News Bangla Tv

News Bangla Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Bangla Tv, Media/News Company, Brahmanbaria.

ভূরুঙ্গামারীতে বাবা মায়ের উপরে অভিমান করে দশম শ্রেণির ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যাকুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ...
17/06/2024

ভূরুঙ্গামারীতে বাবা মায়ের উপরে অভিমান করে দশম শ্রেণির ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মো: আমিদরুল ইসলামের মেয়ে মোছা : আলো মনি (১৬) ১৬ জুন সোমবার দুপুর ২ টার দিকে নিজ বাড়িতে গলায় ওরনা দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে বাড়ির লোকজন।পরে তাৎক্ষণিক ভাবে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা ও স্থানীয় জনগণ বলেন রাত পোহালে ঈদুল আজহা। নিহত আলো মনির বাবা একজন গরীব অসহায় ও একজন কৃষক।কৃষক হওয়ায় মেয়ে আলো মনির ঈদের চাওয়া পাওয়া পূরণ করতে পারেনি। তাই বাবা মায়ের উপরে অভিমান করে আত্মহত্যা করেছে। নিহত আলো মনি জয়মনিহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুল হক ঘটনার বিষয়ে বলেন আমি কিছু জানি না আপনার কাছেই শুনলাম।

উক্ত ওয়াডের ইউপি সদস্য মো: সোরাব হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন ।

ভূরুঙ্গামারী থানার তদন্ত অফিসার আব্দুলাহ আল মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বাবা মায়ের উপরে অভিমান করে রুমের সিলিং ফ্যান এর সাথে গলায় ওরনা দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

কলমাকান্দায় মসজিদের ভিতরে ইমাম খুননেত্রকোণার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট খুন হয়...
17/06/2024

কলমাকান্দায় মসজিদের ভিতরে ইমাম খুন

নেত্রকোণার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট খুন হয়েছেন। খুন হওয়া ব্যক্তি রংছাতি ইউনিয়নের সন্ন্যাসী পাড়া গ্রামের মৃত বাশির পন্ডিতের ছেলে মাওলানা আব্দুল বাতেন (৬০)।রবিবার(১৬ জুন) রাত ৩টা নাগাদ রংছাতি ইউনিয়নের বিশাউতি জামে মসজিদের ভেতর এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরো জানা যায়, বিসাউতি জামে মসজিদে তিনি ইমামতি করতেন এবং পাশাপাশি রংছাতি দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট এর দায়িত্বে ছিলেন। স্থানীয়রা জানায়, মসজিদের ভেতর অজ্ঞাত কেউ হুজুরকে ছুরিকাগাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। মসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখে এই অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা কলমাকান্দা হাসপাতালে নিলে ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আহতকে মৃত ঘোষণা করেন।
ছেলে বদিউজ্জামান গণমাধ্যমে জানান, আমার বাবাকে এমন নির্মমভাবে কারা খুন করেছে? আমার বাবা তো কোন অপরাধী ছিলেন না। কেন হত্যা করলো আমার বাবাকে,আমি এর বিচার চাই।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এঘটনায় এখনও পর্যন্ত(সোমবার রাত পৌনে আটটা নাগাদ) কাউকে গ্রেফতার করা হয়নি। দোষীদের বিচারের আওতায় আনতে যথাযথ আইনি প্রক্রিয়া চলছে।

ঈদুল আজহা আমাদেরকে ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল আজহা...
17/06/2024

ঈদুল আজহা আমাদেরকে ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়: শিক্ষামন্ত্রী



শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। যাতে করে আমরা পশু কোরবানির মাধ্যমে মনের হিংসা-বিদ্বেষ ঘৃণা বিসর্জন দিতে পারি।সাথে সাথে মনের পশুত্বকে কোরবানি দিয়ে সকলের সাথে হিংসা বিদ্বেষ মন থেকে মুছে ফেলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পাড়ি। শিক্ষামন্ত্রী ১৭ জুন (সোমবার)সকালে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে ঈদুল আজাহার জামাত ও মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদের নামাজে আমরা দেশবাসীর জন্য দোয়া করেছি।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও উনার পরিবারের জন্য দোয়া করেছি,উনার সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করেছি।
সমাজে যাতে শান্তি ও নিরাপত্তা আসে এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পাড়ে সেজন্যও দোয়া করেছি।
চট্টগ্রামসহ সারা বাংলাদেশের মানুষ যাতে অন্ন, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসেবা যথাযথভাবে পায় সেজন্য দোয়া করেছি। আল্লাহপাক যাতে সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন সেই দোয়াও করেছি।
এসময় তিনি চট্টগ্রামসহ পুরো দেশবাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
অপরদিকে একই সময়ে জমিয়তুল ফালাহ ময়দানে ঈদের জামাত শেষে মোনাজাত চলাকালীন অবস্থায় সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

শেরপুর ইউনিয়ন উন্নয়ন মূলক সংগঠনের পক্ষ থেকে  গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণপ্রথমে কার্যালয়ে আলোচনা সভা অনু...
15/06/2024

শেরপুর ইউনিয়ন উন্নয়ন মূলক সংগঠনের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রথমে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর কার্যালয় থেকে ইউনিয়নের সকল ওয়ার্ডের প্রতিনিধিদের কাছে তাদের ওয়ার্ডের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী স্থানান্তর করা হয়। এরপর প্রতিনিধি ঘন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে।
এ সভাই বক্তব্য রাখেন অত্র সংগঠনের শুভাকাঙ্ক্ষী ডাক্তার রফিকুল ইসলাম আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী সাহেব মোহাম্মদ মিজানুর রহমান আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব নূর মোহাম্মদ মাস্টার সাহেব এবং অত্র সভার সম্মানিত সভাপতি জনাব হাফিজুল ইসলাম জুয়েল।
হাফিজুল ইসলাম জুয়েল বলেন তোমরা এই মুহূর্তে কাজে অনেক দূর এগিয়ে যাও আমি সর্বদাই তোমাদের পাশে আছি যখনই আমার সহযোগিতা তোমাদের লাগবে আমি তোমাদের কাছে ছুটে আসবো।
এ সময় সংগঠনের পরিচালক বলেন
অনেক সুন্দরভাবে কার্যক্রমটি সফল হয়েছে।
ধন্যবাদ অত্র সংগঠনের প্রত্যেক সদস্যকে যাদের অর্থ ও পরিশ্রমের বিনিময়ে এই মহৎ কাজটি সফল করতে পেরেছি।

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনপার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় "চলো করি ব...
15/06/2024

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় "চলো করি বৃক্ষরোপন, গড়ে তুলি সবুজ ভুবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ জুন (শনিবার) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্রাঙ্গনের বিভিন্ন আঙ্গিনায় জেলা পুলিশের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

কর্মসূচী তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ তফিকুল আলম,
সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হাসান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের ১২০ টি চারা রোপন করা হয়। এসময় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আমাদের দেশে গোটা বর্ষাকাল ধরেই চলে বৃক্ষরোপণ আর এটি গুরুত্বপূর্ণ। কারণ সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। পৃথিবীতে প্রাণবৈচিত্র সুরক্ষিত রাখতেও এর কোন গতি নেই বৃক্ষের প্রতি ভালোবাসা রেখে প্রতিনিয়ত বৃক্ষ রোপনে উৎসাহিত হতে হবে।

এই কর্মসূচীর মধ্য দিয়ে জেলার ৯ উপজেলায় পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।

বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যুনওগাঁ: বদলগাছীতে ট্রকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ (৫৫) নামে এক বৃদ্ধের...
15/06/2024

বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ: বদলগাছীতে ট্রকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুর ২টায় বদলগাছী -আক্কেলপুর সড়কের কেশাইল ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশীদ বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মৃত তারেজ উদ্দিনের ছেলে।বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমান জানান, শনিবার দুপুর ১:৩০ মিনিটে আব্দুর রশীদ হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। দ্রুত বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত। ১৫ই জুন শনিবার সকাল ১১ টার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন  রূপান্ত...
15/06/2024

বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত।

১৫ই জুন শনিবার সকাল ১১ টার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য হাসানুর রহমান ঝন্টুর
সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু এমপি।

জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য মনির হোসেন কামাল সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা , আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, বেতাগী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস, বামনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, তালতী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী, পাথরঘাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার পাপড়ি, বরগুনা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপা বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা কাদের ও সাধারণ সম্পাদক জাফর হাওলাদার প্রমুখ।

সভায় আস্থা প্রকল্প ও উদ্দেশ্য বর্ননা করেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী। কর্মসূচির কি- নোট পেপার উপস্থাপন করেন যুব সদস্য মো: ইমরান হোসেন ও জেবিন মীম।

বক্তারা স্থানীয় জনগোষ্ঠীর দাবী উপস্থাপন এবং সহিংসতা প্রতিরোধ এবং সুশাসনের চর্চার প্রতিশ্রতি দেন। রাজনৈতিক নেতারা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং সহিংসতা প্রতিরোধ এবং অহিংস সমাজ গঠনের অঙ্গীকার করেন সভায় দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং যুবদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলার যুব ফোরামের সদস্যবৃন্দ,নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, স্ংবাদিক,নারী নেত্রী ও এনজিও প্রতিনিধি।

লংগদুতে বজ্রপাতে এক গৃহবধু সহ প্রাণ গেল ৫ জনেরঃ ১জন নিখোজ১৫ জুন শনিবার দুপুর তিন ঘঘটিকার সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার ল...
15/06/2024

লংগদুতে বজ্রপাতে এক গৃহবধু সহ প্রাণ গেল ৫ জনেরঃ ১জন নিখোজ

১৫ জুন শনিবার দুপুর তিন ঘঘটিকার সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে ৪ জন ও আটারকছড়া ইউনিয়নে ১ জন গৃহবধু সহ মোট ৫ জন বজ্রপাতে নিহত হয়েছেন। তারা হলেন ভাসান্যাদম ইউনিয়নের ভাসান্যাদম গ্রামের জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০)। এ ঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ প্রশাসন।বজ্রপাতে নিহত ভাসান্যাদম এলাকার ৪ জনই পুরুষ। তারা উপজেলার সর্ববৃহৎ বাজার মাইনীমুখ বাজার শেষে ট্রলার বোটে করে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে দুপুর তিনটার দিকে মিনা বাজার এলাকায় পৌছালে তখন মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তন্মধ্যে একটি বজ্রপাত উক্ত ট্রলার বোটে পড়লে ঘটনাস্থলেই ৪ জন মৃত্যুবরণ করেন তন্মধ্যে বোট চালক বিলের পানিতে পড়ে নিখোজ হন।
এদিকে আটারকছড়া ইউনিয়নে চেয়ারম্যান টিলা এলাকার ১নং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৫) নিজের বসত ঘরের বারান্দায় বজ্রপাতে নিহত হন। দুপুরে বৃষ্টিপাতের সময় নিজগৃহের বারান্দায় অবস্থান করছিলেন উক্ত গৃহিনী। বজ্রপাত তার ঘরে পড়লে উক্ত নারীও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,করল্যাছড়ি ইউনিয়নে একজন মহিলা ও শনিবার মাইনী বাজার থেকে ভামান্যাদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে গবাদীপশুর মৃত্যু, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি  গাইবান্ধায় গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি গবাদিপশুর মৃ...
15/06/2024

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে গবাদীপশুর মৃত্যু, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধায় গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি গবাদিপশুর মৃত্যুসহ ৪টি পরিবারের ক্ষতি সাধিত হয়েছে প্রায় লক্ষাধিক টাকার।শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ২ টার দিকে জেলার সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামের দক্ষিণ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । স্থানীয়রা জানায়, হঠাৎ করে রাত ২টার দিকে ঘুড়িদহ গ্রামের দক্ষিণ পাড়ায় মৃত মালেক উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তারের গোয়াল ঘরে অগ্নিকান্ডের সূত্রপত ঘটে মুহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ৩টি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ছাত্তার মিয়ার ৩টি, ছাত্তারের ছেলে আশরাফুলের ২টি গরু, হায়দার আলীর ২টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া হায়দার আলী ও সানোয়ার রহমানের প্রায় ২০ হাজার টাকা মূল্যের গো-খাদ্য (খড়) পুড়ে ভষ্ম হয়ে যায়। এতে ওই ৪ পরিবারের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়।

সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাফর শেখ জানান, রাত ৩টার পরে সংবাদ পেলে সাথে সাথে উদ্ধার কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ইটের রাস্তা কেটে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে  ভুমি গ্রাসী পরিতোষ বিশ্বাস। যশোরের মনিরামপুর উপজেলার হরিনা গ্...
15/06/2024

ইটের রাস্তা কেটে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে ভুমি গ্রাসী পরিতোষ বিশ্বাস।

যশোরের মনিরামপুর উপজেলার হরিনা গ্রামে ইটের সিলিং রাস্তা কেটে বাশ দিয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে একই গ্রামের ভুমি গ্রাসী নামে পরিচিত পরিতোষ বিশ্বাস। ঘটনার বিবরন ও সরেজমিনে ঘুরে দেখা যায় মনিরামপুর উপজেলার , নেহাল পুর টু চিনেটোলা সড়কের পাশে হরিনা মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই ২৫- ৩০ ঘরের ১৫০ থেকে ২০০ মানুষের যাতায়াতের একমার্ত ইটের সিলিং এর রাস্তা।

সেই রাস্তার প্রবেশ দারের কাছেই হরিনা গ্রামের পরিতোষ বিশ্বাস রাস্তার ইট তুলে ফেলে বড়ো গর্ত খুঁড়ে বাঁশ দিয়ে পুরো রাস্তা আটকে দিয়েছে, ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত কারি দেড় দুই শত লোক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে ভুক্ত ভোগীরা যানান, আমাদের ২০ থেকে ২৫ ঘর মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটাই, এই রাস্তা দিয়ে পরিতোষ বিশ্বাস ও তার বাড়িতে যায়, বর্তমানে পরিতোষ বসবাস রত বাড়ি থেকে একটু দুরে নতুন বাড়ি তৈরি করবে সেই পর্যান্ত ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে বসত বাড়ি ভেঙ্গে তাকে ( পরিতোষ বিশ্বাস কে) নতুন করে রাস্তা বানিয়ে দিতে হবে বলে দাবি করে আসছে।

পরিমলের এই অযৌতিক কথা জমির মালিকরা মেনে না নিতে চাওয়ায় আয বিকেলে উক্ত ইটের সিলিং রাস্তা কেটে সেখানে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে ওই পথ দিয়ে চলাচল কারি লোকজন বির্বতকর অবস্থায় পড়েছে।

এঘটনায় এলাকায় চরম খোবের সৃষ্টি হয়েছে, পাশা পাশি সচেতন মহল বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে কোন রকম অপৃতিকর ঘটনা ঘটার আগেই এর যথাযথ ব্যবস্তা গ্রহনের মাধ্যমে সুষ্ঠু সমাধান করে।

ভূরুঙ্গামারীতে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময়পার করছে কামাররাকুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে কোরবানির ঈদকে সামনে রেখে টুং টা...
15/06/2024

ভূরুঙ্গামারীতে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময়পার করছে কামাররা

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে কোরবানির ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ভূরুঙ্গামারী কামার শিল্পীরা। চলছে হাপর টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামার তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। শহর ও গ্রাম-গঞ্জে সব জায়গায় কামাররা নতুন তৈরির সঙ্গে পুরোনো দা-বঁটি, ছুরি ও চাপাতিতে সান দিতে ব্যস্ত সময় পার করছেন। তাই যেন দম ফেলারও সময় নেই কামারদের। বছরের অন্য সময়ের তুলনায় তাদের কাজ বেড়েছে। দিনরাত পরিশ্রম করছেন তারা। তাদের এ ব্যস্ততা চলবে ঈদুল আজহার দিন পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারী ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামের। এ চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে উপজেলার বিভিন্ন বাজারের কামারের দোকানগুলোতে। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও এখন ব্যস্ত সময় পার করছেন তারা।

কামারপল্লির কারিগররা জানান, কয়লা ও লোহার দাম অনেক বেশি। তাই তৈরি করা সরঞ্জাম বিক্রি বেশি হলেও লাভ কম হয়। ২ দিন পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। তাই এ উৎসবকে কেন্দ্র কামারদের ব্যস্ততা বেড়েছে অনেক। কাজের চাপে যেন দম ফেলার সময় নেই তাদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন কামাররা।

শহরের ভূরুঙ্গামারী বাজারের কফিল উদ্দিন বলেন, “সারা বছরের মধ্যে কোরবানি ঈদেই আমাদের বেশি ব্যস্ত থাকতে হয়। বর্তমানে লোহা ও কয়লার দাম বেশি। তাই তৈরি করা সরঞ্জাম বিক্রি বেশি হলেও লাভ কম হয়। আমরা বছরজুড়ে এ সময়ের অপেক্ষায় থাকি। সারা বছর আমাদের তেমন বিক্রি হয় না। তবে কোরবানি ঈদের এক মাস আমাদের বিক্রি বেড়ে যায়। তবে উৎপাদন ও প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় লাভ আগের চেয়ে অনেক কম।”

কফিল উদ্দিন আরও বলেন, “পশুর চামড়া ছাড়ানো ছুরি ১০০-২০০ টাকা, দা ২৫০-৫০০ টাকা, বঁটি ৩০০-৪৫০, পশু জবাইয়ের ছুরি ৪০০-৫৫০ টাকা, চাপাতি ৪০০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কেজি ওপরের নির্ভর করে দাম নির্ধারণ করা হয়।”

কারিগররা অভিযোগ করে জানান, তাদের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম। সারা দিন আগুনের পাশে বসে থেকে কাজ করতে হয়, এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কমে যাচ্ছে কামার সম্প্রদায়ের মানুষ। বাধ্য হয়ে পৈত্রিক পেশা পরিবর্তন করছেন অনেকে।

কফিল উদ্দিন ও সামছুল হক বলেন, “প্রতি বছর কোরবানি ঈদে আমরা বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করে থাকি। এবারও এসব উপকরণের চাহিদা বেড়েছে। সারা বছর আমরা যে আয় করি কোরবানি ঈদের এক মাসে তার চেয়ে বেশি আয় করতে পারি। কামার শিল্পের অতি প্রয়োজনীয় জ্বালানি হচ্ছে কয়লা। কিন্তু এ কয়লা এখন প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গ্রাম-গঞ্জে ঘুরে কয়লা সংগ্রহ করতে হয়। বর্তমানে কয়লার দামও অনেক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লোহার দামও। লোহা ও কয়লার দাম বাড়লেও সেই তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি।”

বঁটি বানাতে আসা মোশারফ হোসেন বলেন, “আগের চেয়ে দাম অনেক বেশি। আগে যে বঁটি বানাতাম ২০০-৩০০ টাকা সেটি এখন বানাতে লাগছে ৩০০-৪৫০ টাকা।”

চাপাতি বানাতে আসা হাকিম মিয়া বলেন, “আর দুই দিন পর কোরবানির ঈদ। তাই চাপাতি বানাতে কামারের দোকানে এসেছি। আগে যে চাপাতি কিনতাম ৪০০-৫০০ টাকায়, সেই চাপাতি এখন নিজের লোহা দিয়ে বানিয়ে নিলাম ৬৫০ টাকা করে।

রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণনারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া, বাঘবেড়, পানিআগ্রা, দক্ষিণবাগ, ...
15/06/2024

রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের
মধ্যে ঈদসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া, বাঘবেড়, পানিআগ্রা, দক্ষিণবাগ, টেকবাড়ি, চোরাবো, টানমুশুরী, বৈরাগবাড়ি, সাহাপুর, মুশুরী, নোয়াগাঁও, দক্ষিণ নবগ্রাম, মাইফরাসপাড়া, রূপগঞ্জসহ আশপাশের এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৪জুন শুক্রবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গো২ #//-লাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার অর্থায়নে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ াতী/ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব রমজান আলী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম রসূল, আনোয়ার হোসেন জমিদার, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, সামসুল প্রধান, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা রাশিদুল, হাবিবুর রহমান বাবু, ইউপি সদস্য আওলাদ হোসেন প্রমুখ।
পরে দুই সহস্রাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

Address

Brahmanbaria

Telephone

+8801783822920

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangla Tv:

Share