অপর্চুনিটি।

প্রথম যখন এসে দেখেছিলাম প্রফেসররা আমাদের পেছনে লাইনে দাঁড়িয়ে খাবার নেন, আমার ব্রেইনে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। দেশে দেখে অভ্যস্ত ছিলাম সব ইভেন্টে, এমনকি পিকনিকে গিয়েও আমাদের টিচারদেরকে আগে আলাদা করে টেবিলে খাবার সার্ভ করা হয়, তারপর আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে খাবার নিই। আর গেটিসবার্গে আমাদের প্রফেসররা সব স্টুডেন্টের খাবার খাওয়া শেষে লাইনে দাঁড়ান, যেন স্টুডেন্টদের খাবারে কমতি না পড়ে।
প্রফেসর জেমিসনকে আমি অনেকবার বলেছি ব্যাপারটা আমার কাছে কেমন আমি আমার প্রফেসরদেরকে অসম্মান করছি লাগে। উনি বলেছেন, দেখো বাবা, যদি তুমি স্টুডেন্ট বলে তোমাকে দাঁড়িয়ে থাকতে হয় আর আমি প্রফেসর বলেই আমার বসার রাইট থাকে- তাহলে এতকাল ধরে যে দাসত্ব প্রথা থেকে আমি বেরিয়ে এলাম, সেটাই কি আবার ফিরিয়ে আনা হল না? সম্মান তো মানুষ হিসেবে মানুষকে করতে হয়, ডিগ্রিকে না। আমার একটা পিএইচডি আছে আর তোমার নেই বলেই কি তোমার চেয়ে আমি বেশি সম্মান ডিজার্ভ করি? তুমি তো আমার চেয়ে কত বিষয়ে কত বেশি জানো। সেই একই সম্মান তুমি কেন ডিজার্ভ করবে না?

শিক্ষা আসলে মুখে বলে দেয়ার জিনিস না, ঠিক যেমন সম্মান মুখে চেয়ে নেয়ার জিনিস না। নিজের কাজ দিয়ে সম্মান অর্জন করতে হয়, শেখাতে হয়। আপনার প্রফেসর যখন আপনাকে বসতে দিয়ে নিজে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন অথবা আপনাকে খাবারের লাইনে আগে দিয়ে নিজে আপনার পেছনে গিয়ে দাঁড়াবেন- শিক্ষা এবং সম্মান- দুটো জিনিস আপনি আপনা-আপনিই শিখবেন। There's a reason the saying goes: "Show, don't tell."

নোটঃ দয়া করে পোস্টের সারমর্ম না বুঝলে ভুল বুঝে কমেন্ট না করার অনুরোধ রইল। এই পোস্টে আমি কোনো কালচারকে ছোট বলিনি। শিক্ষকরা অবশ্যই সম্মান ডিজার্ভ করেন, এবং আমি শিক্ষকদেরকে বাবা-মায়ের পরপর দেখি। এই পোস্টটায় ওয়েস্টার্ন কালচারকে সুপেরিয়র বলা হচ্ছে না। আমার জীবনের একটা ছোট্ট ঘটনা শেয়ার করা হচ্ছে এখানে যেটা আমার ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীদেরকে সম্মান দেখানোর মাধ্যমে তাদেরকে সম্মান শেখানো খুব সুন্দর একটা জিনিস। আমার মনে হয়েছে আমার প্রফেসররা একটা ভীষণ সুন্দর কাইন্ডনেসের এক্স্যাম্পল সেট করেছেন। এইটুকুই। আমাদের নিজেদের সংস্কৃতির শিক্ষককে রেস্পেক্ট করার ব্যাপারটা খুবই সুন্দর। তবে ভুলে গেলে হবে না, ওয়েস্টার্ন কালচারেও শিক্ষকদেরকে শিক্ষার্থীরা সম্মান করে। কিন্তু শিক্ষকরাও যে শিক্ষার্থীদেরকে পালটা সম্মান দেখাচ্ছেন- এই জিনিসটা আমার ভালো লেগেছে, কেননা মানুষ হিসেবে সবারই সবাইকে সম্মান করা উচিত, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে।

19/09/2023

★ Your mind is like a magnet.
★ If u think blessings, u attract blessings.
★ If u think problems, u attract problems.
★ Always cultivate good thoughts and remain positive .

12/08/2023

একটা বিষয় আপনি কখনই ডিনাই করতে পারবেন না যে, ইসলাম কোনোদিন আপনাকে ফেইক এক্সপেক্টেশন দেয় না।

যেমন:
-একবার ইউনিভার্সিটি তে টিকতে পারলে লাইফ সেট।
-একবার এই এমএনসি তে ঢুকতে পারলে আর প্যারা নাই।
-একবার এই পজিশনে গেলে আর কারো কথা শুনা লাগবেনা।
-লাভ ইজ দা মোস্ট পাওয়ারফুল থিঙ্।
-এই পরিমাণ টাকা হইলে জীবনে অনেক শান্তি।
-তুমি কারো ওপর ডিপেন্ডেন্ট না, তুমি একাই সব পারবে‌।

আপনার পছন্দ হোক বা না হোক ইসলাম তার আইডিওলজিতে শতভাগ স্ট্রীক্ট। ইসলাম বলে এই জীবনে কোনদিনই আপনি আল্টিমেট সুখ-শান্তি লাভ করতে পারবেন না। এই জীবনে কোনদিনই কষ্টের শেষ নাই। কোনো মানুষই আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে না। আপনার সম্পদ-ক্ষমতা-সন্তান সবকিছুই ক্ষণস্থায়ী। এই জীবনে কোনদিনই আপনার এক্সপেক্টেশন অনুযায়ী সবকিছু হবে না। 🖤

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when KnowInfo With SKNayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share