স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria

স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria জেলার জন্য, জেলার তরে আমরা।

নবীনগরে একটি বিউটি পার্লারে এক নারীর ব্যাগ থেকে পিস্তল, তিন রাউন্ড গুলি সহ ১১ লাখ জাল টাকা জব্দ করেছে পুলিশ।
21/09/2025

নবীনগরে একটি বিউটি পার্লারে এক নারীর ব্যাগ থেকে পিস্তল, তিন রাউন্ড গুলি সহ ১১ লাখ জাল টাকা জব্দ করেছে পুলিশ।

৩৬ জুলাই স্মৃতি স্তম্ভ ব্রাহ্মণবাড়িয়া
20/09/2025

৩৬ জুলাই স্মৃতি স্তম্ভ
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচের আয়োজন করা হউক। জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
16/09/2025

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচের আয়োজন করা হউক। জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

ফেসবুক আইডিতে শকুনের নজর লাগায় ক্লোজ করা হলো ওসি সাহেবকে 😷
10/09/2025

ফেসবুক আইডিতে শকুনের নজর লাগায় ক্লোজ করা হলো ওসি সাহেবকে 😷

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলকে শুভ কামনা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসাইন এর পোস্ট।...
09/09/2025

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলকে শুভ কামনা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসাইন এর পোস্ট। সরকারি দায়িত্বে থেকে রাজনৈতিক দলের সমর্থনে করা পোস্টের কারণে সমালোচনার মুখে তিনি পোস্ট ডিলিট করেন। পরবর্তীতে আরেকটি পোস্টে জানান যে উনার আইডি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে এমন! এই পোস্টের কমেন্ট বক্সেও চলছে সমালোচনার ঝড়.... 😷

বাঞ্ছারামপুর বালুমহালে অভিযান।  মোবাইল কোর্টে ৬ লাখ টাকা  জরিমানা ৩ টি ড্রেজার আটক।গুলিবিদ্ধ ১ জন। আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫...
07/09/2025

বাঞ্ছারামপুর বালুমহালে অভিযান। মোবাইল কোর্টে ৬ লাখ টাকা জরিমানা ৩ টি ড্রেজার আটক।গুলিবিদ্ধ ১ জন।

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে চর মরিচাকান্দি এলাকায় মেঘনা নদীতে অনুমোদিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে ৩টি ড্রেজার আটক/ জব্দ করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা মাত্র) অর্থদন্ড আদায় করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন বাঞ্ছারামপুর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি কমিশনার (ভূমি) বাঞ্ছারামপুর। সহায়তা করেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী।

07/09/2025

ফেন্সিখোরদের দৌরাত্ম্য....

গত শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার সাহেবের রুমে বসে প্রয়াত স্টেশন মাস্টার জসিম ভাইয়ের সাথে কথা হচ্ছিলো।উনার শরীর খারাপ লাগছিলো, এর মাঝেই বিভিন্ন বিষয়ে কথা হয় ঐদিন, এর মধ্যে একটি বিষয় ছিলো ফেনসিডিল /মাদক সেবীদের উৎপাতে অতিষ্ট হওয়া নিয়ে। খুব মনখারাপ ও রাগ করে বলছিলেন, ভাই এই ফেন্সিখোরদের নিয়ে কিছু করেন, আমরা আর পারতেছিনা। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের টাইমে ওরা স্টেশন মাস্টার রুমে এসে ভীড় করে,টেবিলে, চেয়ারে বসে থাকে। এখনতো নাকি এই রুমে বসেই ফেনসিডিল সেবন শুরু করেছে ওরা। প্রতিদিন জয়ন্তিকা এক্সপ্রেসে আজমপুর জায় এই নেশাখোরের দল। দুপুর ১২ টা থেকে শুরু হয় তাদের উৎপাত,চলে জয়ন্তিকা এক্সপ্রেস আসা পর্যন্ত। সেই শুক্রবার রাতেই জসিম ভাই ইন্তেকাল করেন। আল্লাহ উনাকে মাগফিরাত দাননকরুন।

বিষয়গুলো বহু আগে থেকেই সবারই জানা। আমি প্রায় সময়ই বলতাম এবং ঐদিনও বলেছি আপনারা ১২ টা থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের টাইম পর্যন্ত আপনাদের দুই পাশের কলাপসিবল গেটের তালা কিছুতেই খুলবেন না। না খুললে নাকি গালিগালাজ /চিল্লাচিল্লি করে,স্থানীয় দাপট দেখায়।পরে অতিষ্ঠ হয়ে খুলতেই হয় এমন! জসিম ভাই এদের বলতেন তোমরা প্ল্যাটফর্মে থাকলেই হয়, ওরা বলে প্ল্যাটফর্মে থাকলে নাকি পরিচিত মানুষরা দেখেফেললে মন্দ ভাববে তাদের! চিন্তা করেন অবস্থা!

এইসব ঘটনা ও দৃশ্যের প্রত্যক্ষদর্শী আনি নিজেই। এদের জন্য স্টেশন মাস্টার ও স্টাফদের অযথা ভোগান্তি হয় অনেক। কয়েকদিন আগে তো জয়ন্তিকা লেট হওয়ায় রিফাত নামের একজন দায়িত্বরত রেলকর্মীর সাথে এক ফেন্সিখোরের ব্যাপক বাকবিতণ্ডা! পরে আমি সহ উপস্থিত লোকজন তাকে প্রতিহত করি।

এই অনাকাঙ্ক্ষিত বিষয় গুলো এড়ানোর জন্য ঐ সময়ে জিআরপি ও আরএনবি সদস্যদের তৎপরতা প্রয়োজন। রুমে যেন ওরা কিছুতেই প্রবেশ করতে না পারে। পাশাপাশি প্রয়োজন স্থানীয় লোকজনের সতর্কা ও সম্পৃক্ততা।

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী কমিউটার ট্রেনের লাইনচ্যুত কোচ ও বগি উদ্ধার কাজ চলমান আছে.. ১৮.৫৫
06/09/2025

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী কমিউটার ট্রেনের লাইনচ্যুত কোচ ও বগি উদ্ধার কাজ চলমান আছে..
১৮.৫৫

ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী ৩৪ তিতাস কমিউটার তালশহর লাইনচ্যুত।
04/09/2025

ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী ৩৪ তিতাস কমিউটার তালশহর লাইনচ্যুত।

গতকাল কুরুলিয়া নদীতে লেগেছিলো নৌজট 😊
03/09/2025

গতকাল কুরুলিয়া নদীতে লেগেছিলো নৌজট 😊

স্টেশনের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখার স্বার্থে দয়া করে রেলওয়ে স্টেশনের ভিতরে কোনো পোস্টার,ব্যানার,ফেস্টুন টানাবেন না। এই...
31/08/2025

স্টেশনের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখার স্বার্থে দয়া করে রেলওয়ে স্টেশনের ভিতরে কোনো পোস্টার,ব্যানার,ফেস্টুন টানাবেন না। এই ব্যানারটি যে প্রতিষ্ঠান থেকে টানানো হয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।

28/08/2025

৩৫ তিতাস কমিউটার ট্রেন যখন শান্টিং করার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলক্রসিং/কার্ভ এলাকায় যায় তখন দেখলাম স্কুল পড়ুয়া এবং স্কুলের পোষাক পরিধান করা ছেলেরা রেল লাইনের পাশেই নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মেয়েরা যে ভবনে ক্লাস করে সেদিকে তাকিয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে।
জানতে পারলাম ছেলেগুলো আশুগঞ্জ বা ভৈরব থেকে এভাবেই তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে আসে এবং তিতাস ঢাকা যাওয়ার পথে যারযার স্টেশনে নেমে যায়।

ছবির ছেলেদের পরিবার কিংবা পরিচিত কেহ যদি পোস্টটি দেখে থাকেন তাহলে তাদের সঠিক শিক্ষা দিন এবং পুনরায় এমন কিছু যেন না করে সেটা নিশ্চিত করুন।৷ নাহয় পরবর্তীতে তাদের এই অবস্থায় পুনরায় পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share