স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria

স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria জেলার জন্য, জেলার তরে আমরা।
(1)

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ করেছে। এখন এটি রিকশা মালিক ও চালকদের অবগত করার এবং এটা মানতে ...
19/10/2025

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ করেছে। এখন এটি রিকশা মালিক ও চালকদের অবগত করার এবং এটা মানতে বাধ্য করার উদ্যোগ নেয়া হউক।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সৌন্দর্য বজায় রাখার স্বার্থে স্টেশন এলাকায় পোস্টার ও ব্যানার মুক্ত রাখার জন্য আমরা সকল রাজনৈতিক ...
17/10/2025

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সৌন্দর্য বজায় রাখার স্বার্থে স্টেশন এলাকায় পোস্টার ও ব্যানার মুক্ত রাখার জন্য আমরা সকল রাজনৈতিক দল, ব্যক্তুবর্গ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সবাইকে অনুরোধ করছি স্টেশন স্থাপনায় ব্যানার পোস্টার না লাগানোর জন্য।
স্টেশন স্থাপনায় লাগানো এসব ব্যানার গুলো অপসারণের অনুরোধ রাখছি স্টেশন কর্তৃপক্ষের নিকট।

ব্রাহ্মণবাড়িয়ায় বহু আগে থেকেই ১-২ টাকার কয়েন অঘোষিত ভাবে অচল ঘোষণা করেছেন দোকানীরা। যারা ১-২ টাকার ধাতব মুদ্রা নিতে অস্ব...
16/10/2025

ব্রাহ্মণবাড়িয়ায় বহু আগে থেকেই ১-২ টাকার কয়েন অঘোষিত ভাবে অচল ঘোষণা করেছেন দোকানীরা। যারা ১-২ টাকার ধাতব মুদ্রা নিতে অস্বীকৃতি জানাবে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি ও জরিমানার আওতায় এনে সকলকে বার্তা দিতে হবে।

16/10/2025

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও AFCONS কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৪-লেন প্রকল্পের কাজের কারণে আগামী ১৬ অক্টোবর ২০২৫ ইং তারিখ থেকে ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখ পর্যন্ত ঘাটুরা পয়েন্ট বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে এই পথে শহরে প্রবেশ করা সম্ভব হবে না। তাই যানবাহন চালক ও সাধারণ জনগণকে বিরাসার হয়ে বিকল্প পথে চলাচল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদ।

সবসময় এমনই পরিচ্ছন্ন থাকুক আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। পরিচ্ছন্ন রাখাটা শুধু স্টেশন কর্তৃপক্ষের কাজ নয়। পরিচ্ছনত...
14/10/2025

সবসময় এমনই পরিচ্ছন্ন থাকুক আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। পরিচ্ছন্ন রাখাটা শুধু স্টেশন কর্তৃপক্ষের কাজ নয়। পরিচ্ছনতা বজায় রাখতে যাত্রী হিসেবে আমাদের দায়িত্বটাই বেশি। রেলের কাছে আবেদনের প্রেক্ষিতে ডিসিও/ঢাকা মহোদয় গতকাল আরও ২০ টি বিন পাঠিয়েছেন স্টেশন পরিচ্ছন্ন রাখার জন্য। দোকান থেকে কিছু কিনে এর উচ্ছিষ্ট অংশ প্ল্যাটফর্মের যত্রতত্র না ফেলে নির্ধারিত বিনে ফেললে আর স্টেশন নোংরা হবে না।

আখাউড়াকে আমি ইউরোপ বানাবো  - বেলজিয়াম সুমন।সাধারণ জনগণ -  আগে আখাউড়া স্টেশনের ভিতর  এইসব ব্যসনার-ফেস্টুনের  জঞ্জাল পরিষ্...
13/10/2025

আখাউড়াকে আমি ইউরোপ বানাবো - বেলজিয়াম সুমন।

সাধারণ জনগণ - আগে আখাউড়া স্টেশনের ভিতর এইসব ব্যসনার-ফেস্টুনের জঞ্জাল পরিষ্কার করে দেখান 😷

ধন্যবাদ উপজেলা প্রশাসন সরাইল কে।সদরে আনন্দ বাজারে তদারকি করা উচিত
13/10/2025

ধন্যবাদ উপজেলা প্রশাসন সরাইল কে।
সদরে আনন্দ বাজারে তদারকি করা উচিত

12/10/2025

আজ বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের ডিআরএম জনাব মহিউদ্দিন আরিফ এক বিশাল টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ব্লক চেক অভিযান পরিচালনা করেন এবং স্টেশনে সার্বিক দিক পরিদর্শন করেন।

রেলের পক্ষ থেকে আমাদের প্রতি অনুরোধ হলো - এমন কিছু না করা যেটা অন্য যাত্রীদের বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায় এবং বিনা টিকেটে যেন কেহ ভ্রমণ না করে।এই অনুরোধ মাননীয় রেল উপদেষ্টা, ডিজি ও সচিব মহোদয়ও করেছিলেন যখন উনাদের সাথে ঢাকায় কথা বলেছিলাম। এসি কোচে স্ট্যান্ডিং ভ্রমণ না করার বিষয়েও বললেন ডিআরএম মহোদয়। বললাম যে সড়ক পথের বেহাল দশার জন্য ট্রেনের উপর অত্যাধিক চাপ,তাই কিছুতেই যাত্রী কন্ট্রোল করা যাচ্ছে না। আর আমরা সবসময়ই চেষ্টা করি যাত্রীরা যেন শৃঙ্খলার মধ্যে থাকে, টিকেট কেটে ভ্রমণ করে এবং এমন কিছু না করে যাতে নিজেদের বনাম হয়। আপনারাও সবাই যার যার অবস্থান থেকে নিজে শৃঙ্খলা বজায় রাখবেন এবং অন্যদেরও বলবেন।

বিভিন্ন ট্রেনের এসি কোচের দরজা বন্ধ রাখা নিয়ে সৃষ্ট সমস্যা নিয়েও কথা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রী চাপ দিনদিন বাড়ছেই, বিশেষ করে ঢাকার দিকে। এই সঙ্কট মোকাবিলা করতে হলে নতুন কমিউটার ট্রেন চালুর বিকল্প নেই সেটা রেল কর্তৃপক্ষও অনুধাবন করছে। ইঞ্জিন সঙ্কট কমে আসলে এই রুটে একাধিক কমিউটার ট্রেন চালু করা হবে ইনশাআল্লাহ। শর্ট রুট গুলোতে কমিউটার চালু হলে আন্তঃনগরে দূরবর্তী গন্তব্যের যাত্রীদের ভোগান্তি কমে আসবে নিঃসন্দেহে।

শহরের কাজীপাড়া নিবাসী মাসুম গতকাল আশুগঞ্জে মোটরসাইকেল সহ নেশা জাতীয়  ৩০ বোতল স্কফ সিরাপ সহ পুলিশের হাতে ধরা পড়েছে।
11/10/2025

শহরের কাজীপাড়া নিবাসী মাসুম গতকাল আশুগঞ্জে মোটরসাইকেল সহ নেশা জাতীয় ৩০ বোতল স্কফ সিরাপ সহ পুলিশের হাতে ধরা পড়েছে।

রাধিকা-নবীনগর সড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অংশে বার আউলিয়া’র বিল এলাকায় গড়ে উঠেছে সাইনবোর্ড বিহীন এক আজব কারখান...
10/10/2025

রাধিকা-নবীনগর সড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অংশে বার আউলিয়া’র বিল এলাকায় গড়ে উঠেছে সাইনবোর্ড বিহীন এক আজব কারখানা! পুরোনো টায়ার পুড়ে সড়কে ব্যবহারের জন্য কালো তৈলাক্ত পদার্থ যা বিটুমিন বলে ব্যবহার করা হয়। আবার টায়ার পুড়তে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে গাছ।
মজার ব্যাপার হলো সারাদিন বন্ধ থাকলেও বিকালে থেকে প্রস্তুতি শুরু এবং রাতে চুল্লিতে আগুন দেওয়া হয়। সারারাত চুল্লি জ্বলে আর উৎপাদিত পদার্থ প্রসেস করে বড় লোহার কন্টিনে সংরক্ষণ করে প্রয়োজনমতো বাজারজাত করা হয়।
রাতের আঁধারে চিমনি দিয়ে কি পরিমাণ কালো বিষাক্ত ধোঁয়া নির্গত হয় তার হিসেব কারো কাছে নেই বা প্রাকৃতিক জলাশয় বার আউলিয়া’র বিল ও জীববৈচিত্র্যের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তারও হিসেব নেই!
এ পদ্ধতিতে টায়ার পোড়ালে তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি থেকে বিষাক্ত রাসায়নিক ও দূষণ নির্গত হয়।
পুরানো টায়ার পোড়ালে বাতাসে প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ ঘটায়।
এ থেকে উৎপন্ন ছাইয়ে ভারী ধাতু ও রাসায়নিক যৌগ থাকে, যা মাটি ও ভূগর্ভস্থ পানিকে দূষিত করে।
এতে কারখানার শ্রমিকসহ এলাকার জনসাধারণের শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি শতভাগ সম্ভাবনা রয়েছে।
বিষয়টি গুরুত্বের সাথে দেখতে DC Brahmanbaria, পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া, Uno Brahmanbaria Sadar
সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’

বহুদিন পর পরিচ্ছন্ন হলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন... প্রথম পরিকল্পনা ছিলো রেল উপদেষ্টা মহোদয় ৭ বা ৮ তারিখ মহানগর প্রভ...
08/10/2025

বহুদিন পর পরিচ্ছন্ন হলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন...
প্রথম পরিকল্পনা ছিলো রেল উপদেষ্টা মহোদয় ৭ বা ৮ তারিখ মহানগর প্রভাতী ট্রেনে চড়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন নেমে স্টেশন পরিদর্শন শেষে ফোরলেন সড়ক নির্মাণকার্য পরিদর্শনে যাবেন। পরে পরিকল্পনা পরিবর্তন হয়।
উপদেষ্টা মহোদয় স্টেশন আসবেন আর স্টেশন অপরিচ্ছন্ন থাকবে, সেটা হতে পারে না। গত এক বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছিলো না বাজেটের অভাবে। অর্থাৎ রেল পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দিচ্ছিলো না ৬ থেকে ৯ মাস যাবৎ, ছিলো না কোনো পরিচ্ছন্নতার উপাদান! এর ফলে স্টেশন ইয়ার্ডের রেললাইনে ময়লার স্তুপ জমে পরিবেশ নোংরা হয়ে ছিলো। উপদেষ্টা আসার খবরে বিভাগীয় বাণিজ্যিক কমকর্তা (ডিসিও)/ ঢাকা এবার স্টেশনের পরিচ্ছন্নতার জন্য বাজেট দেয়ার প্রয়োজন অনুভব করেন। বেতন পাওয়ার আশ্বাসে পরিচ্ছন্নতা কর্মীরা কাজে নামলেন এবং দায়িত্বরত স্টেশন মাস্টার সাহেবের তদারকিতে স্টেশন পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

এখন থেকে নিয়মিত স্টেশন পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় লোকবল ও বাজেট রেল কর্তৃপক্ষ নিশ্চিত করবে এটাই প্রত্যাশা।

মাননীয় উপদেষ্টা ফাওজুল কবির খান আজ মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে ভৈরব বাজার জংশনে অবতরণ করেন। তারপর সড়ক পথে ব্রাহ্মণবা...
08/10/2025

মাননীয় উপদেষ্টা ফাওজুল কবির খান আজ মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে ভৈরব বাজার জংশনে অবতরণ করেন। তারপর সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় যাবেন ফোরলেন কাজের অগ্রগতি পরিদর্শন করতে। উপদেষ্টা মহোদয় ট্রেনে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া নামার পরিকল্পনা করা হয়েছিলো প্রথমে, পরবর্তীতে সেটা বাতিল করে ভৈরব পর্যন্ত আসার সিদ্ধান্ত হয়।

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share