আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা

আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা উন্নয়ন এবং অসহায়দের জন্য বন্ধুদের ক্ষুদ্র ফান্ড

25/04/2025

আল্লাহ্ স'হা'য় থাকলে পৃথিবীর কো'নো ক্ষ'তি আপনাকে স্প'র্শ করতে পারবে না!❤️

25/04/2025

শুক্রবার দরুদ পাঠের দিন। তাই বেশি বেশি দরুদ পড়ুন।

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

25/04/2025

হে তরুন যুবক, আবারো বলছি,
বিয়ে করুন ,তার সাথে বাচ্চার বাবা হোন!❤️

25/04/2025

তার ঈমান কত শক্ত হলে,
সে মা’র খাওয়া অবস্থায় ও আল্লাহকে ডাকছে! 💔🇮🇳

05/03/2025

💜

04/03/2025

তারা কি মাটির নিচে যাবে না একদিন,জবাব দিতে হবেনা তাদের মাবুদ এর নিকট😓😓

আলহামদুলিল্লাহ! আমাদের সংগঠন: আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা। থেকে আমাদের গ্রামের নিম্ন আয়ের পরিবার গুলোকে ইফতার সামগ্রী...
28/02/2025

আলহামদুলিল্লাহ!
আমাদের সংগঠন: আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা। থেকে আমাদের গ্রামের নিম্ন আয়ের পরিবার গুলোকে ইফতার সামগ্রী উপহার প্রদান করেছি। এই প্রথম বার আমরা ইফতার সামগ্রী উপহার দিয়েছি #৩২ টি পরিবারকে।

কৃতজ্ঞতা জানাচ্ছি সংগঠনের সম্মানিত সকল সদস্য- প্রবাসীদের, আর যুবকদের প্রতি যারা মূল্যবান পরামর্শ ও শ্রম দিয়ে সহায়তা করেছেন।

#উল্লেখ্যঃ আমাদের এ সংগঠন কেবল রোজা বা ঈদেই নয় দুবলা গ্রামের যেকোনো পরিবার,বয়োবৃদ্ধ, রোগী, মৃত ব্যক্তির স্বজনের যৌক্তিক যেকোনো প্রয়োজনেই অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করবো। আল্লাহ সবার সৎ কর্মকে কবুল করুন।।

[ #বি.দ্রঃ আমরা উপহার গ্রহীতাদের ছবি, নাম, পরিচয় প্রকাশ করি না এবং জনসম্মুখে বা উন্মুক্ত স্থানে তাদেরকে সমবেত করি না]

14/01/2025

নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন,
কিছুই থেমে নেই আপনার জন্য।

09/01/2025

"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্"

"মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মু'নকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই—
ক' বরের সাথে জান্নাতের একটি সু'ড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন,!!
'এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

02/01/2025

আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে …!! 🖤🌸
⚠️ 🎙️Abu Taw Haa Muhammad Adnan ✨

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা:

Share