
20/03/2024
আর ক্ষুধা লাগবে না,
আর পিপাসাও লাগবে না।😥
কারো ঘরের দুয়ারে দুয়ারে আর ঘুরবো না।কারো বিরক্তির কারণও আর হবো না।
আমি তো আর তোমাদের ধনসম্পদ নষ্ট করে ফেলতাম না,অতি সামান্য কিছু খাবারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরতাম।আমার রিযিক তো আগে থেকেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন,তোমরা উছিলা'ও হতে চাওনি।😥
আমি বোবা প্রাণী কিন্তু তোমরা..?