Mr ReekTu

Mr ReekTu We are always engaged in the service of people. ReekTu

17/07/2025

জিন আক্রান্ত মানুষের চিকিৎসা জার্মানিতে....

শাহাদাত আঙ্গুলের ইশারায় শুধুমাত্র সৃষ্টিকর্তাকেই বোঝায় , আল্লাহ এক তার সাথে কোন শরীক নাই।Picture location: Maldives 🇲...
16/07/2025

শাহাদাত আঙ্গুলের ইশারায় শুধুমাত্র সৃষ্টিকর্তাকেই বোঝায় , আল্লাহ এক তার সাথে কোন শরীক নাই।

Picture location: Maldives 🇲🇻 Pakistan 🇵🇰

Me with Dr.Mala Ali Kurdistani

ব্ল্যাক ম্যাজিক নিয়ে এক আপুর লেখা…আমার জ্বিনের সমস্যা ছোটবেলা থেকে। আমি স্বপ্নে কিছুদিন পরপর কার, কি হবে, কেমন হবে দেখে...
15/07/2025

ব্ল্যাক ম্যাজিক নিয়ে এক আপুর লেখা…

আমার জ্বিনের সমস্যা ছোটবেলা থেকে। আমি স্বপ্নে কিছুদিন পরপর কার, কি হবে, কেমন হবে দেখে ফেলি এবং সেটা পরে সত্যি সত্যি হয়। সবসময় স্বপ্ন দেখি না, কিছুদিন পরপর দেখি। আমি খুব দুঃখী থাকলে কে বা কারা যেন মাথায় হাত বুলিয়ে দেয় আমি জানি না কে। খুব অসুস্থ থাকলে দোয়া পড়ে ফু দিয়ে দেয়, আমি তাদের দেখিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় কেউ আমাকে আঘাত দিলে পাল্টা আঘাত তার কাছে ফেরত যায়। এজন্য কেউ অপমান করলে কিংবা কটু কথা শোনালে আমি কোনো ধরণের প্রতিক্রিয়া দেখায় না। আমাকে ছোটবেলায় কে কোথায় তাবিজ করেছিল সেটাও স্বপ্নে দেখে ফেলতাম। পরে সত্য হতো। আমার দূর সম্পর্কে ফুফু হাজিরা দেখে বলতেন হ্যা এটা সত্যি।
একজন বয়স্ক মওলানাকে দেখি স্বপ্নে সে কিনা দূর থেকে আমাকে আগলে রেখেছেন অথচ তাকে আমি চিনি না। আমাকে অনেক দোয়া, শেখান। ঘুম থেকে উঠলে কিছু মনে থাকে কিছু মনে থাকে না। আমাকে অনেকজনকে সাহায্য করতে বলা হতো। আমি ভয়ে করতাম না। আমার মা বলতেন, তুমি কিছু পাবে। আমি এসবে নেই। আমার বাবার নিষেধ। কারণ " পিতার সন্তুষ্টি খোদার সন্তুষ্টি " বিশ্বাস করি।

ব্ল্যাক ম্যাজিক ছোটবেলা থেকে। পড়া বন্ধ প্রথম জানতে পারি। এরপরের গুলো জানি একজন মহিলার হাজিরা থেকে। পরে ফেসবুকে এসে জানতে পারি এসব গুনাহ। আর সে পথে যাইনি। ইউটিউবে রুকিয়াহর সূরা দেখি।

ইদানীং পুরো শরীরের তুলনায় পেট ফুলে যাচ্ছে। ব্যথা আছে। ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট শেষ শুধু সিটি স্ক্যান বাকি আছে।

কালো জাদু  (black magic )কত মানুষকে না জানি কত কষ্ট দিচ্ছে!  দুষ্ট প্রকৃতির কিছু মানুষ রয়েছে যারা নাকি কিছু অর্থের বিন...
13/07/2025

কালো জাদু  (black magic )কত মানুষকে না জানি কত কষ্ট দিচ্ছে! দুষ্ট প্রকৃতির কিছু মানুষ রয়েছে যারা নাকি কিছু অর্থের বিনিময়ে মানুষকেই ক্ষতিগুলো করে থাকে, কালো জাদু পূর্বেও ছিল বর্তমানেও আছে।

এই কালো জাদু থেকে হেফাজতে থাকতে পবিত্র আল কোরআনকে ফলো করুন।

My dream is that Dr. Ali and I will touch the Kaba house of Allah together.😔Insha Allah
13/07/2025

My dream is that Dr. Ali and I will touch the Kaba house of Allah together.😔

Insha Allah

মালদ্বীপের স্মৃতিগুলো মনে পড়েছে একই হোটেলে দুইজন ছিলাম ..!
11/07/2025

মালদ্বীপের স্মৃতিগুলো মনে পড়েছে একই হোটেলে দুইজন ছিলাম ..!

11/07/2025

পবিত্র জুম্মার দিনের উছিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে।
আমাদের বাংলাদেশ সুন্দর হোক সবাই সুখে থাকুক সেই সেই প্রার্থনা।

11/07/2025
Dr.Mala Ali Kurdistani
07/07/2025

Dr.Mala Ali Kurdistani

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mr ReekTu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr ReekTu:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share